ETV Bharat / sitara

টানা ২৫ সপ্তাহ TRP লিস্টে প্রথম স্থানে, সব রেকর্ড ভাঙল 'কৃষ্ণকলি'

বাংলা ধারাবাহিকের দুনিয়ায় নতুন রেকর্ড 'কৃষ্ণকলি'-র। টানা ২৫ সপ্তাহ TRP-র তালিকায় প্রথম স্থান অধিকার করল শ্যামা-নিখিলের এই আখ্যান।

কৃষ্ণকলি
author img

By

Published : Jul 12, 2019, 2:37 PM IST

Updated : Jul 12, 2019, 2:59 PM IST

কলকাতা : ২০০৯ সালের 'মা' ধারাবাহিককে মনে আছে আপনাদের? সেই ছোট্ট ঝিলিকের মা-কে খোঁজার গল্প...মনে থাকারই কথা। কারণ দিনের পর দিন জনপ্রিয়তার শিখরে ছিল সেই ধারাবাহিক। টানা ২৪ সপ্তাহ TRP তালিকাকে টপ করেছিল 'মা'। ধারাবাহিকটা শেষ হয় ২০১৪ সালে। তারপর কেটে গেছে ৫ বছর। এতগুলো বছর পর সেই অনবদ্য রেকর্ড ভাঙল 'কৃষ্ণকলি'।

স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ধারাবাহিকের কলাকুশলীরা। সেটে আয়োজন করা হয়েছিল খাওয়াদাওয়ারও। ETV ভারত সিতারার ক্যামেরায় ধরা দিলেন শ্যামা-নিখিল। দু'জনেই ধন্যবাদ জানালেন দর্শককে। অন্যদিকে কথা বললেন ধারাবাহিকের 'ভিলেন' রুক্মিনী মাসিও।

সবার বক্তব্য শুনে নিন ভিডিয়োতে...

দেখুন ভিডিয়ো...

কলকাতা : ২০০৯ সালের 'মা' ধারাবাহিককে মনে আছে আপনাদের? সেই ছোট্ট ঝিলিকের মা-কে খোঁজার গল্প...মনে থাকারই কথা। কারণ দিনের পর দিন জনপ্রিয়তার শিখরে ছিল সেই ধারাবাহিক। টানা ২৪ সপ্তাহ TRP তালিকাকে টপ করেছিল 'মা'। ধারাবাহিকটা শেষ হয় ২০১৪ সালে। তারপর কেটে গেছে ৫ বছর। এতগুলো বছর পর সেই অনবদ্য রেকর্ড ভাঙল 'কৃষ্ণকলি'।

স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ধারাবাহিকের কলাকুশলীরা। সেটে আয়োজন করা হয়েছিল খাওয়াদাওয়ারও। ETV ভারত সিতারার ক্যামেরায় ধরা দিলেন শ্যামা-নিখিল। দু'জনেই ধন্যবাদ জানালেন দর্শককে। অন্যদিকে কথা বললেন ধারাবাহিকের 'ভিলেন' রুক্মিনী মাসিও।

সবার বক্তব্য শুনে নিন ভিডিয়োতে...

দেখুন ভিডিয়ো...
Intro:টেলিভিশনের পর্দায় একটানা 25 সপ্তাহ টিআরপি লিস্টে প্রথম,সমস্ত রেকর্ড ভাঙলো ধারাবাহিক কৃষ্ণকলি


অমিত চক্রবর্তী,কলকাতা: একটা সময় পর্যন্ত বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক জন্মভূমি সবচেয়ে দীর্ঘ সময়ের ধারাবাহিকের তকমা পেয়েছিল। এরপর আর কোন ধারাবাহিক সেই মাইলস্টোনের তকমা ছুঁতে পারেনি। তবে 2009 সালে বাংলা টেলিভিশনের পর্দায় এসেছিল নতুন বাংলা ধারাবাহিক মা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত, সুশান্ত দাস ও দেবিদাস পরিচালিত এই ধারাবাহিক বাংলা টেলিভিশন টিআরপি লিস্ট এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। একদিকে যেমন জিৎ গাঙ্গুলী সংগীত আর অন্যদিকে ছিল অপরাজিতা আঢ্য,শ্রীতমা ভট্টাচার্য্য, ভাস্বর চ্যাটার্জি, মহুয়া হালদার, তিথি বোস, অনিন্দ্য চ্যাটার্জি, দোলন রায় এর মতন অভিনেতা-অভিনেত্রীদের অসামান্য অভিনয় দক্ষতা। এই সব কিছুর জোরে ধারাবাহিকটি একটা সময় টিআরপি লিস্টে উন্মাদনা সৃষ্টি করেছিল একটানা 24 সপ্তাহ প্রথম স্থান অধিকার করে। ধারাবাহিকটি শেষ হয়েছিল 2014 সালে। কিন্তু এই ধারাবাহিকের একটানা 24 সপ্তাহ টিআরপি লিস্টে থাকার রেকর্ড আজ পর্যন্ত অক্ষত ছিল। কিন্তু আজ সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিল বাংলা ধারাবাহিক কৃষ্ণকলি। কারণ,আজ ধারাবাহিকটি একটানা 25 সপ্তাহ টিআরপি লিস্টে প্রথম স্থানে থাকার কৃতিত্ব অর্জন করল। আজ এই ধারাবাহিকের বিশেষ দিনে সকল অভিনেতা ও অভিনেত্রীদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বিশেষ খাওয়া-দাওয়া অনুষ্ঠানের। আর এই বিশেষ দিনে ধারাবাহিকের শুটিং ফ্লোরে একমাত্র ইটিভি ভারতের মুখোমুখি হয়ে কলাকুশলীরা জানালেন তাদের অভিজ্ঞতার কথা।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 12, 2019, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.