ETV Bharat / sitara

Debopriyo Mukherjee to act as Michael Madhusudan Dutt: রাসমণিতে মধুসূদনের চরিত্র নিয়ে বেশ টেনশনে দেবপ্রিয় - Debopriyo Mukherjee to act as Michael Madhusudan Dutt

'করুণাময়ী রানি রাসমণি' (Karunamoyee Rani Rashmoni)-তে মাইকেল মধুসূদন দত্তর চরিত্রে অভিনয় করছেন দেবপ্রিয় মুখোপাধ্যায় (Debopriyo Mukherjee to act as Michael Madhusudan Dutt)।

Debapriya Mukherjee to act as Michael Madhusudan Dutt in tv serial Karunamoyee Rani Rashmoni
রাসমণিতে মধুসূদনের চরিত্র নিয়ে বেশ টেনশনে দেবপ্রিয়
author img

By

Published : Jan 24, 2022, 1:11 PM IST

Updated : Jan 24, 2022, 2:45 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: গান্ধিজির পর এবার মাইকেল মধুসূদন দত্তর চরিত্রে দেবপ্রিয় মুখোপাধ্যায় । 'করুণাময়ী রানি রাসমণি' (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে ফিরছেন তিনি ।

'নেতাজি' ধারাবাহিকে মহাত্মা গান্ধির চরিত্রে দেখা গিয়েছিল দেবপ্রিয়কে (Debopriyo Mukherjee to act as Michael Madhusudan Dutt)। অভিনয় করেছেন 'আরব্য রজনী' ধারাবাহিকে 'আলিবাবা চল্লিশ চোর' গল্পে ডাকাত সর্দারের চরিত্রে । আর এবার তাঁকে দেখা যাবে 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে । নিজের লুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা ।

কদিন আগেই শেষ করেছেন রাজা চন্দ পরিচালিত বাংলা ছবি 'সেভিংস অ্যাকাউন্ট', অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত হিন্দি ছবি 'লস্ট'-এর শুটিং । সামনেই আছে বাংলা ছবি 'একেন বাবু'র কাজ । তার মাঝেই বাংলা টেলিভিশনে ব্যস্ত হলেন অভিনেতা ।

আরও পড়ুন: Chiranjeevi greets Jisshu For Baba baby o: 'বাবা বেবি ও' ছবির ট্রেলার দেখে যিশুকে শুভেচ্ছা জানালেন চিরঞ্জিবী

দেবপ্রিয় (Debopriyo Mukherjee in Karunamoyee Rani Rashmoni) এদিন ইটিভি ভারতকে বলেন, "প্রচণ্ড টেনশনে আছি কাজটা নিয়ে । খুব ডিফিকাল্ট একটা চরিত্র । উনি যে সব কবিতা লিখতেন, সেগুলো ছাত্রজীবনেও পড়তে গিয়ে গায়ে জ্বর আসত । এখন সেগুলো পড়ে মুখস্থ করে অভিনয় করতে করতে বলাটা আরও কঠিন একটা জিনিস । তবে, পরিচালক শিবাংশুদা ধরে ধরে কাজটা করাচ্ছেন । বুঝতে পারছেন আমার একটু অসুবিধা হচ্ছে । পাশাপাশি অন্যান্য কাস্টরাও সাহায্য করছেন আমায় । অভিনেতা সুমন দে খুব সহায়তা করছেন । উৎসাহ দিচ্ছেন । প্রথম দিনই সেটে গিয়ে বুঝেছিলাম একটা কঠিন দায়িত্ব নিয়ে ফেলেছি । যে কোনও চরিত্র করার আগে আমি অনেকটা রিসার্চ করি । কিন্তু এটা এমনই একটা চরিত্র, যেটাতে রিসার্চ করার জন্য তেমন মেটেরিয়াল নেই হাতের কাছে । যা আছে তা ওঁর লেখা চিঠিপত্তর । তাও আবার ইন্টারনেটে । তাঁকে নিয়ে যা লেখালিখি হয়েছে, তা সবই তাঁর সাহিত্য নিয়ে । তিনি বন্ধুদের যে চিঠিগুলি লিখেছিলেন, তার থেকে বোঝা যায় তিনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন । সুনীল গঙ্গোপাধ্যায়ও লিখেছেন তাঁকে নিয়ে । চিঠি পড়ে যতদূর বোঝা যায় তা হল, খুব কন্ট্রোভার্সিয়াল চরিত্র ছিল তাঁর । সেই সময়ে দাঁড়িয়ে তিনি ধর্ম ত্যাগ করেছিলেন, বাঙালি বা আমাদের ভারতীয় সভ্যতা ত্যাগ করে ইউরোপিয়ান হওয়ার চেষ্টা করেছিলেন । আবার শেষ জীবনে গিয়ে বুঝতে পারেন যে, না উনি ভারতীয় শিকড়গুলো ধরে রাখতে পেরেছেন, না ইউরোপীয়ান হয়ে উঠতে পেরেছেন । তিনি লেখালিখি শুরু করেন ইংরেজিতে ৷ সেগুলোও খুব একটা গ্রহণযোগ্য হয়নি বা চর্চিত হয়নি । তারপর বাংলায় লেখা শুরু করেন । নিজেই বুঝেছিলেন, নিজের ঘরের ভাণ্ডার ছেড়ে পরের ভাণ্ডার আঁকড়েছিলেন তিনি । ওই সব দিকই তুলে ধরা হবে এই ধারাবাহিকে ।"

