কলকাতা, 17 জুন : প্রতীক্ষার অবসান । আবারও ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের ম্যাজিক ৷ সঙ্গে উপরি পাওনা অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায় ৷ আগামী শনিবার জি ফাইভে মুক্তি পাচ্ছে অর্জুন দত্ত পরিচালিত ছবি 'গুলদস্তা' ৷
তিনজন ভিন্ন চরিত্রের মহিলাকে ঘিরে এগিয়েছে গুলদস্তার গল্প ৷ গল্পে স্বস্তিকার চরিত্রের নাম ডলি, অর্পিতা অভিনয় করেছেন শ্রীরূপা নামে এক গৃহবধূর চরিত্রে ৷ আর দেবযানীর চরিত্রের নাম রেণু ৷ এই তিন নারীর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, সংগ্রাম, যন্ত্রণা ও জীবনের পথে এগিয়ে চলা নিয়েই তৈরি হয়েছে এই ফিল্ম ৷ প্রত্যেকটি চরিত্রেরই আলাদা আলাদা স্তর রয়েছে ৷ যা এই ছবিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে বলে দাবি নির্মাতাদের ৷
আরও পড়ুন: কবজি ডুবিয়ে ডাব চিংড়ি-মাটন, প্রথম জামাই ষষ্ঠী জমজমাট তারকা জুটিদের
জি ফাইভ-এ আগামী 19 জুন ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে অঙ্কিত দাস ও সুরেশ তোলানি নিবেদিত, 'রূপ প্রোডাকশন' প্রযোজিত এই ফিল্মের ৷ বড় পর্দায় মুক্তির পরে দর্শকদের থেকে বিশেষ সমাদর পেয়েছে এই ছবি । এ বার মহা সমারোহে ওটিটি রিলিজ হতে চলেছে গুলদস্তার ৷ স্বস্তিকা, অর্পিতা ও দেবযানী ছাড়াও এই ফিল্মে আছেন ঈশান মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল-সহ আরও অনেকে । এই ফিল্মের সঙ্গীত পরিচালক সৌম্য রীত ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: শাহরুখ দিয়েছিলেন 300 টাকা, কিন্তু কেন? কাহিনী শোনালেন প্রিয়ামণি
শনিবার থেকে ছবিটি দেখা যাবে 'জি ফাইভ'-এ ।