'মহাতীর্থ কালীঘাট'-এ আগের সপ্তাহে দর্শক দেখেছিলেন, অবিভক্ত বাংলাকে দখল করার উদ্দেশ্যে পাঠান ও মোঘলরা যুদ্ধে অবতীর্ণ হয়েছে। একদিকে যখন যুদ্ধের পরিস্থিতি, তখন উমাকে খুঁজে না পেয়ে ভাগ্যবতী অনন্ত গাঙ্গুলির দ্বারস্থ হয়। কিন্তু, এরই মধ্যে উমাকে গ্রামের মধ্যে অচৈতন্য অবস্থায় দেখতে পায় এক সাঁওতাল পরিবার। তারা তাকে বাড়িতে নিয়ে গিয়ে সারিয়ে তোলে। একটু সুস্থ হয়ে উমা তার লক্ষ্যের সন্ধানে বেরিয়ে পড়ে। এরই পাশাপাশি বিনোদিনী ও নয়নকে উদ্ধার করতে ডাকাতের সঙ্গে উমা প্রতাপের মহল আক্রমণ করে। প্রতাপ, নয়ন ও বিনোদিনীকে মারার চেষ্টা করে। কিন্তু, ঠিক সেই সময় সেখানে পৌঁছায় উমা। শুনতে পায় বিনোদিনী চিৎকার শুনতে পায়। লড়াইয়ের ময়দানের পাশাপাশি উমাকে তার শক্তি দিয়ে প্রতাপের খারাপ শক্তি সঙ্গেও লড়াই করতে হয়। আর ঠিক সেই সময় মা কালীর একটি পাত্র তার হাত থেকে হারিয়ে যায়।
উমা আবার প্রতাপের মহলে ফিরে যায় তার সেই মা কালীর পাত্রকে খুঁজে বার করতে। কাউকে কিছু না বলে উমা এইভাবে বেপাত্তা হয়ে যাওয়াতে শিশির তাকে চারদিকে খুঁজতে শুরু করে। কিন্তু সে বাড়ি ফিরে এসে দেখতে পায় সুবোধ, ভাগ্যবতী ও উমা একসঙ্গে বাড়ির দিকে আসছে। সে এই পুরো ঘটনা জানতে পেরে একটু আশ্চর্য হয়। নিজের আসল রূপ লুকাতে মা তারা উমা বেশে, অনন্তকে ঘরে এনে খাবার খাওয়ায়।
বেশ কিছুদিন হল বাংলা ধারাবাহিকে পৌরাণিক কাহিনি অবলম্বনে নিত্যনতুন ধারাবাহিক দর্শকের জন্য আসছে। কালীঘাট মন্দির কীভাবে প্রতিষ্ঠিত হল, আর কে বা প্রতিষ্ঠা করলেন সেই ইতিহাস জানাতে এসেছে ধারাবাহিক 'মহাতীর্থ কালীঘাট'। এবার সেই ধারাবাহিকে আসছে এক নতুন চমক। আসলে এতদিন ধরে দর্শক অপেক্ষা করেছিলেন কবে থেকে শুরু হবে কালীঘাট মন্দির ঘিরে ভালো আর মন্দের লড়াই। এতদিন ছোটো উমার সঙ্গে অনেক ঘটনাই ঘটছিল। তবে এবার তাকে প্রতি পদে সমস্যায় ফেলতে আসছে নিশি। আর এই নিশির চরিত্রে অভিনয় দিয়ে অভিনেত্রী রূপা ভট্টাচার্য আসছেন ধারাবাহিকে। যদিও বা অভিনেত্রী রূপা ভট্টাচার্যের এই প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় নয়। এর আগেও তিনি 'তারানাথ তান্ত্রিক'-এ এই ধরনের একটি চরিত্রে অভিনয় করেছিলেন।