ETV Bharat / sitara

WBFJA Award 2020-21 : 'সিনেমার সমাবর্তন'-এ কারা পেলেন সেরার শিরোপা ? রইল বিজয়ীদের তালিকা - সিনেমার সমাবর্তন

প্যান্ডেমিকের কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান 'সিনেমার সমাবর্তন' (winners of cinemar samabartan festival 2021-22 organized by WBFJA)। এবার সম্পন্ন হল সেই অনুষ্ঠান ।

List of winners of Cinema Convocation
'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' আয়োজিত 'সিনেমার সমাবর্তন' উৎসবের বিজয়ীদের তালিকা
author img

By

Published : Feb 19, 2022, 5:12 PM IST

Updated : Feb 19, 2022, 5:21 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : দীর্ঘ বিচার বিবেচনা, ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনুষ্ঠিত হল 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান 'সিনেমার সমাবর্তন' (winners of cinemar samabartan festival 2020-21 organized by WBFJA )। গত বছর প্যান্ডেমিকের বাড়বাড়ন্তের কারণে তা স্থগিত ছিল। এবার পরিস্থিতি খানিকটা হলেও স্বাভাবিক হওয়ার পর এই অনুষ্ঠানের আয়োজন করা করা হয় কর্তৃপক্ষের ৷ প্রিয়া সিনেমা হলে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হন ইন্ডাস্ট্রির নামজাদা মানুষ থেকে শুরু করে নবাগত, সকলেই ।

২০২০-২০২১-তে কোন কাজের জন্য কারা পেলেন পুরস্কার ? দেখুন তালিকা ।

সেরা ছবি ২০২০: 'বরুণবাবুর বন্ধু'
সেরা ছবি ২০২১: 'বিনিসুতোয়: উইথ আউট স্ট্রিংস'
সেরা পরিচালক ২০২০ (হীরালাল সেন স্মরণে): অনীক দত্ত (বরুণবাবুর বন্ধু)
সেরা পরিচালক ২০২১: অতনু ঘোষ (বিনিসুতোয়: উইথ আয়াত স্ট্রিংস)
সেরা অভিনেতা (মুখ্য পুরুষ চরিত্রে) ২০২০: পরমব্রত চট্টোপাধ্যায় (দ্বিতীয় পুরুষ), শাশ্বত চট্টোপাধ্যায় (ছবিয়াল)
সেরা অভিনেতা ২০২১( মুখ্য পুরুষ চরিত্রে): ঋত্বিক চক্রবর্তী (বিনিসুতোয়) এবং পরাণ বন্দ্যোপাধ্যায় (টনিক)
সেরা অভিনেত্রী ২০২০ (মুখ্য নারী চরিত্র): অপরাজিতা আঢ্য (চিনি)
সেরা অভিনেত্রী ২০২১ (মুখ্য নারী চরিত্র): জয়া আহসান (বিনিসুতোয়)
সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র)২০২০: সামিউল আলম (ট্যাংড়া ব্লুজ)
সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র) ২০২১: পরাণ বন্দ্যোপাধ্যায় (টনিক)
সেরা অভিনেত্রী ২০২০ (পার্শ্বচরিত্র) পাওলি দাম (লাভ আজ কাল পরশু), বিদীপ্তা চক্রবর্তী (ড্রাকুলা স্যার)
সেরা অভিনেত্রী ২০২১ (পার্শ্বচরিত্র) অলকানন্দা রায় ব্যানার্জ (একান্নবর্তী)
সেরা নেগেটিভ রোল ২০২০: অনির্বাণ চট্টোপাধ্যায় (অসুর)
সেরা নেগেটিভ রোল ২০২১: টোটা রায়চৌধুরী (মুখোশ), অনির্বাণ চক্রবর্তী (এফ. আই. আর)
সেরা অভিনেরা ২০২০ (কমিক রোল): মানসী সিনহা (ব্রহ্মা জানেন গোপন কম্মটি)
সেরা সঙ্গীত পরিচালক ২০২০: অনুপম রায় (দ্বিতীয় পুরুষ)
সেরা সঙ্গীত পরিচালক ২০২১: নবারুণ বসু (ট্যাংরা ব্লুজ)
সেরা প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ) ২০২০: ইশান মিত্র (ড্রাকুলা স্যার)
সেরা প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ) ২০২১: অনিন্দ্য চট্টোপাধ্যায় (প্রেম টেম), শোভন গাঙ্গুলি (গোলন্দাজ)
সেরা প্লে ব্যাক সিঙ্গার (মহিলা) ২০২০: সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (ব্রহ্মা জানেন গোপন কম্মটি)

