ETV Bharat / sitara

স্বাভাবিক জীবনে ফেরার আশায় যাত্রাশিল্পী জিনা - lockdown

লকডাউনের জেরে এখন সম্পূর্ণ স্তব্ধ যাত্রা জগৎ । এই পরিস্থিতির মধ্যে কেমন আছেন যাত্রাশিল্পীরা ? এ বিষয়ে যাত্রাশিল্পী জিনা মুখার্জির সঙ্গে কথা বলেছিল ETV ভারত সিতারা ।

sdf
sadf
author img

By

Published : May 9, 2020, 5:35 PM IST

কলকাতা : লকডাউনের জেরে এখন সম্পূর্ণ স্তব্ধ যাত্রা জগৎ । যদিও এই সময়টা তাঁদের রোজগারের সময় । সামনেই রথযাত্রা । প্রতি বছর রথে নতুন করে সেজে ওঠে যাত্রার জগৎ । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে এবছরটা একেবারেই আলাদা । এ বছর সব কিছুই অনিশ্চিত । এই পরিস্থিতির মধ্যে কেমন আছেন যাত্রাশিল্পীরা ? এ বিষয়ে যাত্রাশিল্পী জিনা মুখার্জির সঙ্গে কথা বলেছিল ETV ভারত সিতারা ।

লকডাউনের জেরে যাত্রা জগতের খুব ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জিনা । তিনি বলেন, "একজন যাত্রাশিল্পী হিসেবে আমাদেরও ঘরে থাকতে হচ্ছে করে না । আমরা বহু দর্শকের মাঝে মঞ্চে অভিনয় করি । আজ যেমন দর্শকরা বঞ্চিত, আমরাও বঞ্চিত । যাত্রার নির্দিষ্ট মরশুম থাকে । সেটা ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠের শেষদিক পর্যন্ত । অধিকাংশ পালাই হয় শীতের পর । তখন 30 দিনে 30টা যাত্রাও হয় । ঠিক এই সময়টাতেই আমাদের কোরোনা ভাইরাসের কবলে পড়তে হয়েছে । আমাদের অনেক ক্ষতি হয়েছে ।"

sdf
.

তবে লকডাউনের জেরে শুধু শিল্পীদেরই ক্ষতি হচ্ছে তা নয় । এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আরও অনেকেরই ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন জিনা । তিনি বলেন, "ক্ষতিটা শুধু শিল্পীদেরই নয়, অপেরার মালিক, টেকনিশিয়ন, ম্যানেজার, মিউজিশিয়ন সবার । আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি । আমাদের আশা, সকলেই এই দুঃসময় কাটিয়ে উঠে আবার যাত্রার মঞ্চে ফিরতে পারব ।"

ভিডিয়োতে শুনুন জিনা মুখার্জির বক্তব্য

কলকাতা : লকডাউনের জেরে এখন সম্পূর্ণ স্তব্ধ যাত্রা জগৎ । যদিও এই সময়টা তাঁদের রোজগারের সময় । সামনেই রথযাত্রা । প্রতি বছর রথে নতুন করে সেজে ওঠে যাত্রার জগৎ । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে এবছরটা একেবারেই আলাদা । এ বছর সব কিছুই অনিশ্চিত । এই পরিস্থিতির মধ্যে কেমন আছেন যাত্রাশিল্পীরা ? এ বিষয়ে যাত্রাশিল্পী জিনা মুখার্জির সঙ্গে কথা বলেছিল ETV ভারত সিতারা ।

লকডাউনের জেরে যাত্রা জগতের খুব ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জিনা । তিনি বলেন, "একজন যাত্রাশিল্পী হিসেবে আমাদেরও ঘরে থাকতে হচ্ছে করে না । আমরা বহু দর্শকের মাঝে মঞ্চে অভিনয় করি । আজ যেমন দর্শকরা বঞ্চিত, আমরাও বঞ্চিত । যাত্রার নির্দিষ্ট মরশুম থাকে । সেটা ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠের শেষদিক পর্যন্ত । অধিকাংশ পালাই হয় শীতের পর । তখন 30 দিনে 30টা যাত্রাও হয় । ঠিক এই সময়টাতেই আমাদের কোরোনা ভাইরাসের কবলে পড়তে হয়েছে । আমাদের অনেক ক্ষতি হয়েছে ।"

sdf
.

তবে লকডাউনের জেরে শুধু শিল্পীদেরই ক্ষতি হচ্ছে তা নয় । এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আরও অনেকেরই ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন জিনা । তিনি বলেন, "ক্ষতিটা শুধু শিল্পীদেরই নয়, অপেরার মালিক, টেকনিশিয়ন, ম্যানেজার, মিউজিশিয়ন সবার । আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি । আমাদের আশা, সকলেই এই দুঃসময় কাটিয়ে উঠে আবার যাত্রার মঞ্চে ফিরতে পারব ।"

ভিডিয়োতে শুনুন জিনা মুখার্জির বক্তব্য
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.