কৃষ্ণকলি ধারাবাহিকের আগের সপ্তাহে দর্শক দেখেছিলেন, শ্যামা গান গাইতে পারে সেটা কোনওভাবে নিখিল ও তার শ্বশুর বসন্ত চৌধুরি জেনে গেছে। তারা শ্যামাকে অনেক বকাবকি করলেও পরে তারা বুঝতে পারে কোনও পরিস্থিতির চাপে শ্যামা অন্যের হয়ে গান গাইত। তবে এবার নিখিল ও বসন্ত চৌধুরি দু'জনেই পরিবারের সকলের থেকে লুকিয়ে শ্যামাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে। নিখিল ও বসন্ত চৌধুরির সাহায্য শ্যামা, কৃষ্ণকলি নামে পরিবারের সকলের চোখের আড়ালে গান গাইবে। কিন্তু, গান গাইতে গেলে তো বাড়ি থেকে বেরোতে হবে। আর সেই প্ল্যান করতে গিয়েই নিখিলের ঘরে আসে শ্যামা।
আগামী সপ্তাহে দর্শক দেখবেন, নিখিলের ঘরে শ্য়ামা আসার পর সেখানে পৌঁছয় সুজাতাও। কয়েকদিন ধরেই সুজাতা অর্থাৎ নিখিলের মা শ্য়ামাকে চোখে চোখে রাখছে। এদিকে সুজাতার গলা পেয়ে শ্যামাকে নিখিল আলমারিতে লুকিয়ে রেখেছে। এরপর কী হবে। সেটা জানতে ধারাবাহিক কৃষ্ণকলির সেটে পৌঁছে গেছিল ETV Bharat। কী চলছে সেটে ?
দেখুন ভিডিয়ো...