আরও পড়ুন: Tiyasha roy to present Rannaghar: রান্নাঘরের দায়িত্বে 'কৃষ্ণকলি' তিয়াসা রায়

দেবপ্রিয় আরও বলেন, "খুব ইন্ডিসিপ্লিন্ড ছিলেন তিনি । সেগুলো টেলিভিশনে দেখানোও খুব কঠিন । কিছু রেস্ট্রিকশন থাকে টেলিভিশনে । আমি গান্ধি চরিত্রে অভিনয় করার পর ভেবেছিলাম যে খুব প্রচলিত চরিত্রে আর কাজ করব না । এর মাঝেও কয়েকটা চরিত্র পেয়েছি বটে । তবে তেমন একটা আগ্রহ পাইনি । তারপর এটা এল । তাঁর চিঠিপত্র খুঁজে বের করে রিসার্চ করছি ৷ চাপে আছি খুব । এ রকম চরিত্রই একজন অভিনেতা চান, যেখানে প্রচুর খাটতে হবে । খুব চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে খুশি আমি ।"

কলকাতা, 24 জানুয়ারি: গান্ধিজির পর এবার মাইকেল মধুসূদন দত্তর চরিত্রে দেবপ্রিয় মুখোপাধ্যায় । 'করুণাময়ী রানি রাসমণি' (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে ফিরছেন তিনি ।

'নেতাজি' ধারাবাহিকে মহাত্মা গান্ধির চরিত্রে দেখা গিয়েছিল দেবপ্রিয়কে (Debopriyo Mukherjee to act as Michael Madhusudan Dutt)। অভিনয় করেছেন 'আরব্য রজনী' ধারাবাহিকে 'আলিবাবা চল্লিশ চোর' গল্পে ডাকাত সর্দারের চরিত্রে । আর এবার তাঁকে দেখা যাবে 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে । নিজের লুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা ।

কদিন আগেই শেষ করেছেন রাজা চন্দ পরিচালিত বাংলা ছবি 'সেভিংস অ্যাকাউন্ট', অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত হিন্দি ছবি 'লস্ট'-এর শুটিং । সামনেই আছে বাংলা ছবি 'একেন বাবু'র কাজ । তার মাঝেই বাংলা টেলিভিশনে ব্যস্ত হলেন অভিনেতা ।

আরও পড়ুন: Chiranjeevi greets Jisshu For Baba baby o: 'বাবা বেবি ও' ছবির ট্রেলার দেখে যিশুকে শুভেচ্ছা জানালেন চিরঞ্জিবী

