ETV Bharat / sitara

১৫০ পর্বে পা, শ্বশুরবাড়িতে ঢুকতে পারবে তো জাহানারা ? - jahanara set visit

আবদুল খানকে এড়িয়ে শ্বশুরবাড়িতে ঢোকার নতুন লড়াই শুরু করল জাহানারা।

জাহানারার সেটে
author img

By

Published : Mar 29, 2019, 2:13 PM IST

দেখতে দেখতে ১৫০ পর্বে পৌঁছল ধারাবাহিক 'জাহানারা'। সমাজের কিছু চলে আসা প্রথার বিরুদ্ধে ধারাবাহিকটি শুরু হয়েছিল। একে একে সমাজের পাশাপাশি পরিবারের সঙ্গেও লড়াই শুরু হয় জাহানারা। এখন পরিস্থিতি এমন যে জাহানারাকে তার শ্বশুর আবদুল খান বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আর সেই পরিস্থিতির সঙ্গেই নতুন করে লড়াই করছে জাহানারা।

শুটিংয়ের দৃশ্য
শুটিংয়ের দৃশ্য

এর আগে দর্শক দেখেছিল যে পরিবারের অজান্তেই রুহান ও জাহানারা ভ্য়ালেনটাইনস ডে পালন করে। কিন্তু, ভালো সময় বেশিদিন থাকে না। হঠাৎই মারা যায় জাহানারার আব্বু। দোষ এসে পড়ে রুহানের উপর। কিন্তু, সেই সব বিপদ কাটিয়ে ফের সবকিছু ঠিক হতে শুরু করে। এমনকী আশরাফের মধ্যেও পরিবর্তন আসতে দেখা যায়। কিন্তু, আশরাফ কি ভালো মানুষ হয়ে উঠতে পারবে ? নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে। সবটাই জানা যাবে আগামী পর্বগুলিতে।

পাশাপাশি ১৫০ পর্ব পেরিয়ে এতদিন ধরে দর্শকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে জাহানারার টিম। তাছাড়াও ধারাবাহিকে এসেছে নতুন মুখ। আগামী পর্বগুলিতে থাকছে আরও চমক।

দেখুন ভিডিয়ো...

জাহানারার সেটে

দেখতে দেখতে ১৫০ পর্বে পৌঁছল ধারাবাহিক 'জাহানারা'। সমাজের কিছু চলে আসা প্রথার বিরুদ্ধে ধারাবাহিকটি শুরু হয়েছিল। একে একে সমাজের পাশাপাশি পরিবারের সঙ্গেও লড়াই শুরু হয় জাহানারা। এখন পরিস্থিতি এমন যে জাহানারাকে তার শ্বশুর আবদুল খান বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আর সেই পরিস্থিতির সঙ্গেই নতুন করে লড়াই করছে জাহানারা।

শুটিংয়ের দৃশ্য
শুটিংয়ের দৃশ্য

এর আগে দর্শক দেখেছিল যে পরিবারের অজান্তেই রুহান ও জাহানারা ভ্য়ালেনটাইনস ডে পালন করে। কিন্তু, ভালো সময় বেশিদিন থাকে না। হঠাৎই মারা যায় জাহানারার আব্বু। দোষ এসে পড়ে রুহানের উপর। কিন্তু, সেই সব বিপদ কাটিয়ে ফের সবকিছু ঠিক হতে শুরু করে। এমনকী আশরাফের মধ্যেও পরিবর্তন আসতে দেখা যায়। কিন্তু, আশরাফ কি ভালো মানুষ হয়ে উঠতে পারবে ? নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে। সবটাই জানা যাবে আগামী পর্বগুলিতে।

পাশাপাশি ১৫০ পর্ব পেরিয়ে এতদিন ধরে দর্শকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে জাহানারার টিম। তাছাড়াও ধারাবাহিকে এসেছে নতুন মুখ। আগামী পর্বগুলিতে থাকছে আরও চমক।

দেখুন ভিডিয়ো...

জাহানারার সেটে
Intro:video


Body:video


Conclusion:video
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.