কলকাতা : লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউড থেকে অনেকের গেরুয়া শিবিরে যোগদানের খবর শোনা যাচ্ছিল । পাশাপাশি সিনেমা জগতের সঙ্গে যুক্ত সকলকে নিজেদের ছাতার তলায় আনার প্রচেষ্টাও চলছিল জোরকদমে । সেকাজকে আরও জোরদার করতে 22 জুন কলকাতা প্রেস ক্লাবে অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের যোগদানের মাধ্যমে শুরু হয়েছিল নতুন সংস্থা বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। যাদের মূল দাবি ছিল তারাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নতুন এই সংস্কার সূচনা করেছেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য। যার মধ্যে অন্যতম ছিল দীর্ঘদিন ধরে বাংলা ধারাবাহিক এ কাজ করার শিল্পী ও টেকনিশিয়ানরা তাদের পারিশ্রমিক না পাওয়া।
সংস্থার সাধারণ সম্পাদক শঙ্কুদেব পান্ডা জানিয়েছিলেন, আগামী 7 দিনের মধ্যে যদি শিল্পী ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক মিটিয়ে না দেওয়া হয় তাহলে তারা ইম্পা কার্যালয়, সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ান স্টুডিও তে বিক্ষোভ প্রদর্শন করবেন। এবং আরো বলেন তারাই একমাত্র অনুমোদিত সংস্থা যারা শিল্পী ও টেকনিশিয়ানদের পাশে থেকে কাজ করতে চলেছে।
অন্যদিকে, গতকাল মহেশ্বরী সদনে টলিউডের শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যের জন্য বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের পাশাপাশি উদ্বোধন হল নতুন আর একটি সংস্থা 'ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন'-র । নতুন সংস্থার সভাপতি হিসেবে থাকছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল । এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাধন তালুকদার, বাবান ঘোষ, সংঘমিত্রা চৌধুরী ও অরুনা মজুমদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BJP নেতা দিলীপ ঘোষ, সাংসদ জর্জ বেকার সহ আরও অনেকে ।
শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যের জন্য একসঙ্গে দু'টি সংস্থার পথ চলা প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন,"আমি শুধু আমার সংগঠনের বিষয়ে কথা বলতে পারি । অন্য কে কী করছে সেটা নিয়ে আমি কথা বলতে পারব না । সেটা নিয়ে তারাই বলতে পারবে । আমি এই সংস্থার প্রেসিডেন্ট হিসেবে যে দায়িত্ব নিয়েছি, সেটা খুব ভাল করেই জানি, আর আমাদের এই সংগঠনের বাকি সদস্যরা সবকিছু খুব ভালো করেই জানেন ।" তিনি জানান, তাঁদের সংস্থা 'ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন' একমাত্র অনুমোদিত সংস্থা যারা BJP-র অধীনে শিল্পী ও টেকনিশিয়ানদের জন্য লড়াই করবে।
বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে শঙ্কুদেব পান্ডা জানান, তিনি এবং তার সংস্থাই একমাত্র শিল্পী ও টেকনিশিয়ানদের হয়ে কাজ করতে চলেছেন । দু'টি সংস্থারই দাবি, তারাই একমাত্র অনুমোদিত সংস্থা । তারাই একমাত্র কাজ করতে চলেছে শিল্পী ও টেকনিশিয়ানদের জন্য । এখন শুধু জানতে বাকি আছে কোনটি অনুমোদিত সংস্থা এবং কোনটি অনুমোদনহীন সংস্থা ।