ETV Bharat / sitara

দুই বোনের লড়াইয়ের গল্প বলবে ধারাবাহিক 'কনক কাঁকন' - kanak kakan

'কনক কাঁকন'-এ প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য ও শ্রাবণী ভুনিয়াকে।

কনক কাঁকন
author img

By

Published : Apr 8, 2019, 1:40 PM IST

কলকাতা : আর হাতে মাত্র কয়েকদিন। আসছে বাংলা নববর্ষ। আর ঠিক সেই দিন থেকেই দর্শক পেতে চলেছে দুই বোনের গল্প ধারাবাহিক 'কনক কাঁকন'। ব্লুজ় প্রোডাকশন প্রযোজিত এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য ও শ্রাবণী ভুনিয়াকে। দুজনই টেলিভিশনের চেনা মুখ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে, চৈতালি চক্রবর্তী, অপূর্ব সহ আরও অনেকে।

এর আগেও দুই বোনের গল্প ধরা পড়েছে ধারাবাহিকে। তবে 'কনক কাঁকন'-এর গল্প একটু আলাদা। বাবা ছিল স্পিন্টার। কিন্তু নিজের স্বপ্নপূরণ করার আগেই মারা যায় সে। বড় মেয়ে কাঁকনকে দায়িত্ব দিয়ে যায় তার স্বপ্নপূরণের। আর সেই স্বপ্নপূরণ করতে কনককে সে তৈরি করে। তবে বাবার স্বপ্নপূরণ করতে পারবে কি না কনক-কাঁকন, তা তো সময়েই বলবে।

শ্রাবনী ভুনিয়া বলেন, "নতুন ধারাবাহিকের গল্প দুই বোনের। যারা একে অপরের পরিপূরক হয় সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নিজেকে ঠিক রেখে এক হয়ে লড়াই করে চলে। আসলে এটা একটা স্বপ্নপূরণের গল্প। বাবা-মার অবর্তমানে তার দুই মেয়ে কীভাবে তাদের স্বপ্নকে সফল করতে পারে সেটাই এই ধারাবাহিকের মূল বিষয়। ধারাবাহিকে আমার চরিত্রের নাম কনক আর আমার দিদির চরিত্রের নাম কাঁকন।"

কনক কাঁকন

কাঁকনের চরিত্রে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। ধারাবাহিক প্রসঙ্গে তিনি বলেন, "ধারাবাহিকে আপনারা দেখবেন আমাদের মা-বাবা নেই। বাবার স্বপ্নপূরণ করা ছাড়া কাঁকনের আলাদাভাবে কোনও স্বপ্ন নেই। তার একটাই স্বপ্ন বাবার স্বপ্নকে পূরণ করা। বাবা যেহেতু হৃদযন্ত্রে সমস্যা ছিল তাই তিনি মাঝমাঠে দৌড়াতে গিয়ে মারা যান। আর আমারও ঠিক সেই একই সমস্যা থাকছে। তাই ডাক্তার আমাকে অনেক কিছু করতে বারণ করেছে। যার মধ্যে নাচ অন্যতম। কিন্তু, যেহেতু বাবার স্বপ্ন পূরণ করতে হবে, তাই দিদি নাচ করতে থাকে বোনের সমস্ত চাহিদা মেটাবার জন্য। বাবার স্বপ্নপূরণ করতে বোনকে তৈরি করে সে।"

কলকাতা : আর হাতে মাত্র কয়েকদিন। আসছে বাংলা নববর্ষ। আর ঠিক সেই দিন থেকেই দর্শক পেতে চলেছে দুই বোনের গল্প ধারাবাহিক 'কনক কাঁকন'। ব্লুজ় প্রোডাকশন প্রযোজিত এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য ও শ্রাবণী ভুনিয়াকে। দুজনই টেলিভিশনের চেনা মুখ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে, চৈতালি চক্রবর্তী, অপূর্ব সহ আরও অনেকে।

এর আগেও দুই বোনের গল্প ধরা পড়েছে ধারাবাহিকে। তবে 'কনক কাঁকন'-এর গল্প একটু আলাদা। বাবা ছিল স্পিন্টার। কিন্তু নিজের স্বপ্নপূরণ করার আগেই মারা যায় সে। বড় মেয়ে কাঁকনকে দায়িত্ব দিয়ে যায় তার স্বপ্নপূরণের। আর সেই স্বপ্নপূরণ করতে কনককে সে তৈরি করে। তবে বাবার স্বপ্নপূরণ করতে পারবে কি না কনক-কাঁকন, তা তো সময়েই বলবে।

শ্রাবনী ভুনিয়া বলেন, "নতুন ধারাবাহিকের গল্প দুই বোনের। যারা একে অপরের পরিপূরক হয় সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নিজেকে ঠিক রেখে এক হয়ে লড়াই করে চলে। আসলে এটা একটা স্বপ্নপূরণের গল্প। বাবা-মার অবর্তমানে তার দুই মেয়ে কীভাবে তাদের স্বপ্নকে সফল করতে পারে সেটাই এই ধারাবাহিকের মূল বিষয়। ধারাবাহিকে আমার চরিত্রের নাম কনক আর আমার দিদির চরিত্রের নাম কাঁকন।"

