ETV Bharat / sitara

হিন্দি ছবির জগতে পদার্পণ অরিন্দম শীলের! - Bengali Film

এই পুজোতেই মুক্তি পাচ্ছে অরিন্দম শীল পরিচালিত নতুন গোয়েন্দা ছবি 'মিতিনমাসি'। আর এর মাঝেই জানা গেল আরও দুটি সুখবর। ছবি পরিচালনা করতে মুম্বই পাড়ি দিচ্ছেন অরিন্দম।

Arindam Shil Hindi Movie
author img

By

Published : Sep 6, 2019, 8:24 AM IST

কলকাতা : শোনা যাচ্ছে, একইসঙ্গে দুটি হিন্দি ছবির অফার আছে অরিন্দমের কাছে। একটির অফার এসেছে নেটফ্লিক্সের থেকে। অন্যটি এসেছে আর একটি বড় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। সেই প্রযোজনা সংস্থার নাম অবশ্য প্রকাশ্যে আসেনি। অরিন্দম পরিচালিত 'ধনঞ্জয়' ছবিটিই হিন্দিতে পরিচালনার কথা হচ্ছে বলে থবর।

Arindam Shil Hindi Movie
কোয়েল অভিনীত 'মিতিনমাসি' ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে
শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে 'ধনঞ্জয়' ছবিটি বানিয়েছিলেন অরিন্দম। সেখানে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, কৌশিক সেন, আর্যা ব্যানার্জি, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। সেই ছবিটিই হিন্দিতে তৈরি করতে চলেছেন পরিচালক। ছবিটি প্রযোজনা করছে একটি নামী প্রযোজনা সংস্থা। অভিনয়ে থাকতে পারেন সাইফ আলি খান, অজয় দেবগন ও সৌরভ শুক্লা।
Arindam Shil Hindi Movie
অরিন্দম

নেটফ্লিক্সের প্রোজেক্টটির শুটিং শুরু হবে 2020 সালে। 'ধনঞ্জয়'-এর হিন্দি ভার্শনের শুটিংও শুরু হবে পরের বছর শুরুতেই। 2017 সালে মুক্তি পাওয়া 'ধনঞ্জয়' বেশ ভালো রিভিউ পায় সমালোচকদের কাছে। বক্স অফিসেও খুব ভালো ব্যবসা করে ছবিটি। হিন্দিতেও কী এই ছবি দিয়ে সাড়া ফেলতে পারবেন অরিন্দম? উত্তর দেবে সময়।

কলকাতা : শোনা যাচ্ছে, একইসঙ্গে দুটি হিন্দি ছবির অফার আছে অরিন্দমের কাছে। একটির অফার এসেছে নেটফ্লিক্সের থেকে। অন্যটি এসেছে আর একটি বড় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। সেই প্রযোজনা সংস্থার নাম অবশ্য প্রকাশ্যে আসেনি। অরিন্দম পরিচালিত 'ধনঞ্জয়' ছবিটিই হিন্দিতে পরিচালনার কথা হচ্ছে বলে থবর।

Arindam Shil Hindi Movie
কোয়েল অভিনীত 'মিতিনমাসি' ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে
শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে 'ধনঞ্জয়' ছবিটি বানিয়েছিলেন অরিন্দম। সেখানে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, কৌশিক সেন, আর্যা ব্যানার্জি, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। সেই ছবিটিই হিন্দিতে তৈরি করতে চলেছেন পরিচালক। ছবিটি প্রযোজনা করছে একটি নামী প্রযোজনা সংস্থা। অভিনয়ে থাকতে পারেন সাইফ আলি খান, অজয় দেবগন ও সৌরভ শুক্লা।
Arindam Shil Hindi Movie
অরিন্দম

নেটফ্লিক্সের প্রোজেক্টটির শুটিং শুরু হবে 2020 সালে। 'ধনঞ্জয়'-এর হিন্দি ভার্শনের শুটিংও শুরু হবে পরের বছর শুরুতেই। 2017 সালে মুক্তি পাওয়া 'ধনঞ্জয়' বেশ ভালো রিভিউ পায় সমালোচকদের কাছে। বক্স অফিসেও খুব ভালো ব্যবসা করে ছবিটি। হিন্দিতেও কী এই ছবি দিয়ে সাড়া ফেলতে পারবেন অরিন্দম? উত্তর দেবে সময়।

Intro:এই পুজোতেই মুক্তি পাচ্ছে অরিন্দম শীল পরিচালিত নতুন গোয়েন্দা ছবি 'মিতিনমাসি'। তার মাঝেই জানা গেল দুটি সুখবর। ছবি করতে মুম্বই পাড়ি দিচ্ছেন পরিচালক অরিন্দম শীল।


Body:শোনা যাচ্ছে, একসঙ্গে দুটি হিন্দি ছবির অফার আছে অরিন্দমের কাছে। একটির অফার এসেছে নেটফ্লিক্সের থেকে। অন্যটি এসেছে আরও একটি বড় প্রযোজনা সংস্থা থেকে। সেই প্রযোজনা সংস্থার নাম ক্রমশ প্রকাশ্য। নেটফ্লিক্সের ছবিটির শুটিং শুরু হবে ২০২০ সালে। অন্য ছবিটিরও পরের বছরই শুরুর দিকে শুটিং হওয়ার কথা।




Conclusion:শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে 'ধনঞ্জয়' ছবিটি বানিয়েছিলেন অরিন্দম শীল। সেখানে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, আর্যা ব্যানার্জি এবং অনুশা বিশ্বনাথণ। সেই ধনঞ্জয়কেই হিন্দিতে তৈরি করতে চলেছেন পরিচালক। শোনা যাচ্ছে, তাঁর ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবির কন্টেন্ট ধনঞ্জয় থেকেই নেবেন তিনি। ছবিটি তৈরি করছে একটি নামী প্রযোজনা সংস্থা। সেই ছবিতে থাকতে পারেন সাইফ আলি খান, অজয় দেবগন ও সৌরভ শুক্লা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.