মুম্বই : 'মহাভারত' কোনও ধারাবাহিক নয়, একটা অধ্যায় বলা যেতে পারে । স্বাভাবিক জনজীবন থেমে যেত এই অধ্যায়ের ক্য়ারিশ্মায় । মানুষ যেন পুজো করার মতো করে দেখতে বসতেন 'মহাভারত' । যেমন নাম, তার তেমন দাপট । সত্যিই মহা ভারত, যেন ভারতেরই একটা প্রতিচ্ছবি । সেই ধারাবাহিক ফের ফিরেছে টেলিভিশনের পরদায় । কী অনুভূতি ? জানালেন 'শকুনি মামা' গুফি পেন্থাল ।
অভিনেতা বললেন, "খুব ভালো লাগছে । আবার যেন পুরোনো সময়টা ফিরে এসেছে । সবাই আবার ইন্টারভিউ নিতে চাইছেন । আমার মনে হয়, এই ধরনের ধারাবাহিক নিয়ে উন্মাদনাটা কোনওদিন কমে না ।"
লকডাউনের মধ্যে মানুষকে বেশ কয়েক ঘণ্টার জন্য বাড়িতে আটকে রাখবে এই পুরোনো ধারাবাহিকগুলো, আশাবাদী গুফি । বললেন, "এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শক ধরে রাখার একটা দারুণ ক্ষমতা রয়েছে । অন্তত চার-পাঁচ ঘণ্টার জন্য কিছু মানুষ তো ঘরে থাকবেন । সরকার যে এভাবে ভেবেছে, এটা একটা দারুণ পদক্ষেপ ।"
এখনকার ধারাবাহিক নিয়েও কথা বললেন অভিনেতা । বললেন, "এখনকার ধারাবাহিকগুলো খুবই কৃত্তিম, যেগুলো প্রয়োজনের থেকে বেশি টেনে টেনে দেখানো হয় । চড়া মেকআপে অবাস্তব লাগে অভিনয় । দেখে যেন মনে হয় কার্টুন দেখছি । 30 বছর আগের ধারাবাহিক অনেক ভালো ছিল ।"
সম্প্রতি 'কৌন বানেগা ক্রোড়পতি'-তে এসে রামায়ণ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি সোনাক্ষী সিনহা । সেই নিয়ে সমালোচনা করেছেন 'মহাভারত'-এর ভীষ্ম মুকেশ খান্না । এই প্রসঙ্গে গুফিকে প্রশ্ন করা হলে তিনি বললেন, "আমি শত্রুঘ্নকে খুব ভালো করে চিনি । যে বাড়িতে প্রতিটি মানুষের নাম রামায়ণ-অনুসারে, সেই বাড়ির মেয়ে এই প্রশ্নের উত্তর জানে না ? এটা খুবই দুঃখের ।"
কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে কবিতাও লিখছেন গুফি পেন্থাল । মুম্বইয়ের অবস্থা যদিও খুব খারাপ, তবে প্রশাসনের তৎপরতায় খুবই খুশি অভিনেতা । 'মহাভারত'-এর দৌলতে যদি কিছু মানুষ বাড়িতে থাকেন, তাতেই খুশি তিনি , চিন্তিত স্বরে জানালেন 'শকুনি মামা' গুফি পেন্থাল ।