১৯৫৯ সাল : আজকের দিনে মুক্তি পেয়েছিল মার্লিন মোনরোর বিখ্যাত কমেডি ছবি 'সাম লাইক ইট হট'। সালটা ছিল ১৯৫৯।
সাদা কালো এই ছবিটি হলিউড কমেডির একটি নজির তৈরি করেছিল। এর আগে পর্যন্ত এমন কমেডি ছবি হলিউডে তৈরি হয়নি। ফলে ছবিটি মুক্তি পেতেই একের পর এক পুরস্কার পেতে থাকে।
২০১৭ সালে BBC-র দ্বারা একটি সমীক্ষায় ৫২টি দেশের ২৫৩ জন ফিল্ম ক্রিটিক ছবিটিকে সর্বকালের সেরা কমেডি ছবি হিসেবে বেছে নিয়েছিল।
শুধু তাই নয় ছবিটি ছটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নও পেয়েছিল।
ছবির গল্প দু'জন জ্যাজ় সংগীতশিল্পীকে নিয়ে। ছবিতে সমকামিতাকেও দেখানো হয়েছে।