কলকাতা : সময়টা বড়ই টালমাটাল । খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে । এই পরিস্থিতিতে মানুষের মনকে শক্ত করতে নতুন গান বাঁধেলেন অমিত কুমার । গানের নাম 'রাত আসে'।
গানটি কম্পোজ় করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক রকেট মণ্ডল । সেটি লিখেছেন শ্রীরাজ মিত্র । আশা অডিয়ো কম্পানি গানটি রিলিজ় করেছে । প্যানডেমিকের সময় গানটি রেকর্ড করেন অমিত কুমার ।
অমিত বলেন, "আমাদের সকলকে একজোট হয়ে এই সময় চলতে হবে । 4 দশক ধরে আমরা একসঙ্গে স্টেজ শেয়ার করেছি । ফের রকেটের সঙ্গে কাজ করে ভালো লাগছে । গানের লিরিক্স শ্রীরাজ খুব সুন্দর লিখেছে । সবচেয়ে বড় কথা বাড়িতে বসেই গানটা রেকর্ড করলাম । সাম্প্রতিককালের উন্নতমানের টেকনোলজিতে কাজ করেও বেশ ভালো লাগছে ।"
এই লকডাউনে স্টেজ শো না করতে পেরে অনেক সংগীতশিল্পীরই হতাশার মধ্যে দিন কাটছে । এবিষয়ে সংগীত পরিচালক রকেট বলেন, "রাত আসের মত একটা কাজ আমার কাছে দমকা হাওয়ার মতো । এটা আশার গান । আর আশা আমাদের বাঁচিয়ে রাখে । অমিতদা গানটা দারুণ গেয়েছেন ।"
গানের কথাগুলো পাওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই সুর তৈরি করে শ্রীরাজের কাছে এসেছিলেন রকেট । 11 জন বন্ধু মিলে এই কাজটি করেছেন তাঁরা । শ্রীরাজ বলেন, "গানটি দরদ দিয়ে খুব সুন্দর গেয়েছেন অমিতদা । রকেটদা দারুণ সুর করেছেন । আমার আশা সকলের ভালো লাগবে এই গান ।"
"আমরা এই প্রয়াসকে সাধুবাদ জানাই। আশাকরি সকলের ভালো লাগবে এগিয়ে চলার এই গান ।" আশা অডিয়োর তরফে একথা বলেন অপেক্ষা লাহিড়ি । এর আগে তিনটি অ্যালবামে আশা অডিয়োর সঙ্গে কাজ করেছেন অমিত। তিনটি সিঙ্গেলসও তৈরি করেছেন তাঁরা।