সেরা প্লে ব্যাক সিঙ্গার (মহিলা) ২০২১: শ্রেয়া ঘোষাল (প্রেম টেম)
সেরা আবহ সঙ্গীত ২০২০: জয় সরকার (দুধপিঠের গাছ)
সেরা আবহ সঙ্গীত ২০২১: বিক্রম ঘোষ (অভিযাত্রিক)
সেরা নতুন পরিচালক ২০২০: অর্জুন দত্ত (অব্যক্ত)
সেরা নতুন পরিচালক ২০২১: অরুণ রায় (হীরালাল), শুভজিত মিত্র (অভিযাত্রিক)
সেরা সম্ভাবনাময় অভিনেতা ২০২১: কিঞ্জল দত্ত (হীরালাল)
সেরা সম্ভাবনাময়ী অভিনেত্রী ২০২০: ঋতাভরী চক্রবর্তী (ব্রহ্মা জানেন গোপন কম্মটি)
সেরা সম্ভাবনাময়ী অভিনেত্রী ২০২১: অনন্যা সেন (একান্নবর্তী)
সেরা জনপ্রিয় ছবি ২০২০: দ্বিতীয় পুরুষ
সেরা জনপ্রিয় ছবি ২০২১: টনিক
জনপ্রিয়তম অভিনেতা ২০২০: অনির্বাণ ভট্টাচার্য (দ্বিতীয় পুরুষ)
জনপ্রিয়তম অভিনেতা ২০২১: দেব (টনিক)
সেরা চিত্রনাট্য ২০২০: সৃজিত মুখোপাধ্যায় (দ্বিতীয় পুরুষ)
সেরা চিত্রনাট্য ২০২১: শৈবাল মিত্র (তখন কুয়াশা ছিল), কমলেশ্বর মুখোপাধ্যায় (অনুসন্ধান)
সেরা সিনেমাটোগ্রাফার ২০২০: শীর্ষ রায় (শিরোনাম)
সেরা সিনেমাটোগ্রাফার ২০২১: সুপ্রতীম ভোল (অভিযাত্রিক)
সেরা সম্পাদক ২০২০: অর্ঘকমল মিত্র (বরুণবাবুর বন্ধু)
সেরা সম্পাদক ২০২১: সুজয় দত্ত রায় (বিনিসুতোয়)
সেরা গানের কথা ২০২০: অনিন্দ্য চট্টোপাধ্যায় (ব্রহ্মা জানেন গোপন কম্মটি)
সেরা গানের কথা ২০২১: প্রসেন (প্রেম টেম), নীলাঞ্জন চক্রবর্তী (একান্নবর্তী)
সেরা শিল্প নির্দেশক ২০২০: আনন্দ আঢ্য (অসুর)
সেরা শিল্প নির্দেশক ২০২১: শিবাজি পাল (গোলন্দাজ)
সেরা সাউন্ড ডিজাইনার ২০২০: অনিন্দিত রায়, অদীপ সিং মনকি (দ্বিতীয় পুরুষ)
সেরা সাউন্ড ডিজাইনার ২০২১: তীর্থঙ্কর মজুমদার (অভিযাত্রিক)
সেরা কস্টিউম ডিজাইনার ২০২০: অভিষেক রায় (গুলদাস্তা)
সেরা কস্টিউম ডিজাইনার ২০২১: অগ্নিমিত্রা পাল (অভিযাত্রিক)
সেরা মেক আপ আর্টিস্ট ২০২০: মনজিত তিওয়ারি (অসুর)
সেরা মেক আপ আর্টিস্ট ২০২১: শেখ আজাদ আহমেদ (হীরালাল)

