ETV Bharat / sitara

Y Category Security For Vivek Agnihotri : ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালকের জন্য ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা কেন্দ্রের - y category security has been given to director vivek agnihotri

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করা হল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর জন্য ৷ তাঁর সুরক্ষার জন্য নিয়োজিত থাকবে সিআরপিএফ (Vivek Agnihotri Gets Y category security with CRPF cover) ৷ তাঁর সঙ্গেও সর্বদা থাকবেন 5 জন সশস্ত্র অফিসার ৷

Y Category Security For Vivek Agnihotri
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর জন্য Y ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা কেন্দ্রের
author img

By

Published : Mar 18, 2022, 12:23 PM IST

Updated : Mar 18, 2022, 12:56 PM IST

মুম্বই, 18 মার্চ : ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করা হল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর জন্য ৷ তাঁর সুরক্ষার জন্য নিয়োজিত থাকবে সিআরপিএফ (Vivek Agnihotri Gets Y category security with CRPF cover) ৷ তাঁর সঙ্গেও সর্বদা থাকবেন 5 জন সশস্ত্র অফিসার ৷

জানা গিয়েছে, 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি মুক্তির পর তাঁর ওপর হামলার আশঙ্কা থেকেই তাঁকে এই নিরাপত্তা প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে ৷ তাঁর নিরাপত্তায় থাকবেন দু‘জন কমান্ডো এবং একজন পুলিশ অফিসিয়াল ৷ 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে বিষয় হিসাবে উঠে এসেছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচারের কাহিনি ৷ 1990 সালে তাঁদের ওপর অত্যাচারের পর কীভাবে তাঁরা ভূস্বর্গ ছেড়ে পালাতে বাধ্য হন, সেই ঘটনার ওপর ভিত্তি করেই নিজের ছবির গল্প তৈরি করেছেন পরিচালক ৷

আরও পড়ুন: পাঁচ দিনেই 50 কোটির ক্লাবে 'দ্য কাশ্মীর ফাইলস'

মুক্তির পর থেকেই যথেষ্ট ব্যবসায়িক সাফল্য় পেয়েছে এই ছবি ৷ আবার একইসঙ্গে শাসক এবং বিরোধী দলের মধ্যে এই ছবি নিয়ে বিতর্কের সৃ্ষ্টি হয়েছে ৷ ছবি নিয়ে দু‘ভাগ হয়ে গিয়েছেন সমালোচকরা ৷ কেউ যেমন বলছেন, ছবিতে বাস্তব কাহিনি তুলে ধরা হয়েছে ৷ তেমনি কেউ আবার বলছেন, অনেক অবাস্তবতাও মিশে গিয়েছে কাহিনিতে ৷ এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত একাধিক পরিচিত মুখ ৷ ইতিমধ্যেই গোয়া, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে করমুক্ত করা হয়েছে এই ছবিকে ৷

মুম্বই, 18 মার্চ : ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করা হল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর জন্য ৷ তাঁর সুরক্ষার জন্য নিয়োজিত থাকবে সিআরপিএফ (Vivek Agnihotri Gets Y category security with CRPF cover) ৷ তাঁর সঙ্গেও সর্বদা থাকবেন 5 জন সশস্ত্র অফিসার ৷

জানা গিয়েছে, 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি মুক্তির পর তাঁর ওপর হামলার আশঙ্কা থেকেই তাঁকে এই নিরাপত্তা প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে ৷ তাঁর নিরাপত্তায় থাকবেন দু‘জন কমান্ডো এবং একজন পুলিশ অফিসিয়াল ৷ 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে বিষয় হিসাবে উঠে এসেছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচারের কাহিনি ৷ 1990 সালে তাঁদের ওপর অত্যাচারের পর কীভাবে তাঁরা ভূস্বর্গ ছেড়ে পালাতে বাধ্য হন, সেই ঘটনার ওপর ভিত্তি করেই নিজের ছবির গল্প তৈরি করেছেন পরিচালক ৷

আরও পড়ুন: পাঁচ দিনেই 50 কোটির ক্লাবে 'দ্য কাশ্মীর ফাইলস'

মুক্তির পর থেকেই যথেষ্ট ব্যবসায়িক সাফল্য় পেয়েছে এই ছবি ৷ আবার একইসঙ্গে শাসক এবং বিরোধী দলের মধ্যে এই ছবি নিয়ে বিতর্কের সৃ্ষ্টি হয়েছে ৷ ছবি নিয়ে দু‘ভাগ হয়ে গিয়েছেন সমালোচকরা ৷ কেউ যেমন বলছেন, ছবিতে বাস্তব কাহিনি তুলে ধরা হয়েছে ৷ তেমনি কেউ আবার বলছেন, অনেক অবাস্তবতাও মিশে গিয়েছে কাহিনিতে ৷ এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত একাধিক পরিচিত মুখ ৷ ইতিমধ্যেই গোয়া, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে করমুক্ত করা হয়েছে এই ছবিকে ৷

Last Updated : Mar 18, 2022, 12:56 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.