কনক কাঁকন

কাঁকনের চরিত্রে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। ধারাবাহিক প্রসঙ্গে তিনি বলেন, "ধারাবাহিকে আপনারা দেখবেন আমাদের মা-বাবা নেই। বাবার স্বপ্নপূরণ করা ছাড়া কাঁকনের আলাদাভাবে কোনও স্বপ্ন নেই। তার একটাই স্বপ্ন বাবার স্বপ্নকে পূরণ করা। বাবা যেহেতু হৃদযন্ত্রে সমস্যা ছিল তাই তিনি মাঝমাঠে দৌড়াতে গিয়ে মারা যান। আর আমারও ঠিক সেই একই সমস্যা থাকছে। তাই ডাক্তার আমাকে অনেক কিছু করতে বারণ করেছে। যার মধ্যে নাচ অন্যতম। কিন্তু, যেহেতু বাবার স্বপ্ন পূরণ করতে হবে, তাই দিদি নাচ করতে থাকে বোনের সমস্ত চাহিদা মেটাবার জন্য। বাবার স্বপ্নপূরণ করতে বোনকে তৈরি করে সে।"

Intro:দুই বোনের লড়াই এর গল্প বলবে নতুন ধারাবাহিক কনক কাঁকন

অমিত চক্রবর্তী,কলকাতা: দীর্ঘদিন দর্শক মনোরঞ্জনের পর শেষ হতে চলেছে বাংলা ধারাবাহিক আলোয় ভুবন ভরা এবং তার জায়গায় আগামী পয়লা এপ্রিল মানে বাংলা নববর্ষের দিন আটটায় সোম থেকে শনিবার শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক কনক কাঁকন। ব্লুজ প্রোডাকশন প্রযোজিত এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য ও শ্রাবণী বুনিয়া কে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে, চৈতালি চক্রবর্তী, অপূর্ব ও আরো অনেকে। আজ ধারাবাহিকের প্রধান কলাকুশলী দের মুখোমুখি হয়েছিল ইটিভি ভারত। এক একান্ত আলাপচারিতায় মাধ্যমে আমরা জেনে নিলাম নতুন এই ধারাবাহিকে তাদের কাজ করার অভিজ্ঞতা এবং ধারাবাহিকের পর্দায় এই দুই বোনের অসামান্য লড়াইয়ের এক কাহিনী ও।


Body:নতুন এই ধারাবাহিকে তার চরিত্র প্রসঙ্গে শ্রাবনী ভুনিয়া জানালেন, নতুন ধারাবাহিকের গল্প দুই বোনের,যারা একে অপরের পরিপূরক হয়ে, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নিজেকে ঠিক রেখে এক হয়ে লড়াই করে চলে। আসলে এটা একটা স্বপ্ন পূরণের গল্প। বাবা-মার অবর্তমানে তার দুই মেয়ে কিভাবে তাদের স্বপ্নকে সফল করতে পারে সেটাই এই ধারাবাহিকের মূল বিষয়। ধারাবাহিকে আমার চরিত্রের নাম কনক আর আমার দিদির চরিত্রের নাম কাকন। কনক একজন স্প্রিন্টার আমাদের বাবার স্বপ্ন ছিল যে দৌড় চ্যাম্পিয়নশিপ জিতবেন কিন্তু, দৌড়ের মাঝ পথে তিনি অসুস্থ বোধ করেন তারা জেতা হয় না। সেই জায়গা থেকে কাকন শত প্রতিকূলতার মধ্যে একজন সফল দৌড়বিদ হিসেবে তুলে ধরার জন্য জীবনের লড়াই করতে থাকে।

নতুন ধারাবাহিকের প্রধান চরিত্র কাকন তথা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য জানালেন, ধারাবাহিকে আপনারা দেখবেন আমাদের মা-বাবা নেই। বাবার স্বপ্ন, দিদির স্বপ্ন পূরণ করার কাকন আলাদাভাবে কোন স্বপ্ন দেখে না। তার একটাই স্বপ্ন বাবার স্বপ্নকে পূরণ করা। বাবা যেহেতু কার্ডিয়াক সমস্যা ছিল তাই তিনি মাঝমাঠেই দৌড়াতে গিয়ে মারা যান। আর আমারও ঠিক সেই একই সমস্যা ডাক্তার আমাকে অনেক কিছু করতে বারণ করেছেন যার মধ্যে নাচ অন্যতম। কিন্তু যেহেতু বাবার স্বপ্ন পূরণ করতে হবে, তাই দিদি নাচ করতে থাকে বোনের সমস্ত চাহিদা বেঁচে থাকার খরচ মেটাবার জন্য।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.