দেবপ্রিয় (Debopriyo Mukherjee in Karunamoyee Rani Rashmoni) এদিন ইটিভি ভারতকে বলেন, "প্রচণ্ড টেনশনে আছি কাজটা নিয়ে । খুব ডিফিকাল্ট একটা চরিত্র । উনি যে সব কবিতা লিখতেন, সেগুলো ছাত্রজীবনেও পড়তে গিয়ে গায়ে জ্বর আসত । এখন সেগুলো পড়ে মুখস্থ করে অভিনয় করতে করতে বলাটা আরও কঠিন একটা জিনিস । তবে, পরিচালক শিবাংশুদা ধরে ধরে কাজটা করাচ্ছেন । বুঝতে পারছেন আমার একটু অসুবিধা হচ্ছে । পাশাপাশি অন্যান্য কাস্টরাও সাহায্য করছেন আমায় । অভিনেতা সুমন দে খুব সহায়তা করছেন । উৎসাহ দিচ্ছেন । প্রথম দিনই সেটে গিয়ে বুঝেছিলাম একটা কঠিন দায়িত্ব নিয়ে ফেলেছি । যে কোনও চরিত্র করার আগে আমি অনেকটা রিসার্চ করি । কিন্তু এটা এমনই একটা চরিত্র, যেটাতে রিসার্চ করার জন্য তেমন মেটেরিয়াল নেই হাতের কাছে । যা আছে তা ওঁর লেখা চিঠিপত্তর । তাও আবার ইন্টারনেটে । তাঁকে নিয়ে যা লেখালিখি হয়েছে, তা সবই তাঁর সাহিত্য নিয়ে । তিনি বন্ধুদের যে চিঠিগুলি লিখেছিলেন, তার থেকে বোঝা যায় তিনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন । সুনীল গঙ্গোপাধ্যায়ও লিখেছেন তাঁকে নিয়ে । চিঠি পড়ে যতদূর বোঝা যায় তা হল, খুব কন্ট্রোভার্সিয়াল চরিত্র ছিল তাঁর । সেই সময়ে দাঁড়িয়ে তিনি ধর্ম ত্যাগ করেছিলেন, বাঙালি বা আমাদের ভারতীয় সভ্যতা ত্যাগ করে ইউরোপিয়ান হওয়ার চেষ্টা করেছিলেন । আবার শেষ জীবনে গিয়ে বুঝতে পারেন যে, না উনি ভারতীয় শিকড়গুলো ধরে রাখতে পেরেছেন, না ইউরোপীয়ান হয়ে উঠতে পেরেছেন । তিনি লেখালিখি শুরু করেন ইংরেজিতে ৷ সেগুলোও খুব একটা গ্রহণযোগ্য হয়নি বা চর্চিত হয়নি । তারপর বাংলায় লেখা শুরু করেন । নিজেই বুঝেছিলেন, নিজের ঘরের ভাণ্ডার ছেড়ে পরের ভাণ্ডার আঁকড়েছিলেন তিনি । ওই সব দিকই তুলে ধরা হবে এই ধারাবাহিকে ।"

আরও পড়ুন: Tiyasha roy to present Rannaghar: রান্নাঘরের দায়িত্বে 'কৃষ্ণকলি' তিয়াসা রায়

দেবপ্রিয় আরও বলেন, "খুব ইন্ডিসিপ্লিন্ড ছিলেন তিনি । সেগুলো টেলিভিশনে দেখানোও খুব কঠিন । কিছু রেস্ট্রিকশন থাকে টেলিভিশনে । আমি গান্ধি চরিত্রে অভিনয় করার পর ভেবেছিলাম যে খুব প্রচলিত চরিত্রে আর কাজ করব না । এর মাঝেও কয়েকটা চরিত্র পেয়েছি বটে । তবে তেমন একটা আগ্রহ পাইনি । তারপর এটা এল । তাঁর চিঠিপত্র খুঁজে বের করে রিসার্চ করছি ৷ চাপে আছি খুব । এ রকম চরিত্রই একজন অভিনেতা চান, যেখানে প্রচুর খাটতে হবে । খুব চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে খুশি আমি ।"

Last Updated : Jan 24, 2022, 2:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.