কলকাতা, 8 ফেব্রুয়ারি : বাংলা টেলিভিশনের জনপ্রিয় নন ফিকশন শো 'দিদি নম্বর ওয়ান'। শুরুর দিন থেকেই দর্শকদের মন জিতে নিয়েছিল এই শো । শুরুতে অর্থাৎ সিজন ১-এ সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায় । এরপর দ্বিতীয় সিজন থেকে এই দায়িত্বে আসেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় । বলাবাহুল্য, এই দায়িত্ব নেওয়ার পর থেকে 'রামধনু' এবং 'বৌদি ডট কম' ছাড়া আর কোনও ছবিতে কাজ করেননি তিনি । কিন্তু 'দিদি নম্বর ওয়ান'-এর দৌলতেই তিনি হয়ে উঠেছেন বাংলা টেলিভিশনের অগণিত দর্শকের প্রিয় 'রচনা দিদি'। তাঁর সঞ্চালনা গুনে শো হয়ে উঠেছে সকলের প্রিয় ৷
ইতিমধ্য়েই অষ্টম মরশুম এবং হাজার পর্ব পার করে ফেলেছে 'দিদি নম্বর ওয়ান' ৷ যদিও এর মাঝে বদল ঘটেছে সঞ্চালকের। দেবশ্রী রায় এবং জুন মালিয়াকেও দেখা গিয়েছে সঞ্চালনায়। তবু, বলতেই হবে এই অনুষ্ঠান সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনাতেই। এবার পালা সিজন ৯-এর। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিজন ৯ (Didi no 1 new Season is coming on 14th February)।
আরও পড়ুন: পিলুতে ফিরছে রিয়েল লাইফ জুটি প্রমিতা-রুদ্রজিৎ
"দিদিরাই দিদিদের এগিয়ে নিয়ে যায়"-- এই ট্যাগলাইন সঙ্গে নিয়ে আসছে 'দিদি নম্বর ওয়ান সিজন ৯'। আসন্ন সিজন নিয়ে আশাবাদী রচনা দিদিও । তিনি বলেন, "সিজন ৮-এ ১০০০ পর্ব পার করে ফেললাম । এবার আসছি সিজন ৯ নিয়ে । এতদিন যে ভাবে মানুষ ভালবেসেছেন আমাকে এবং এই অনুষ্ঠানটিকে, সেই ভালবাসা আগামীতেও পাব বলে আশা রাখি । এবার একটু অন্য ধাঁচে আসছি অন্য ট্যাগলাইন নিয়ে । দিদিরাই দিদিদের এগিয়ে নিয়ে যায় । এই কথার যথার্থতা জানা যাবে এই সিজনে । চমক থাকুক সেটা।"