ETV Bharat / sitara

Madan Mitra in Didi number 1 : চড়াম চড়াম নয়, হবে অন্য খেলা; রচনার রিয়্যালিটি শো'তে কালারফুল মদন - মদন মিত্রের খবর

চড়াম চড়াম নয়, হবে অন্য খেলা ৷ দিদি নম্বর ওয়ানের এপিসোডে হাজির থেকে এ কথা বললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra in Didi number 1)।

Madan mitra to play with Rachna Banerjee in Didi number 1
চরাম চরাম নয়, রচনার সঙ্গে হবে অন্য খেলা: কালারফুল মদন
author img

By

Published : Dec 19, 2021, 11:51 AM IST

কলকাতা, 19 ডিসেম্বর: 'দিদি নম্বর ওয়ান'-এ 21 ডিসেম্বরের এপিসোডে হাজির থাকছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra in Didi number 1)। তিনি ছাড়াও সস্ত্রীক হাজির হবেন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, শিবাজী চট্টোপাধ্যায় ও বাবুল সুপ্রিয় । বাবুল অবশ্য একাধারে সঙ্গীত শিল্পী, অন্যদিকে রাজনীতিবিদ । সপ্তাহের শুরুতে এঁদের সঙ্গেই জমবে দিদির খেলা (Didi number 1 picnic special episode)।

কলকাতায় ভোটের দামামা । শহরে চলছে পৌরনির্বাচন । রেজাল্ট বেরোবে 21 ডিসেম্বর । আর সেদিনই এই জমজমাট এপিসোড আসতে চলেছে দর্শকের দরবারে ।

আরও পড়ুন: Madan mitra joins didi number 1 with his wife: দিদির আসর জমাবেন সস্ত্রীক মদন, সঙ্গী বাবুল-রাঘব

'দিদি নম্বর ওয়ান'-এর শুটিং-এ গিয়ে কামারহাটির বিধায়ক বার্তা দেন, "আমি মদন মিত্র । আমি তো আর এমনি এমনি ইকো আর্বান ভিলেজে আসিনি । এসেছি দিদি নম্বর ওয়ান-এ খেলতে । আর মদন মিত্র মানেই খেলা । এ খেলা অন্য খেলা । এ বার দাবার চাল নয়, আর চড়াম চড়ামের চাল নয় । এ বার রচনা বন্দ্যোপাধ্যায় (Madan Mitra to play with Rachna Banerjee) ভার্সেস মদন মিত্র । আজ খেলা আমার সঙ্গে রচনার। রচনা বন্দ্যোপাধ্যায় কী চাল দিতে পারেন তা ওর সাজগোজ দেখে বোঝা দায় । উনি কী প্রশ্ন দিতে চলেছেন । রচনাকে একটা ডাম্ব কম্পিউটার বানিয়ে দিলে ভাল হয় । আজ ক্রিকেট খেলা নয়, ফুটবল খেলা নয়, এ খেলা অন্য খেলা। চুটিয়ে খেলব রচনা বন্দ্যোপাধ্যায় দিদির সঙ্গে ।"

Madan mitra to play with Rachna Banerjee in Didi number 1
দিদি নম্বর ওয়ানে মদন মিত্র

সবশেষে রচনাদির জন্য তিনি গাইলেন, "একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য...."।

আরও পড়ুন: Rachana Banerjee: মিথ্যে গল্পে মনোরঞ্জন ? রচনার দিদি নম্বর ওয়ান বন্ধের দাবি নেটিজেনদের

দিদি নম্বর ওয়ানে মদন

21 ডিসেম্বর আসছে এই জমজমাট পর্ব ।

কলকাতা, 19 ডিসেম্বর: 'দিদি নম্বর ওয়ান'-এ 21 ডিসেম্বরের এপিসোডে হাজির থাকছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra in Didi number 1)। তিনি ছাড়াও সস্ত্রীক হাজির হবেন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, শিবাজী চট্টোপাধ্যায় ও বাবুল সুপ্রিয় । বাবুল অবশ্য একাধারে সঙ্গীত শিল্পী, অন্যদিকে রাজনীতিবিদ । সপ্তাহের শুরুতে এঁদের সঙ্গেই জমবে দিদির খেলা (Didi number 1 picnic special episode)।

কলকাতায় ভোটের দামামা । শহরে চলছে পৌরনির্বাচন । রেজাল্ট বেরোবে 21 ডিসেম্বর । আর সেদিনই এই জমজমাট এপিসোড আসতে চলেছে দর্শকের দরবারে ।

আরও পড়ুন: Madan mitra joins didi number 1 with his wife: দিদির আসর জমাবেন সস্ত্রীক মদন, সঙ্গী বাবুল-রাঘব

'দিদি নম্বর ওয়ান'-এর শুটিং-এ গিয়ে কামারহাটির বিধায়ক বার্তা দেন, "আমি মদন মিত্র । আমি তো আর এমনি এমনি ইকো আর্বান ভিলেজে আসিনি । এসেছি দিদি নম্বর ওয়ান-এ খেলতে । আর মদন মিত্র মানেই খেলা । এ খেলা অন্য খেলা । এ বার দাবার চাল নয়, আর চড়াম চড়ামের চাল নয় । এ বার রচনা বন্দ্যোপাধ্যায় (Madan Mitra to play with Rachna Banerjee) ভার্সেস মদন মিত্র । আজ খেলা আমার সঙ্গে রচনার। রচনা বন্দ্যোপাধ্যায় কী চাল দিতে পারেন তা ওর সাজগোজ দেখে বোঝা দায় । উনি কী প্রশ্ন দিতে চলেছেন । রচনাকে একটা ডাম্ব কম্পিউটার বানিয়ে দিলে ভাল হয় । আজ ক্রিকেট খেলা নয়, ফুটবল খেলা নয়, এ খেলা অন্য খেলা। চুটিয়ে খেলব রচনা বন্দ্যোপাধ্যায় দিদির সঙ্গে ।"

Madan mitra to play with Rachna Banerjee in Didi number 1
দিদি নম্বর ওয়ানে মদন মিত্র

সবশেষে রচনাদির জন্য তিনি গাইলেন, "একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য...."।

আরও পড়ুন: Rachana Banerjee: মিথ্যে গল্পে মনোরঞ্জন ? রচনার দিদি নম্বর ওয়ান বন্ধের দাবি নেটিজেনদের

দিদি নম্বর ওয়ানে মদন

21 ডিসেম্বর আসছে এই জমজমাট পর্ব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.