ETV Bharat / sitara

Will Smith Apologizes : ভালবাসার পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই, রককে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন স্মিথ - Will Smith to Chris Rock

রবিবার এক ভীষণই অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী থেকেছিল অস্কারের মঞ্চ ৷ তাঁর স্ত্রীকে নিয়ে রসিকতার জন্য কমিডিয়ান ক্রিস রককে চড় মেরে বসেছিলেন অভিনেতা কিংবদন্তী উইল স্মিথ ৷ এবার ইনস্টাগ্রামে নিজের কৃতকর্মের জন্য় ক্ষমা চাইলেন তিনি (Will Smith Apologizes to Chris Rock) ৷

Will Smith Apology to Chris Rock
ভালবাসার পৃথিবীতে হিংসার কোন স্থান নেই, রককে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন স্মিথ
author img

By

Published : Mar 29, 2022, 9:48 AM IST

ওয়াশিংটন, 29 মার্চ : তাঁর স্ত্রীকে নিয়ে রসিকতার জন্য অস্কারের মঞ্চেই ক্রিস রককে চড় মেরে বসেছিলেন সেরা অভিনেতার পুরস্কার বিজয়ী কিংবদন্তী উইল স্মিথ ৷ তবে এবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়ে নিলেন এই অভিনেতা (Will Smith Apologizes to Chris Rock) ৷ তিনি স্পষ্টতই জানালেন এই ঘটনায় তিনি মর্মাহত এবং এটি যে শোভনতার সীমা অতিক্রম করেছে তাও জানালেন তিনি ৷

সোমবারই নিজের ইনস্টাগ্রাম থেকে তিনি লেখেন, "আমি সকলের সামনে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস ৷ আমি সীমা লঙ্ঘন করেছি এবং আমি ভুল ছিলাম ৷ আমি মর্মাহত এবং আমার কাজ সেই মানুষটার মত ছিল না যা আমি হতে চাই ৷ ভালবাসা এবং সহৃদয় এই পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই ৷ "

স্মিথ আরও লেখেন, "যে কোনও অর্থেই হিংসা হল বিষাক্ত এবং ধ্বংসকারী ৷ অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে গতরাতে যে কাণ্ড আমি ঘটিয়েছি তা মেনে নেওয়া যায় না ৷ আমার খরচের ওপর হাসি ঠাট্টা কাজেরই একটা অংশ কিন্তু আমার স্ত্রীর শারীরিক অবস্থার জন্য ঠাট্টাটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল আমি আবেগের বশে এই কাণ্ড করেছি ৷"

আরও পড়ুন : অস্কারের মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে চড় উইল স্মিথের, ভিডিয়ো ভাইরাল

একই সঙ্গে অ্যাকাডেমির কাছেও ক্ষমা চেয়েছেন তিনি ৷ ডলবি থিয়েটারে এই ঘটনার কিছুক্ষণ পরেই সেরা অভিনেতার খেতাব তুলে দেওয়া হয় উইলের হাতে ৷ স্মিথ পুরস্কার হাতে পাওয়ার পরেও অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন ৷

ওয়াশিংটন, 29 মার্চ : তাঁর স্ত্রীকে নিয়ে রসিকতার জন্য অস্কারের মঞ্চেই ক্রিস রককে চড় মেরে বসেছিলেন সেরা অভিনেতার পুরস্কার বিজয়ী কিংবদন্তী উইল স্মিথ ৷ তবে এবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়ে নিলেন এই অভিনেতা (Will Smith Apologizes to Chris Rock) ৷ তিনি স্পষ্টতই জানালেন এই ঘটনায় তিনি মর্মাহত এবং এটি যে শোভনতার সীমা অতিক্রম করেছে তাও জানালেন তিনি ৷

সোমবারই নিজের ইনস্টাগ্রাম থেকে তিনি লেখেন, "আমি সকলের সামনে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস ৷ আমি সীমা লঙ্ঘন করেছি এবং আমি ভুল ছিলাম ৷ আমি মর্মাহত এবং আমার কাজ সেই মানুষটার মত ছিল না যা আমি হতে চাই ৷ ভালবাসা এবং সহৃদয় এই পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই ৷ "

স্মিথ আরও লেখেন, "যে কোনও অর্থেই হিংসা হল বিষাক্ত এবং ধ্বংসকারী ৷ অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে গতরাতে যে কাণ্ড আমি ঘটিয়েছি তা মেনে নেওয়া যায় না ৷ আমার খরচের ওপর হাসি ঠাট্টা কাজেরই একটা অংশ কিন্তু আমার স্ত্রীর শারীরিক অবস্থার জন্য ঠাট্টাটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল আমি আবেগের বশে এই কাণ্ড করেছি ৷"

আরও পড়ুন : অস্কারের মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে চড় উইল স্মিথের, ভিডিয়ো ভাইরাল

একই সঙ্গে অ্যাকাডেমির কাছেও ক্ষমা চেয়েছেন তিনি ৷ ডলবি থিয়েটারে এই ঘটনার কিছুক্ষণ পরেই সেরা অভিনেতার খেতাব তুলে দেওয়া হয় উইলের হাতে ৷ স্মিথ পুরস্কার হাতে পাওয়ার পরেও অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.