ETV Bharat / sitara

রাতারাতি ফর্সা হয়ে গেল 'কৃষ্ণকলি'-র শ্যামা ? সমালোচনায় নেটিজেনরা

author img

By

Published : Feb 13, 2020, 7:05 PM IST

কাহিনির নতুন মোড়ে নতুন চমক দিতে চেয়েছিল 'কৃষ্ণকলি' । তবে আনন্দ দেওয়ার পরিবর্তে নিজেই হাসির খোরাক হয়ে গেল ধারাবাহিক । রাতারাতি ফর্সা হয়ে যাওয়া কৃষ্ণবর্ণা শ্যামকে নিয়ে হাসাহাসি করল নেটিজেনরা ।

krishnakoli bengali serial
krishnakoli bengali serial

কলকাতা : TRP তালিকায় বরাবরই বেশ ভালো জায়গায় থাকে 'কৃষ্ণকলি' । শ্যামা সংগীত গাওয়া শ্যামা দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিল খুব অল্প দিনের মধ্য়েই । তবে ধারাবাহিকের কাহিনি তো এক ভাবে চলতে পারে না, পরিবর্তন আনতেই হয় । ধারাবাহিকের সাম্প্রতিকতম পরিবর্তনে একেবারেই খুশি হল না দর্শক । বোঝা গেল, তাদের ভালোবাসার শ্যামাকে অপরিবর্তিতই দেখতে চান তারা ।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, মারা যাচ্ছে শ্যামা । তবে গল্পের হিরোইনকে মাঝপথে মেরে দিলে গল্প এগোবে কী করে ? তাই তাকে ফিরিয়ে আনতে হবে । কীভাবে ? গ্রামের সরল সাদাসিধে শ্যামবর্ণা শ্যামা ফিরল একেবারে বাইকে চেপে, গায়ে লেদার জ্যাকেট চাপিয়ে । স্ট্রেট চুল হয়ে উঠল কার্লি, হাবভাবে ফুটে উঠল শহুরে ছাপ । তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হল, রাতারাতি বদলে গেল তার গায়ের রং । কালো শ্যামা ফর্সা হয়ে গেলেন ।

নতুন এই প্রোমো মুক্তি পাওয়ার পরই সমালোচনার ঝড় নেট দুনিয়ায় । কালো মেয়েকে ফর্সা করার কী প্রয়োজন ছিল ? তাহলে কি নায়িকার ফর্সা হওয়াটাই দিনের শেষে প্রয়োজনীয় ? এই ধরনের প্রশ্নে জেরবার করা হল চ্যানেল কর্তৃপক্ষকে । শুধু তাই নয়, গল্পের অবাস্তব মোড় কোনও বুদ্ধিসম্পন্ন ব্যক্তির পক্ষে মেনে নেওয়া কী করে সম্ভব ? এই প্রশ্নও তুললেন অনেকে ।

krishnakoli bengali serial
সৌজন্যে সোশাল মিডিয়া
krishnakoli bengali serial
সৌজন্যে সোশাল মিডিয়া..
krishnakoli bengali serial
সৌজন্যে সোশাল মিডিয়া
krishnakoli bengali serial
সৌজন্যে সোশাল মিডিয়া

প্রতিটা ধারাবাহিকই একরকম ভাবে শুরু হয়, আর যখন শেষ হয় তখন একেবারেই অন্যরকম ভাবে শেষ হয় । কোনও মেয়ের একান্ত ব্যক্তিগত স্বপ্ন বদলে যায় শ্বশুরবাড়ির প্রত্যেকের মন জুগিয়ে চলতে গিয়ে । কতদিন আর এভাবে অবাস্তব ও নারীদের অবমাননাকর বিষয়বস্তু নিয়ে ধারাবাহিক চলবে ? প্রশ্ন তুলেছেন দর্শক ।

কলকাতা : TRP তালিকায় বরাবরই বেশ ভালো জায়গায় থাকে 'কৃষ্ণকলি' । শ্যামা সংগীত গাওয়া শ্যামা দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিল খুব অল্প দিনের মধ্য়েই । তবে ধারাবাহিকের কাহিনি তো এক ভাবে চলতে পারে না, পরিবর্তন আনতেই হয় । ধারাবাহিকের সাম্প্রতিকতম পরিবর্তনে একেবারেই খুশি হল না দর্শক । বোঝা গেল, তাদের ভালোবাসার শ্যামাকে অপরিবর্তিতই দেখতে চান তারা ।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, মারা যাচ্ছে শ্যামা । তবে গল্পের হিরোইনকে মাঝপথে মেরে দিলে গল্প এগোবে কী করে ? তাই তাকে ফিরিয়ে আনতে হবে । কীভাবে ? গ্রামের সরল সাদাসিধে শ্যামবর্ণা শ্যামা ফিরল একেবারে বাইকে চেপে, গায়ে লেদার জ্যাকেট চাপিয়ে । স্ট্রেট চুল হয়ে উঠল কার্লি, হাবভাবে ফুটে উঠল শহুরে ছাপ । তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হল, রাতারাতি বদলে গেল তার গায়ের রং । কালো শ্যামা ফর্সা হয়ে গেলেন ।

নতুন এই প্রোমো মুক্তি পাওয়ার পরই সমালোচনার ঝড় নেট দুনিয়ায় । কালো মেয়েকে ফর্সা করার কী প্রয়োজন ছিল ? তাহলে কি নায়িকার ফর্সা হওয়াটাই দিনের শেষে প্রয়োজনীয় ? এই ধরনের প্রশ্নে জেরবার করা হল চ্যানেল কর্তৃপক্ষকে । শুধু তাই নয়, গল্পের অবাস্তব মোড় কোনও বুদ্ধিসম্পন্ন ব্যক্তির পক্ষে মেনে নেওয়া কী করে সম্ভব ? এই প্রশ্নও তুললেন অনেকে ।

krishnakoli bengali serial
সৌজন্যে সোশাল মিডিয়া
krishnakoli bengali serial
সৌজন্যে সোশাল মিডিয়া..
krishnakoli bengali serial
সৌজন্যে সোশাল মিডিয়া
krishnakoli bengali serial
সৌজন্যে সোশাল মিডিয়া

প্রতিটা ধারাবাহিকই একরকম ভাবে শুরু হয়, আর যখন শেষ হয় তখন একেবারেই অন্যরকম ভাবে শেষ হয় । কোনও মেয়ের একান্ত ব্যক্তিগত স্বপ্ন বদলে যায় শ্বশুরবাড়ির প্রত্যেকের মন জুগিয়ে চলতে গিয়ে । কতদিন আর এভাবে অবাস্তব ও নারীদের অবমাননাকর বিষয়বস্তু নিয়ে ধারাবাহিক চলবে ? প্রশ্ন তুলেছেন দর্শক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.