পুরস্কারপ্রাপকদের হাতে এদিন পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, গৌতম ঘোষ প্রমুখ। 2020-21-এর 'সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' পেলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং দীপঙ্কর দে। খুব শীঘ্রই শুরু হবে 2022-এর সেরা বাছাই পর্ব।

কলকাতা, 19 ফেব্রুয়ারি : দীর্ঘ বিচার বিবেচনা, ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনুষ্ঠিত হল 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান 'সিনেমার সমাবর্তন' (winners of cinemar samabartan festival 2020-21 organized by WBFJA )। গত বছর প্যান্ডেমিকের বাড়বাড়ন্তের কারণে তা স্থগিত ছিল। এবার পরিস্থিতি খানিকটা হলেও স্বাভাবিক হওয়ার পর এই অনুষ্ঠানের আয়োজন করা করা হয় কর্তৃপক্ষের ৷ প্রিয়া সিনেমা হলে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হন ইন্ডাস্ট্রির নামজাদা মানুষ থেকে শুরু করে নবাগত, সকলেই ।

২০২০-২০২১-তে কোন কাজের জন্য কারা পেলেন পুরস্কার ? দেখুন তালিকা ।

সেরা ছবি ২০২০: 'বরুণবাবুর বন্ধু'
সেরা ছবি ২০২১: 'বিনিসুতোয়: উইথ আউট স্ট্রিংস'
সেরা পরিচালক ২০২০ (হীরালাল সেন স্মরণে): অনীক দত্ত (বরুণবাবুর বন্ধু)
সেরা পরিচালক ২০২১: অতনু ঘোষ (বিনিসুতোয়: উইথ আয়াত স্ট্রিংস)
সেরা অভিনেতা (মুখ্য পুরুষ চরিত্রে) ২০২০: পরমব্রত চট্টোপাধ্যায় (দ্বিতীয় পুরুষ), শাশ্বত চট্টোপাধ্যায় (ছবিয়াল)
সেরা অভিনেতা ২০২১( মুখ্য পুরুষ চরিত্রে): ঋত্বিক চক্রবর্তী (বিনিসুতোয়) এবং পরাণ বন্দ্যোপাধ্যায় (টনিক)
সেরা অভিনেত্রী ২০২০ (মুখ্য নারী চরিত্র): অপরাজিতা আঢ্য (চিনি)
সেরা অভিনেত্রী ২০২১ (মুখ্য নারী চরিত্র): জয়া আহসান (বিনিসুতোয়)
সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র)২০২০: সামিউল আলম (ট্যাংড়া ব্লুজ)
সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র) ২০২১: পরাণ বন্দ্যোপাধ্যায় (টনিক)
সেরা অভিনেত্রী ২০২০ (পার্শ্বচরিত্র) পাওলি দাম (লাভ আজ কাল পরশু), বিদীপ্তা চক্রবর্তী (ড্রাকুলা স্যার)
সেরা অভিনেত্রী ২০২১ (পার্শ্বচরিত্র) অলকানন্দা রায় ব্যানার্জ (একান্নবর্তী)
সেরা নেগেটিভ রোল ২০২০: অনির্বাণ চট্টোপাধ্যায় (অসুর)
সেরা নেগেটিভ রোল ২০২১: টোটা রায়চৌধুরী (মুখোশ), অনির্বাণ চক্রবর্তী (এফ. আই. আর)
সেরা অভিনেরা ২০২০ (কমিক রোল): মানসী সিনহা (ব্রহ্মা জানেন গোপন কম্মটি)
সেরা সঙ্গীত পরিচালক ২০২০: অনুপম রায় (দ্বিতীয় পুরুষ)
সেরা সঙ্গীত পরিচালক ২০২১: নবারুণ বসু (ট্যাংরা ব্লুজ)
সেরা প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ) ২০২০: ইশান মিত্র (ড্রাকুলা স্যার)
সেরা প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ) ২০২১: অনিন্দ্য চট্টোপাধ্যায় (প্রেম টেম), শোভন গাঙ্গুলি (গোলন্দাজ)
সেরা প্লে ব্যাক সিঙ্গার (মহিলা) ২০২০: সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (ব্রহ্মা জানেন গোপন কম্মটি)

