ETV Bharat / sitara

Indian Idol 12 Winner : 12তম ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন পবনদীপ, দ্বিতীয় বাংলার অরুণিতা - অরুণিতা কাঞ্জিলাল

ইন্ডিয়ান আইডলের 12তম সিজনের বিজয়ী হলেন পবনদীপ রাজন ৷ ফার্স্ট রানার আপ হয়েছেন বাংলার অরুণিতা কাঞ্জিলাল ৷ বিজয়ী ঘোষণার পর শুভেচ্ছা জানাতে পবনদীপকে জড়িয়ে ধরেন অরুণিতা ৷

Indian Idol 12 Winner
Indian Idol 12 Winner
author img

By

Published : Aug 16, 2021, 8:00 AM IST

মুম্বই, 16 অগস্ট : দীর্ঘ আটমাস ধরে সুরেলা জাদুতে দেশবাসীকে আচ্ছন্ন করে রেখেছিল ৷ অবশেষে আটমাসের সুরের লড়াই শেষ হল ৷ ইন্ডিয়ান আইডল পেয়ে গেল তাদের 12তম চ্যাম্পিয়নকে ৷ হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের ট্রফি উঠল পবনদীপ রাজনের হাতে ৷ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিলেন উত্তরাখণ্ডের পবনদীপ ৷ তবে বাংলার মানুষ একটু দুঃখ পেয়েছেন বইকি ৷ বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলালকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন এ রাজ্যের বাসিন্দারা ৷ সেই অরুণিতা শেষ করলেন দ্বিতীয় স্থানে ৷

ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালেতে পবনদীপ তাঁর পারফরম্যান্স শুরু করেন গিটার বাজিয়ে ৷ সুশান্ত সিং রাজপুতের কেদারনাথ ছবির গান কাফিরানার সুর ওঠে তাঁর গিটারে ৷ এরপর 'হাওয়াইয়ে', 'নাদান পরিন্দে' এবং 'সাড্ডা হক' গেয়ে অনুরাগীদের খুশি করে দেন ৷ হলুদ রঙা লেহঙ্গা, চওড়া নেকলেসে মঞ্চে আসেন অরুণিতা ৷ মিষ্টি গলায় 'দিওয়ানি মস্তানি', ও 'মেরে পিয়া', 'ঘর মোরে পরদেশিয়া' গানে পারফর্ম করে দর্শক ও বিচারকদের মন জয় করে নেন বঙ্গ কন্যা ৷ অরুণিতার পারফরম্যান্সে আবেগপ্রবণ হয়ে পড়েন বিচারক সনু কক্কর ৷

আরও পড়ুন : Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

গ্র্যান্ড ফিনালে উপলক্ষে উপস্থিত ছিলেন অলকা ইয়াগনিক, কুমার শানু, উদিত নারায়ণ ৷ সিনেমার প্রমোশনের জন্য এসেছিলেন শেরশাহ-এর নায়ক-নায়িকা সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানি ৷ এছাড়াও ফিনালেতে এসেছিলেন গ্রেট খলি ৷ গানের মাধ্যমে কিংবদন্তি লতা মঙ্গেশকরকে তাঁর হিট গান গেয়ে ট্রিবিউট জানান অলকা ইয়াগনিক ৷ কুমার শানুর গলায় শোনা যায় 'এ কাশ কে তুম', 'দিল ক্যাহতা হ্যায় চল উনসে মিল'- এর মতো গানগুলি ৷ 12 ঘণ্টা ধরে চলে ফাইনালের যুদ্ধ ৷ অবশেষে ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি ওঠে পবনদীপের হাতে ৷ 25 লাখ টাকার আর্থিক পুরস্কার এবং একটি গাড়ি পেয়েছেন তিনি ৷

মুম্বই, 16 অগস্ট : দীর্ঘ আটমাস ধরে সুরেলা জাদুতে দেশবাসীকে আচ্ছন্ন করে রেখেছিল ৷ অবশেষে আটমাসের সুরের লড়াই শেষ হল ৷ ইন্ডিয়ান আইডল পেয়ে গেল তাদের 12তম চ্যাম্পিয়নকে ৷ হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের ট্রফি উঠল পবনদীপ রাজনের হাতে ৷ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিলেন উত্তরাখণ্ডের পবনদীপ ৷ তবে বাংলার মানুষ একটু দুঃখ পেয়েছেন বইকি ৷ বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলালকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন এ রাজ্যের বাসিন্দারা ৷ সেই অরুণিতা শেষ করলেন দ্বিতীয় স্থানে ৷

ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালেতে পবনদীপ তাঁর পারফরম্যান্স শুরু করেন গিটার বাজিয়ে ৷ সুশান্ত সিং রাজপুতের কেদারনাথ ছবির গান কাফিরানার সুর ওঠে তাঁর গিটারে ৷ এরপর 'হাওয়াইয়ে', 'নাদান পরিন্দে' এবং 'সাড্ডা হক' গেয়ে অনুরাগীদের খুশি করে দেন ৷ হলুদ রঙা লেহঙ্গা, চওড়া নেকলেসে মঞ্চে আসেন অরুণিতা ৷ মিষ্টি গলায় 'দিওয়ানি মস্তানি', ও 'মেরে পিয়া', 'ঘর মোরে পরদেশিয়া' গানে পারফর্ম করে দর্শক ও বিচারকদের মন জয় করে নেন বঙ্গ কন্যা ৷ অরুণিতার পারফরম্যান্সে আবেগপ্রবণ হয়ে পড়েন বিচারক সনু কক্কর ৷

আরও পড়ুন : Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

গ্র্যান্ড ফিনালে উপলক্ষে উপস্থিত ছিলেন অলকা ইয়াগনিক, কুমার শানু, উদিত নারায়ণ ৷ সিনেমার প্রমোশনের জন্য এসেছিলেন শেরশাহ-এর নায়ক-নায়িকা সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানি ৷ এছাড়াও ফিনালেতে এসেছিলেন গ্রেট খলি ৷ গানের মাধ্যমে কিংবদন্তি লতা মঙ্গেশকরকে তাঁর হিট গান গেয়ে ট্রিবিউট জানান অলকা ইয়াগনিক ৷ কুমার শানুর গলায় শোনা যায় 'এ কাশ কে তুম', 'দিল ক্যাহতা হ্যায় চল উনসে মিল'- এর মতো গানগুলি ৷ 12 ঘণ্টা ধরে চলে ফাইনালের যুদ্ধ ৷ অবশেষে ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি ওঠে পবনদীপের হাতে ৷ 25 লাখ টাকার আর্থিক পুরস্কার এবং একটি গাড়ি পেয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.