ETV Bharat / sitara

'সল্ট'-এ চন্দন রায়ের সঙ্গে জুটি বাঁধবেন ঋতুপর্ণা - chandan and rituparna upcoming film

শংকর ও মায়ার প্রেমের গল্প বলবে 'সল্ট'। ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে চন্দন রায় সান্যাল ও ঋতুপর্ণা সেনগুপ্তকে । ছবির শুটিং হবে কলকাতা ও দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ।

sdf
sdf
author img

By

Published : Jan 5, 2021, 6:43 PM IST

কলকাতা : আপকামিং ছবি 'সল্ট'-এ চন্দন রায় সান্যালের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে । এই রোম্যান্টিক ছবিটি পরিচালনা করবেন সানি রায় । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি ।

শংকর নামে এক স্বল্পভাষী স্থপতির গল্প তুলে ধরা হবে এই ছবিতে । বসের বান্ধবী মায়ার প্রেমে পড়ে সে । মায়া একজন লেখিকা । প্রথম দেখাতেই মায়ার প্রেমে পড়ে গিয়েছিল সে । আসলে একটা মিথ্যে তাকে মায়ার প্রেমে পড়তে বাধ্য করেছিল । কলকাতা ও দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে ।

sdsgfs
'সল্ট'-এর পোস্টার

ছবি সম্পর্কে সানি বলেন, "এই ধরনের অসাধারণ অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে কাজ করব এটা ভেবে আমি খুবই খুশি । প্রযোজনা সংস্থার থেকেও অনেক সাহায্য পাচ্ছি । একটা মিষ্টি প্রেমের গল্প আপনাদের উপহার দেব ।"

ছবিতে মায়ার চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে । ছবি প্রসঙ্গে তিনি বলেন, "আমি সল্টের কাজ শুরু করার জন্য মুখিয়ে রয়েছি । সানি একটা সুন্দর ভাবনা নিয়ে আমার কাছে এসেছিল । আজকের দিনে দাঁড়িয়ে এই ছবি একেবারে উপযুক্ত । আমাদের প্রযোজক সুদীপ দাও খুবই ভালো । এই ছবির মাধ্যমেই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি পা রাখব । বিষয়টা খুবই আনন্দের ।"

কলকাতা : আপকামিং ছবি 'সল্ট'-এ চন্দন রায় সান্যালের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে । এই রোম্যান্টিক ছবিটি পরিচালনা করবেন সানি রায় । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি ।

শংকর নামে এক স্বল্পভাষী স্থপতির গল্প তুলে ধরা হবে এই ছবিতে । বসের বান্ধবী মায়ার প্রেমে পড়ে সে । মায়া একজন লেখিকা । প্রথম দেখাতেই মায়ার প্রেমে পড়ে গিয়েছিল সে । আসলে একটা মিথ্যে তাকে মায়ার প্রেমে পড়তে বাধ্য করেছিল । কলকাতা ও দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে ।

sdsgfs
'সল্ট'-এর পোস্টার

ছবি সম্পর্কে সানি বলেন, "এই ধরনের অসাধারণ অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে কাজ করব এটা ভেবে আমি খুবই খুশি । প্রযোজনা সংস্থার থেকেও অনেক সাহায্য পাচ্ছি । একটা মিষ্টি প্রেমের গল্প আপনাদের উপহার দেব ।"

ছবিতে মায়ার চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে । ছবি প্রসঙ্গে তিনি বলেন, "আমি সল্টের কাজ শুরু করার জন্য মুখিয়ে রয়েছি । সানি একটা সুন্দর ভাবনা নিয়ে আমার কাছে এসেছিল । আজকের দিনে দাঁড়িয়ে এই ছবি একেবারে উপযুক্ত । আমাদের প্রযোজক সুদীপ দাও খুবই ভালো । এই ছবির মাধ্যমেই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি পা রাখব । বিষয়টা খুবই আনন্দের ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.