ETV Bharat / sitara

Exclusive : 32 বছর পর ফের টিভিতে মহাভারত, কী বললেন 'শকুনি মামা' গুফি পেন্থাল ? - গুফি পেন্থালের খবর

লকডাউনের মধ্যে মানুষকে বাড়িতে ধরে রাখার জন্য টেলিভিশনের পরদায় শুরু হয়েছে একঝাঁক পুরোনো ধারাবাহিকের টেলিকাস্ট । তার মধ্যে অন্যতম B.R.চোপড়ার 'মহাভারত' । ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে অভিনয় করেছেন গুফি পেন্থাল । কী প্রতিক্রিয়া অভিনেতার ? ETV ভারতকে জানালেন গুফি ।

Gufi Painthal on retelecast of Mahabharata
Gufi Painthal on retelecast of Mahabharata
author img

By

Published : Apr 10, 2020, 12:14 AM IST

মুম্বই : 'মহাভারত' কোনও ধারাবাহিক নয়, একটা অধ্যায় বলা যেতে পারে । স্বাভাবিক জনজীবন থেমে যেত এই অধ্যায়ের ক্য়ারিশ্মায় । মানুষ যেন পুজো করার মতো করে দেখতে বসতেন 'মহাভারত' । যেমন নাম, তার তেমন দাপট । সত্যিই মহা ভারত, যেন ভারতেরই একটা প্রতিচ্ছবি । সেই ধারাবাহিক ফের ফিরেছে টেলিভিশনের পরদায় । কী অনুভূতি ? জানালেন 'শকুনি মামা' গুফি পেন্থাল ।

অভিনেতা বললেন, "খুব ভালো লাগছে । আবার যেন পুরোনো সময়টা ফিরে এসেছে । সবাই আবার ইন্টারভিউ নিতে চাইছেন । আমার মনে হয়, এই ধরনের ধারাবাহিক নিয়ে উন্মাদনাটা কোনওদিন কমে না ।"

Gufi Painthal on retelecast of Mahabharata
'মহাভারত' নাটকে গুফি..

লকডাউনের মধ্যে মানুষকে বেশ কয়েক ঘণ্টার জন্য বাড়িতে আটকে রাখবে এই পুরোনো ধারাবাহিকগুলো, আশাবাদী গুফি । বললেন, "এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শক ধরে রাখার একটা দারুণ ক্ষমতা রয়েছে । অন্তত চার-পাঁচ ঘণ্টার জন্য কিছু মানুষ তো ঘরে থাকবেন । সরকার যে এভাবে ভেবেছে, এটা একটা দারুণ পদক্ষেপ ।"

এখনকার ধারাবাহিক নিয়েও কথা বললেন অভিনেতা । বললেন, "এখনকার ধারাবাহিকগুলো খুবই কৃত্তিম, যেগুলো প্রয়োজনের থেকে বেশি টেনে টেনে দেখানো হয় । চড়া মেকআপে অবাস্তব লাগে অভিনয় । দেখে যেন মনে হয় কার্টুন দেখছি । 30 বছর আগের ধারাবাহিক অনেক ভালো ছিল ।"

Gufi Painthal on retelecast of Mahabharata
'মহাভারত'-এর অন্যান্য় চরিত্রের সঙ্গে..

সম্প্রতি 'কৌন বানেগা ক্রোড়পতি'-তে এসে রামায়ণ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি সোনাক্ষী সিনহা । সেই নিয়ে সমালোচনা করেছেন 'মহাভারত'-এর ভীষ্ম মুকেশ খান্না । এই প্রসঙ্গে গুফিকে প্রশ্ন করা হলে তিনি বললেন, "আমি শত্রুঘ্নকে খুব ভালো করে চিনি । যে বাড়িতে প্রতিটি মানুষের নাম রামায়ণ-অনুসারে, সেই বাড়ির মেয়ে এই প্রশ্নের উত্তর জানে না ? এটা খুবই দুঃখের ।"

