ETV Bharat / sitara

বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের নতুন শাখার উদ্বোধন - branch

আজ উদ্বোধন করা হল বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের নতুন শাখার । খুব শিগগিরিই উত্তরবঙ্গেও আরও একটি শাখা খোলা হবে ।

বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ
author img

By

Published : Aug 6, 2019, 8:19 PM IST

Updated : Aug 7, 2019, 2:33 PM IST

কলকাতা : বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের (BCP) শাখার উদ্বোধন । নতুন শাখাটির নাম 'অল ইন্ডিয়া ইভেন্টস অ্যাসোসিয়েশন' । জেনেরাল সেক্রেটারি পদে এলেন বাপ্পাদিত্য চক্রবর্তী ।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরি, মলি পাল, নবকুমার গোস্বামী, মিলন ভৌমিক ও সুবীররঞ্জন দাস সহ একাধিক গুণিজন । সাক্ষী থাকল ETV ভারত সিতারাও ।

টলিউড ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কাজ করবে এই পরিষদ । তবে তাদের অভিযোগ, কাজ জানা অনেকেই ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না । অনেক সমস্যায় পড়তে হচ্ছে ইন্ডাস্ট্রিকে । তাই কর্মসূচি জোরাদার করতে শাখাটি গঠন করা হল । BCP-র তরফে আজ জানানো হয়, খুব শিগগিরিই উত্তরবঙ্গেও একটি শাখা খোলা হবে ।

ভিডিয়োয় শুনে নিন সুবীররঞ্জন দাস ও বাপ্পাদিত্য চক্রবর্তীর বক্তব্য...

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কলকাতা : বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের (BCP) শাখার উদ্বোধন । নতুন শাখাটির নাম 'অল ইন্ডিয়া ইভেন্টস অ্যাসোসিয়েশন' । জেনেরাল সেক্রেটারি পদে এলেন বাপ্পাদিত্য চক্রবর্তী ।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরি, মলি পাল, নবকুমার গোস্বামী, মিলন ভৌমিক ও সুবীররঞ্জন দাস সহ একাধিক গুণিজন । সাক্ষী থাকল ETV ভারত সিতারাও ।

টলিউড ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কাজ করবে এই পরিষদ । তবে তাদের অভিযোগ, কাজ জানা অনেকেই ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না । অনেক সমস্যায় পড়তে হচ্ছে ইন্ডাস্ট্রিকে । তাই কর্মসূচি জোরাদার করতে শাখাটি গঠন করা হল । BCP-র তরফে আজ জানানো হয়, খুব শিগগিরিই উত্তরবঙ্গেও একটি শাখা খোলা হবে ।

ভিডিয়োয় শুনে নিন সুবীররঞ্জন দাস ও বাপ্পাদিত্য চক্রবর্তীর বক্তব্য...

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Intro:বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের নতুন শাখার উদ্বোধন হল আজ। শাখাটির নাম অল 'ইন্ডিয়া ইভেন্টস অ্যাসোসিয়েশন'। শাখার জেনারেল সেক্রেটারি বাপ্পাদিত্য চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী, পলি পাল, নবলকুমার গোস্বামী, মিলন ভৌমিক, সুবীররঞ্জন দাসের মতো ব্যক্তিত্বরা। উপস্থিত ETV ভারত সিতারাও।


Body:ইন্ডাস্ট্রির হিতের জন্য কাজ করতে চাইছে এই পরিষদ। তাঁদের অভিযোগ, ইন্ডাস্ট্রিতে ভালো লোকেরা কাজ পাচ্ছে না। অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে চলচ্চিত্র জগৎ। কর্মসূচিকে আরও জোরদার করতে অল ইন্ডিয়া ইভেন্টস অ্যাসোসিয়েশন শাখাটি গঠন করেছে তারা। কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গেও একটি শাখা অফিস খুলতে চলেছে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ।


Conclusion:শুনে নিন সুবীর রঞ্জন দাস এবং বাপ্পাদিত্য চক্রবর্তীর বক্তব্য :
Last Updated : Aug 7, 2019, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.