সেরা প্লে ব্যাক সিঙ্গার (মহিলা) ২০২১: শ্রেয়া ঘোষাল (প্রেম টেম)
সেরা আবহ সঙ্গীত ২০২০: জয় সরকার (দুধপিঠের গাছ)
সেরা আবহ সঙ্গীত ২০২১: বিক্রম ঘোষ (অভিযাত্রিক)
সেরা নতুন পরিচালক ২০২০: অর্জুন দত্ত (অব্যক্ত)
সেরা নতুন পরিচালক ২০২১: অরুণ রায় (হীরালাল), শুভজিত মিত্র (অভিযাত্রিক)
সেরা সম্ভাবনাময় অভিনেতা ২০২১: কিঞ্জল দত্ত (হীরালাল)
সেরা সম্ভাবনাময়ী অভিনেত্রী ২০২০: ঋতাভরী চক্রবর্তী (ব্রহ্মা জানেন গোপন কম্মটি)
সেরা সম্ভাবনাময়ী অভিনেত্রী ২০২১: অনন্যা সেন (একান্নবর্তী)
সেরা জনপ্রিয় ছবি ২০২০: দ্বিতীয় পুরুষ
সেরা জনপ্রিয় ছবি ২০২১: টনিক
জনপ্রিয়তম অভিনেতা ২০২০: অনির্বাণ ভট্টাচার্য (দ্বিতীয় পুরুষ)
জনপ্রিয়তম অভিনেতা ২০২১: দেব (টনিক)
সেরা চিত্রনাট্য ২০২০: সৃজিত মুখোপাধ্যায় (দ্বিতীয় পুরুষ)
সেরা চিত্রনাট্য ২০২১: শৈবাল মিত্র (তখন কুয়াশা ছিল), কমলেশ্বর মুখোপাধ্যায় (অনুসন্ধান)
সেরা সিনেমাটোগ্রাফার ২০২০: শীর্ষ রায় (শিরোনাম)
সেরা সিনেমাটোগ্রাফার ২০২১: সুপ্রতীম ভোল (অভিযাত্রিক)
সেরা সম্পাদক ২০২০: অর্ঘকমল মিত্র (বরুণবাবুর বন্ধু)
সেরা সম্পাদক ২০২১: সুজয় দত্ত রায় (বিনিসুতোয়)
সেরা গানের কথা ২০২০: অনিন্দ্য চট্টোপাধ্যায় (ব্রহ্মা জানেন গোপন কম্মটি)
সেরা গানের কথা ২০২১: প্রসেন (প্রেম টেম), নীলাঞ্জন চক্রবর্তী (একান্নবর্তী)
সেরা শিল্প নির্দেশক ২০২০: আনন্দ আঢ্য (অসুর)
সেরা শিল্প নির্দেশক ২০২১: শিবাজি পাল (গোলন্দাজ)
সেরা সাউন্ড ডিজাইনার ২০২০: অনিন্দিত রায়, অদীপ সিং মনকি (দ্বিতীয় পুরুষ)
সেরা সাউন্ড ডিজাইনার ২০২১: তীর্থঙ্কর মজুমদার (অভিযাত্রিক)
সেরা কস্টিউম ডিজাইনার ২০২০: অভিষেক রায় (গুলদাস্তা)
সেরা কস্টিউম ডিজাইনার ২০২১: অগ্নিমিত্রা পাল (অভিযাত্রিক)
সেরা মেক আপ আর্টিস্ট ২০২০: মনজিত তিওয়ারি (অসুর)
সেরা মেক আপ আর্টিস্ট ২০২১: শেখ আজাদ আহমেদ (হীরালাল)

পুরস্কারপ্রাপকদের হাতে এদিন পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, গৌতম ঘোষ প্রমুখ। 2020-21-এর 'সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' পেলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং দীপঙ্কর দে। খুব শীঘ্রই শুরু হবে 2022-এর সেরা বাছাই পর্ব।

Last Updated : Feb 19, 2022, 5:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.