ETV Bharat / sitara

নারদ তর্জা সোশ্যাল মিডিয়ায়, দেবলীনাকে আক্রমণ শ্রীলেখার - শ্রীলেখা মিত্র

দেবলীনা তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে ৷ নারদকাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারির পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "4 নেতা-মন্ত্রী 5 লাখ টাকা নিয়ে কেন ছুঁচো মেরে হাত গন্ধ করবেন ৷"

narad-debate-on-social-media-sreelekha-mitra-attacked-deblina-kumar
narad-debate-on-social-media-sreelekha-mitra-attacked-deblina-kumar
author img

By

Published : May 19, 2021, 9:04 PM IST

কলকাতা, 19 মে: ভোট শেষ হয়ে গেলও বঙ্গে রাজনীতির উত্তাপ কমতেই চাইছে না । নারদকাণ্ডে দুই মন্ত্রী ও দুই বিধায়কের গ্রেফতারি নিয়ে এবার নয়া বিতর্ক সোশ্যাল মিডিয়ায় । তর্জায় অভিনেত্রী দেবলীনা কুমার ও শ্রীলেখা মিত্র ৷

দেবলীনা যেমন অভিনেত্রী, তেমনি তাঁর পরিচয় তিনি তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে ৷ দেবলীনা নারদকাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারির পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "4 নেতা-মন্ত্রী 5 লাখ টাকা নিয়ে কেন ছুঁচো মেরে হাত গন্ধ করবেন ৷" এরপরই এই মন্তব্যকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ছাপার অযোগ্য ভাষায় দেবলীনাকে আক্রমণ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । এইসঙ্গে দেবলীনার মন্তব্য নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় ফ্যান ক্লাবেও একটি পোস্ট শেয়ার করেন শ্রীলেখা ৷ যেখানে দেবলীনার বাবা তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমারকে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ৷ এই বিষয়ে দেবলীনার মন্তব্য, "উনি ওর শিক্ষার পরিচয় দিয়েছেন ৷ এর বেশি কিছু বলার নেই ৷"

আগেও বহুবার দেবলীনা ও শ্রীলেখার মধ্যে ঠান্ডা লড়াই চলেছে ৷ দু'জনেই একে অপরকে সোশ্যাল মিডিয়ায় এড়িয়ে চলেন ৷ কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি দেবলীনাকে আক্রমণ করলেন শ্রীলেখা ।

কলকাতা, 19 মে: ভোট শেষ হয়ে গেলও বঙ্গে রাজনীতির উত্তাপ কমতেই চাইছে না । নারদকাণ্ডে দুই মন্ত্রী ও দুই বিধায়কের গ্রেফতারি নিয়ে এবার নয়া বিতর্ক সোশ্যাল মিডিয়ায় । তর্জায় অভিনেত্রী দেবলীনা কুমার ও শ্রীলেখা মিত্র ৷

দেবলীনা যেমন অভিনেত্রী, তেমনি তাঁর পরিচয় তিনি তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে ৷ দেবলীনা নারদকাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারির পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "4 নেতা-মন্ত্রী 5 লাখ টাকা নিয়ে কেন ছুঁচো মেরে হাত গন্ধ করবেন ৷" এরপরই এই মন্তব্যকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ছাপার অযোগ্য ভাষায় দেবলীনাকে আক্রমণ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । এইসঙ্গে দেবলীনার মন্তব্য নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় ফ্যান ক্লাবেও একটি পোস্ট শেয়ার করেন শ্রীলেখা ৷ যেখানে দেবলীনার বাবা তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমারকে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ৷ এই বিষয়ে দেবলীনার মন্তব্য, "উনি ওর শিক্ষার পরিচয় দিয়েছেন ৷ এর বেশি কিছু বলার নেই ৷"

আগেও বহুবার দেবলীনা ও শ্রীলেখার মধ্যে ঠান্ডা লড়াই চলেছে ৷ দু'জনেই একে অপরকে সোশ্যাল মিডিয়ায় এড়িয়ে চলেন ৷ কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি দেবলীনাকে আক্রমণ করলেন শ্রীলেখা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.