ETV Bharat / sitara

মনে আশা জোগাবে অমিত কুমারের নতুন গান - raat ashe

গানটি কম্পোজ় করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক রকেট মণ্ডল । সেটি লিখেছেন শ্রীরাজ মিত্র । আশা অডিয়ো কম্পানি গানটি রিলিজ় করেছে । প্যানডেমিকের সময় গানটি রেকর্ড করেন অমিত কুমার ।

asd
asd
author img

By

Published : Aug 2, 2020, 7:41 PM IST

কলকাতা : সময়টা বড়ই টালমাটাল । খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে । এই পরিস্থিতিতে মানুষের মনকে শক্ত করতে নতুন গান বাঁধেলেন অমিত কুমার । গানের নাম 'রাত আসে'।

গানটি কম্পোজ় করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক রকেট মণ্ডল । সেটি লিখেছেন শ্রীরাজ মিত্র । আশা অডিয়ো কম্পানি গানটি রিলিজ় করেছে । প্যানডেমিকের সময় গানটি রেকর্ড করেন অমিত কুমার ।

অমিত বলেন, "আমাদের সকলকে একজোট হয়ে এই সময় চলতে হবে । 4 দশক ধরে আমরা একসঙ্গে স্টেজ শেয়ার করেছি । ফের রকেটের সঙ্গে কাজ করে ভালো লাগছে । গানের লিরিক্স শ্রীরাজ খুব সুন্দর লিখেছে । সবচেয়ে বড় কথা বাড়িতে বসেই গানটা রেকর্ড করলাম । সাম্প্রতিককালের উন্নতমানের টেকনোলজিতে কাজ করেও বেশ ভালো লাগছে ।"

এই লকডাউনে স্টেজ শো না করতে পেরে অনেক সংগীতশিল্পীরই হতাশার মধ্যে দিন কাটছে । এবিষয়ে সংগীত পরিচালক রকেট বলেন, "রাত আসের মত একটা কাজ আমার কাছে দমকা হাওয়ার মতো । এটা আশার গান । আর আশা আমাদের বাঁচিয়ে রাখে । অমিতদা গানটা দারুণ গেয়েছেন ।"

গানের কথাগুলো পাওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই সুর তৈরি করে শ্রীরাজের কাছে এসেছিলেন রকেট । 11 জন বন্ধু মিলে এই কাজটি করেছেন তাঁরা । শ্রীরাজ বলেন, "গানটি দরদ দিয়ে খুব সুন্দর গেয়েছেন অমিতদা । রকেটদা দারুণ সুর করেছেন । আমার আশা সকলের ভালো লাগবে এই গান ।"

দেখুন ভিডিয়ো

"আমরা এই প্রয়াসকে সাধুবাদ জানাই। আশাকরি সকলের ভালো লাগবে এগিয়ে চলার এই গান ।" আশা অডিয়োর তরফে একথা বলেন অপেক্ষা লাহিড়ি । এর আগে তিনটি অ্যালবামে আশা অডিয়োর সঙ্গে কাজ করেছেন অমিত। তিনটি সিঙ্গেলসও তৈরি করেছেন তাঁরা।

কলকাতা : সময়টা বড়ই টালমাটাল । খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে । এই পরিস্থিতিতে মানুষের মনকে শক্ত করতে নতুন গান বাঁধেলেন অমিত কুমার । গানের নাম 'রাত আসে'।

গানটি কম্পোজ় করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক রকেট মণ্ডল । সেটি লিখেছেন শ্রীরাজ মিত্র । আশা অডিয়ো কম্পানি গানটি রিলিজ় করেছে । প্যানডেমিকের সময় গানটি রেকর্ড করেন অমিত কুমার ।

অমিত বলেন, "আমাদের সকলকে একজোট হয়ে এই সময় চলতে হবে । 4 দশক ধরে আমরা একসঙ্গে স্টেজ শেয়ার করেছি । ফের রকেটের সঙ্গে কাজ করে ভালো লাগছে । গানের লিরিক্স শ্রীরাজ খুব সুন্দর লিখেছে । সবচেয়ে বড় কথা বাড়িতে বসেই গানটা রেকর্ড করলাম । সাম্প্রতিককালের উন্নতমানের টেকনোলজিতে কাজ করেও বেশ ভালো লাগছে ।"

এই লকডাউনে স্টেজ শো না করতে পেরে অনেক সংগীতশিল্পীরই হতাশার মধ্যে দিন কাটছে । এবিষয়ে সংগীত পরিচালক রকেট বলেন, "রাত আসের মত একটা কাজ আমার কাছে দমকা হাওয়ার মতো । এটা আশার গান । আর আশা আমাদের বাঁচিয়ে রাখে । অমিতদা গানটা দারুণ গেয়েছেন ।"

গানের কথাগুলো পাওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই সুর তৈরি করে শ্রীরাজের কাছে এসেছিলেন রকেট । 11 জন বন্ধু মিলে এই কাজটি করেছেন তাঁরা । শ্রীরাজ বলেন, "গানটি দরদ দিয়ে খুব সুন্দর গেয়েছেন অমিতদা । রকেটদা দারুণ সুর করেছেন । আমার আশা সকলের ভালো লাগবে এই গান ।"

দেখুন ভিডিয়ো

"আমরা এই প্রয়াসকে সাধুবাদ জানাই। আশাকরি সকলের ভালো লাগবে এগিয়ে চলার এই গান ।" আশা অডিয়োর তরফে একথা বলেন অপেক্ষা লাহিড়ি । এর আগে তিনটি অ্যালবামে আশা অডিয়োর সঙ্গে কাজ করেছেন অমিত। তিনটি সিঙ্গেলসও তৈরি করেছেন তাঁরা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.