কলকাতা : আর হাতে মাত্র কয়েকদিন। আসছে বাংলা নববর্ষ। আর ঠিক সেই দিন থেকেই দর্শক পেতে চলেছে দুই বোনের গল্প ধারাবাহিক 'কনক কাঁকন'। ব্লুজ় প্রোডাকশন প্রযোজিত এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য ও শ্রাবণী ভুনিয়াকে। দুজনই টেলিভিশনের চেনা মুখ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে, চৈতালি চক্রবর্তী, অপূর্ব সহ আরও অনেকে।
এর আগেও দুই বোনের গল্প ধরা পড়েছে ধারাবাহিকে। তবে 'কনক কাঁকন'-এর গল্প একটু আলাদা। বাবা ছিল স্পিন্টার। কিন্তু নিজের স্বপ্নপূরণ করার আগেই মারা যায় সে। বড় মেয়ে কাঁকনকে দায়িত্ব দিয়ে যায় তার স্বপ্নপূরণের। আর সেই স্বপ্নপূরণ করতে কনককে সে তৈরি করে। তবে বাবার স্বপ্নপূরণ করতে পারবে কি না কনক-কাঁকন, তা তো সময়েই বলবে।
শ্রাবনী ভুনিয়া বলেন, "নতুন ধারাবাহিকের গল্প দুই বোনের। যারা একে অপরের পরিপূরক হয় সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নিজেকে ঠিক রেখে এক হয়ে লড়াই করে চলে। আসলে এটা একটা স্বপ্নপূরণের গল্প। বাবা-মার অবর্তমানে তার দুই মেয়ে কীভাবে তাদের স্বপ্নকে সফল করতে পারে সেটাই এই ধারাবাহিকের মূল বিষয়। ধারাবাহিকে আমার চরিত্রের নাম কনক আর আমার দিদির চরিত্রের নাম কাঁকন।"
কাঁকনের চরিত্রে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। ধারাবাহিক প্রসঙ্গে তিনি বলেন, "ধারাবাহিকে আপনারা দেখবেন আমাদের মা-বাবা নেই। বাবার স্বপ্নপূরণ করা ছাড়া কাঁকনের আলাদাভাবে কোনও স্বপ্ন নেই। তার একটাই স্বপ্ন বাবার স্বপ্নকে পূরণ করা। বাবা যেহেতু হৃদযন্ত্রে সমস্যা ছিল তাই তিনি মাঝমাঠে দৌড়াতে গিয়ে মারা যান। আর আমারও ঠিক সেই একই সমস্যা থাকছে। তাই ডাক্তার আমাকে অনেক কিছু করতে বারণ করেছে। যার মধ্যে নাচ অন্যতম। কিন্তু, যেহেতু বাবার স্বপ্ন পূরণ করতে হবে, তাই দিদি নাচ করতে থাকে বোনের সমস্ত চাহিদা মেটাবার জন্য। বাবার স্বপ্নপূরণ করতে বোনকে তৈরি করে সে।"