কলকাতা , 8 মে : করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান বাচিক শিল্পী জগন্নাথ বসু ৷ শুরু থেকেই ডায়াবেটিসের রোগী হওয়ার জন্যই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছে বাঙুর হাসপাতালে ৷
করোনা পজি়টিভ তাঁর স্ত্রী উর্মিমালা বসুও । তবে এই মুহূর্তে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত 'কুইন'
পরিবার সূত্রে জানা গিয়েছে , ভ্যাকসিনের দুটি ডোজ়ই নিয়েছিলেন তাঁরা ৷ তবুও নিস্তার পেলেন না করোনার হাত থেকে ৷ তবে দু'জনের অবস্থাই আপাতত স্থিতিশীল বলে সূত্রের খবর ৷
উল্লেখ্য, গতকালই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায় ৷ যদিও, তাঁর করোনার রিপোর্ট এখনও সামনে আসেনি ৷