কলকাতা, 28 মে : দীর্ঘদিন ধরেই দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে শ্রীময়ী । ধারাবাহিকের প্রধান চরিত্রগুলি অর্থাৎ শ্রীময়ী, রোহিত সেন ও জুন আন্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে বাঙালি দর্শকের একটা বড় অংশ । টিআরপির ওঠা নামাও প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিকের জনপ্রিয়তায় ।
সম্প্রতি, 600 পর্বের শেষে একটি ঘরোয়া অনুষ্ঠানে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে জুন আন্টিকে ফেরানোর আবদার করেন শ্রীময়ী নিজেই । জুন আন্টিকে তিনি খুবই মিস করছেন বলেও জানান অভিনেত্রী ইন্দ্রানী হালদার । তারপরই শুরু হয় জুন আন্টির কামব্যাক নিয়ে জোর জল্পনা ।
আরও পড়ুন : টিআরপি পড়লেও মাথাব্যথা নেই খড়কুটোর গল্পকারের
এর কিছুদিন আগে “মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে”, লিখে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জুন আন্টির ফিরে আসার কথা জানান অভিনেত্রী ঊষসী চক্রবর্তী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এরপরই সামনে আসে ধারাবাহিকের প্রোমো । দেখানো হয় বছর দুই পার । শ্রীময়ীর চরিত্রগুলির জীবনে বদলে এসেছে । আর, জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এসেছেন জুন আন্টি ।
এখন দেখার অনিন্দ্যর ভরসা হারিয়ে শ্রীময়ীর বন্ধুত্ব পেয়ে কোন পথে এগোয় জুন আন্টির দ্বিতীয় ইনিংস ।