মুম্বই, 25 মার্চ : তিনি মা হতে চলেছেন এ খবর আগেই সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানিয়েছিলেন টেলিভিশন তারকা দেবিনা বন্দ্যোপাধ্য়ায় ৷ এবার ফের ইনস্টাগ্রাম থেকে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন তিনি ৷ বাঙালি এই অভিনেত্রী আসলে আজ রীতি মেনে 'সাধ' অনুষ্ঠান পালন করলেন ৷ আর সেই কথাই আজ সকলকে জানান তিনি (Debina Bonnerjee Baby Shower )৷
ছবির ক্যাপশনে তিনি লেখেন, "সাধ অর্থাৎ ইংরেজিতে যাকে বলে Desire ৷ একজন গর্ভবতী হবু মায়ের সাধ এদিন পূরণ করা হয় তাঁর মাতৃপক্ষের তরফে (যেমন এখানে আমার মা করছেন) ৷ সে যা যা খেতে ভালবাসে তাই তাকে রান্না করে খাওয়ানো হয় ৷ পশ্চিমে এর নাম বেবি শাওয়ার উত্তর ভারতে গোদ ভরায়ি আর বাংলায় সাধ ৷ আমি অবশ্য এক্ষেত্রে বিশেষ কোনও সাধের কথা বলিনি ৷ আমার মায়ের যা মনে হয়েছে তিনি রান্না করেছেন ৷ আমি এটাকে একেবারে ব্যক্তিগত হিসাবে নিজের কাছেই রাখতে চাই, আমি এখনই এক সঙ্গীর সান্নিধ্য় অনুভব করছি ৷ আপনাদের সকলকে শুভেচ্ছা ৷ "
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : গুলি চলবে, লাশ পড়বে না ! নতুন চমক নিয়ে আসছে ‘ফটাস’
অভিনেতা গুরমিত চৌধুরীর সঙ্গে দেবিনা গাঁটছড়া বেঁধেছিলেন 2011 সালে ৷ আর এবছরের ফেব্রুয়ারি মাসেই দেবিনা জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি ৷ দেবিনা ছবির জগতে অভিষেক করেন 2003 সালে 'ইন্ডিয়ান বাবু' ছবির মধ্য দিয়ে ৷ তবে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন 'রামায়ন' ধারাবাহিকে তাঁর সীতা চরিত্রটির জন্য় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">