মুম্বই : পরিচিত টেলিভিশন অভিনেতা যগেশ মুকতি মারা গেলেন খুব অপ্রত্যাশিত ভাবেই । শোনা যাচ্ছে যে, শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ।
'তারক মেহতা কা উলটা চশমা', 'অমিতা কা অমিত' বা 'শ্রী গণেশ'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন যগেশ । সহকর্মী অভিষেক ভলেরাও সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করে লিখেছেন, "RIP যগেশ মুকতি । ওম শান্তি । ওঁর 81 বছরের বৃদ্ধা মা ও পরিবারকে আমার সমবেদনা ।"
-
RIP actor Jagesh Mukati 🙏 om shanti #JageshMukati sending strength to his 81 year old mother & rest of the family🙏 pic.twitter.com/ZZOMIgZJZI
— Abhishek Bhalerao (@Mumbaiactor1) June 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">RIP actor Jagesh Mukati 🙏 om shanti #JageshMukati sending strength to his 81 year old mother & rest of the family🙏 pic.twitter.com/ZZOMIgZJZI
— Abhishek Bhalerao (@Mumbaiactor1) June 10, 2020RIP actor Jagesh Mukati 🙏 om shanti #JageshMukati sending strength to his 81 year old mother & rest of the family🙏 pic.twitter.com/ZZOMIgZJZI
— Abhishek Bhalerao (@Mumbaiactor1) June 10, 2020
অভিনেত্রী রঞ্জাকরও একইভাবে দুঃখপ্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় । খুব অপ্রত্যাশিতভাবে সময়ের অনেক আগেই চলে গেলেন যগেশ, লিখেছেন 'হাসমুখী' রঞ্জাকর ।
![television actor Jagesh Mukati passes away](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/ambika_inline_11-6-20_1106newsroom_1591860425_944.png)
হাসপাতালে ভরতির সময়ে যগেশের কোরোনা টেস্ট করানো হয় । রিপোর্ট নেগেটিভ আসে । শ্বাসকষ্টের কারণে অবস্থা খারাপ হতে শুরু করলে তাঁকে ICU-তে নিয়ে যাওয়া হয় । আর সেখানেই মৃত্য়ু হয় অভিনেতার ।
যগেশ মুকতির আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।