হায়দরাবাদ, 9 মে : টেলিভিশন তারকা শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে তাঁর নিজের সন্তানকে একা ফেলে রেখে বিদেশে পাড়ি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ আর সেই অভিযোগ করেছেন শ্বেতা তিওয়ারির প্রাক্তন স্বামী অভিনব কোহলি ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিয়ো প্রকাশ করে অভিযোগ করেছেন, শ্বেতা টেলিভিশন শো খতরো কে খিলাড়ি সিজন এগারোর জন্য কেপ টাউনে উড়ে গিয়েছেন ৷ কিন্তু, তার আগে তাঁদের একমাত্র ছেলে রেয়াংশ কোহলিকে একা রেখে চলে গিয়েছেন ৷ তাই নয়, অভিযোগ উঠেছে রেয়াংশ কোথায় রয়েছে তাও নিজের প্রাক্তন স্বামীকে জানাননি শ্বেতা ৷
তবে, অভিনব কোহলির সেই অভিযোগ অস্বীকার করেছেন শ্বেতা তিওয়ারি ৷ ওয়েবলয়েডে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনবকে তিনি ফোন করে রেয়াংশের বিষয়ে জানিয়েছেন ৷ সেই সঙ্গে এও জানিয়েছেন, রেয়াংশ বর্তমানে শ্বেতার পরিবারের সঙ্গে রয়েছে ৷ পাশাপাশি তিনি অভিনব কোহলির বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন ৷ যেখানে শ্বেতা বলেছেন, তিনি রেয়াংশকে কেপ টাউনে খতরো কে খিলাড়ির শো-তে নিয়ে যেতে চেয়েছিলেন ৷ তবে, অভিনব তাঁকে তেমনটা করতে বাধা দিয়েছিলেন ৷ তাই শ্বেতা রেয়াংশকে তাঁর পরিবারে সঙ্গে রেখে গিয়েছেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : কোভিড সংকটে স্বাস্থ্য ও ফ্রন্টলাইন কর্মীদের কুর্নিশ, ভিডিয়ো বার্তা বিরুষ্কার
এমনকি রোজই রেয়াংশের সঙ্গে তিনি ভিডিয়ো কলে কথা বলেন বলে জানিয়েছেন শ্বেতা তিওয়ারি ৷ রেয়াংশের দেখাশোনা করার জন্য শ্বেতার মা, তাঁর বড় মেয়ে এবং অন্যান্য আত্মীয়রা সবসময় রয়েছেন বলে জানিয়েছেন এই টেলি তারকা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">