Gufi Painthal on retelecast of Mahabharata
ফাইল চিত্র

কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে কবিতাও লিখছেন গুফি পেন্থাল । মুম্বইয়ের অবস্থা যদিও খুব খারাপ, তবে প্রশাসনের তৎপরতায় খুবই খুশি অভিনেতা । 'মহাভারত'-এর দৌলতে যদি কিছু মানুষ বাড়িতে থাকেন, তাতেই খুশি তিনি , চিন্তিত স্বরে জানালেন 'শকুনি মামা' গুফি পেন্থাল ।

মুম্বই : 'মহাভারত' কোনও ধারাবাহিক নয়, একটা অধ্যায় বলা যেতে পারে । স্বাভাবিক জনজীবন থেমে যেত এই অধ্যায়ের ক্য়ারিশ্মায় । মানুষ যেন পুজো করার মতো করে দেখতে বসতেন 'মহাভারত' । যেমন নাম, তার তেমন দাপট । সত্যিই মহা ভারত, যেন ভারতেরই একটা প্রতিচ্ছবি । সেই ধারাবাহিক ফের ফিরেছে টেলিভিশনের পরদায় । কী অনুভূতি ? জানালেন 'শকুনি মামা' গুফি পেন্থাল ।

অভিনেতা বললেন, "খুব ভালো লাগছে । আবার যেন পুরোনো সময়টা ফিরে এসেছে । সবাই আবার ইন্টারভিউ নিতে চাইছেন । আমার মনে হয়, এই ধরনের ধারাবাহিক নিয়ে উন্মাদনাটা কোনওদিন কমে না ।"

Gufi Painthal on retelecast of Mahabharata
'মহাভারত' নাটকে গুফি..

লকডাউনের মধ্যে মানুষকে বেশ কয়েক ঘণ্টার জন্য বাড়িতে আটকে রাখবে এই পুরোনো ধারাবাহিকগুলো, আশাবাদী গুফি । বললেন, "এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শক ধরে রাখার একটা দারুণ ক্ষমতা রয়েছে । অন্তত চার-পাঁচ ঘণ্টার জন্য কিছু মানুষ তো ঘরে থাকবেন । সরকার যে এভাবে ভেবেছে, এটা একটা দারুণ পদক্ষেপ ।"

এখনকার ধারাবাহিক নিয়েও কথা বললেন অভিনেতা । বললেন, "এখনকার ধারাবাহিকগুলো খুবই কৃত্তিম, যেগুলো প্রয়োজনের থেকে বেশি টেনে টেনে দেখানো হয় । চড়া মেকআপে অবাস্তব লাগে অভিনয় । দেখে যেন মনে হয় কার্টুন দেখছি । 30 বছর আগের ধারাবাহিক অনেক ভালো ছিল ।"

Gufi Painthal on retelecast of Mahabharata
'মহাভারত'-এর অন্যান্য় চরিত্রের সঙ্গে..

সম্প্রতি 'কৌন বানেগা ক্রোড়পতি'-তে এসে রামায়ণ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি সোনাক্ষী সিনহা । সেই নিয়ে সমালোচনা করেছেন 'মহাভারত'-এর ভীষ্ম মুকেশ খান্না । এই প্রসঙ্গে গুফিকে প্রশ্ন করা হলে তিনি বললেন, "আমি শত্রুঘ্নকে খুব ভালো করে চিনি । যে বাড়িতে প্রতিটি মানুষের নাম রামায়ণ-অনুসারে, সেই বাড়ির মেয়ে এই প্রশ্নের উত্তর জানে না ? এটা খুবই দুঃখের ।"

Gufi Painthal on retelecast of Mahabharata
ফাইল চিত্র

কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে কবিতাও লিখছেন গুফি পেন্থাল । মুম্বইয়ের অবস্থা যদিও খুব খারাপ, তবে প্রশাসনের তৎপরতায় খুবই খুশি অভিনেতা । 'মহাভারত'-এর দৌলতে যদি কিছু মানুষ বাড়িতে থাকেন, তাতেই খুশি তিনি , চিন্তিত স্বরে জানালেন 'শকুনি মামা' গুফি পেন্থাল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.