কলকাতা : লীনা গাঙ্গুলি ও শৈবাল মুখার্জি প্রযোজিত ধারাবাহিক 'অন্দরমহল'-এ অনন্যার চরিত্রে অভিনয় করেছিলেন দেবলীনা দত্ত । প্রশংসিত হয়েছিল চরিত্রটি । তারপর বেশ কয়েকদিন আর ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে । তবে আবার ধারাবাহিকে ফিরছেন । তাও আবার লীনার হাত ধরেই ।
এবার 'শ্রীময়ী' ধারাবাহিকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে দেবলীনাকে । তাঁর চরিত্রের নাম স্বর্ণচাঁপা । এই মুহূর্তে টানটান পর্ব চলছে এই ধারাবাহিকে । ডিংকার জীবনে নেমে এসেছে ঘোর বিপদ । তার প্রাক্তন প্রেমিকা অর্নার স্বামী সংকল্প নাকি খুন হয়েছে । আর সেই খুন নাকি করেছে শ্রীময়ীর ছোটো ছেলে ডিংকা । এদিকে সংকল্প নাকি আদতে খুনই হয়নি । সে বেঁচে রয়েছে । এই মিথ্যে খুনের অভিযোগ থেকে ডিংকাকে বাঁচাতে প্রয়োজন আজ শক্তিশালী আইনজীবীর । আর সেই আইনজীবীর চরিত্রেই দেখা যাবে দেবলীনাকে ।
এই চরিত্র সম্পর্কে জানার জন্য ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল দেবলীনার সঙ্গে । স্বর্ণচাঁপা সম্পর্কে তিনি বলেন, "সে সত্যের পক্ষে লড়াই করে, আদর্শবাদী ও কঠোর একজন মানুষ । এদিকে সে ভীষণ নম্রভাষী । চরিত্রটা করতে পেরে খুব ভালো লাগছে ।"