ETV Bharat / sitara

ঝড়বৃষ্টি উপেক্ষা করেই সত্যজিৎকে নিয়ে বিশেষ অনুষ্ঠান 'বিটস ব্লাস্টার্স'-এর - musical band

সারাদেশ জুড়ে যখন সাইক্লোন ফণী আতঙ্ক। কলকাতায় তখন অঝোরে চলছে বৃষ্টি। থেকে থেকেই ঝোড়ো হাওয়া বইছে। এর মাঝেই স্কুল-অফিস ছুটি ঘোষণা, অনুষ্ঠান বাতিল তো ছিলই। কিন্তু, সবকিছু উপেক্ষা করেই অনুষ্ঠিত হল ব্যান্ড বিট ব্লাস্টার্সের অনুষ্ঠান। উপলক্ষ্য ছিল সত্যজিৎ রায়ের ৯৮তম জন্মবার্ষিকী।

'বিটস ব্লাস্টার্স'-এর অনুষ্ঠানে
author img

By

Published : May 4, 2019, 6:01 PM IST

কলকাতা : প্রত্যেক বছরের মতো মিউজ়িক্যাল ব্যান্ড 'বিটস ব্লাস্টার্স'-এর তরফ থেকে একটি মিউজ়িক্যাল নাইটসের আয়োজন করা হয়েছিল। তবে এবারের অনুষ্ঠানটি একটু আলাদাভাবে পালন করল 'বিটস ব্লাস্টার্স'। সত্যজিৎ রায়ের ছবির সংগীতকেই তাঁদের অনুষ্ঠানের মূল বিষয় হিসেবে রাখা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও ড্রামার নন্দন বাগচী।

'বিটস ব্লাস্টার্স'-এর অনুষ্ঠানে
'বিটস ব্লাস্টার্স'-এর অনুষ্ঠানে

ব্যান্ডের 6 সদস্য নমিত বাজরিয়া, শেখর দাস, অনির্বাণ ব্যানার্জি, সৌভিক মুখার্জি, চিরঞ্জিত সরকার ও তন্ময় মান্না। এঅ অনুষ্ঠান প্রসঙ্গে দেবজ্যোতি মিশ্র বলেন, "ঝড়বৃষ্টি উপেক্ষা করে সকলে এখানে এসেছে। গান এমন একটা জিনিস যে ঝড়জলের সামনে মাথা নত করে না। আমি খুব গর্ব বোধ করছি এর জন্য।"

'বিটস ব্লাস্টার্স'-এর অনুষ্ঠানে
'বিটস ব্লাস্টার্স'-এর অনুষ্ঠানে

কলকাতা : প্রত্যেক বছরের মতো মিউজ়িক্যাল ব্যান্ড 'বিটস ব্লাস্টার্স'-এর তরফ থেকে একটি মিউজ়িক্যাল নাইটসের আয়োজন করা হয়েছিল। তবে এবারের অনুষ্ঠানটি একটু আলাদাভাবে পালন করল 'বিটস ব্লাস্টার্স'। সত্যজিৎ রায়ের ছবির সংগীতকেই তাঁদের অনুষ্ঠানের মূল বিষয় হিসেবে রাখা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও ড্রামার নন্দন বাগচী।

'বিটস ব্লাস্টার্স'-এর অনুষ্ঠানে
'বিটস ব্লাস্টার্স'-এর অনুষ্ঠানে

ব্যান্ডের 6 সদস্য নমিত বাজরিয়া, শেখর দাস, অনির্বাণ ব্যানার্জি, সৌভিক মুখার্জি, চিরঞ্জিত সরকার ও তন্ময় মান্না। এঅ অনুষ্ঠান প্রসঙ্গে দেবজ্যোতি মিশ্র বলেন, "ঝড়বৃষ্টি উপেক্ষা করে সকলে এখানে এসেছে। গান এমন একটা জিনিস যে ঝড়জলের সামনে মাথা নত করে না। আমি খুব গর্ব বোধ করছি এর জন্য।"

'বিটস ব্লাস্টার্স'-এর অনুষ্ঠানে
'বিটস ব্লাস্টার্স'-এর অনুষ্ঠানে
Intro:ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতা শহর মাত্র গানের অনুষ্ঠানে

অমিত চক্রবর্তী, কলকাতা: একদিকে যখন সারা দেশজুড়ে আচমকা সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ফনির প্রভাবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা সবাই চিন্তিত ঠিক, সেই সময় ঝড় বৃষ্টির মধ্যেও কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো এক গানের অনুষ্ঠান যার নাম মেলোডি ট্রু বিটস। এ বছরটা বিট ব্লাস্টার্স ব্যান্ডের জন্য একটু আলাদা অনুভূতি প্রবণ কারণ, এটি তাদের চতুর্থ বছর। গত তিন বছর ধরে অসংখ্য সঙ্গীত প্রিয় মানুষদের মনে শিহরণ জাগিয়ে তুলেছে নতুন ব্যান্ড বিট ব্লাস্টার্স। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, ড্রামার নন্দন বাগচী ও ব্যান্ডের 6 সদস্য নাম নামিত বাজোরিয়া, শেখর দাস, অনির্বাণ ব্যানার্জি, সৌভিক মুখার্জী, চিরঞ্জিত সর্কার ও তনময় মান্না। আর এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বিট ব্লাস্টার্স ব্যান্ড এর পক্ষ থেকে গতকাল সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে, এদিন এক বিশেষ অডিও ভিজুয়াল মিউজিক পারফরম্যান্স দর্শকদের সামনে উপস্থাপিত করলেন।


Body:সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র জানালেন, ঝর, বৃষ্টি সবকিছুর মধ্যেও আমরা ড্রামার, ড্রাম,সংগীত সবকিছুর মধ্যেই জীবনকে খুঁজে পাই। গান এমন একটি জিনিস যেটা ঝড় জল বাধা কোনো কিছুর সামনে মাথা নত করে না। এবং আমি খুব গর্বিত বোধ করছি যে আজ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর আমি আজকে যার পাশে রয়েছি সেই নন্দন দা, উনি কলকাতা শহরের এমন একজন ব্যক্তি যিনি তাঁর প্রতিভার মধ্যে দিয়েই আমাদের সকলের মনে চিরস্মরণীয় জায়গা করে নিয়েছেন।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.