কলকাতা : শোনা যাচ্ছে, একইসঙ্গে দুটি হিন্দি ছবির অফার আছে অরিন্দমের কাছে। একটির অফার এসেছে নেটফ্লিক্সের থেকে। অন্যটি এসেছে আর একটি বড় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। সেই প্রযোজনা সংস্থার নাম অবশ্য প্রকাশ্যে আসেনি। অরিন্দম পরিচালিত 'ধনঞ্জয়' ছবিটিই হিন্দিতে পরিচালনার কথা হচ্ছে বলে থবর।
নেটফ্লিক্সের প্রোজেক্টটির শুটিং শুরু হবে 2020 সালে। 'ধনঞ্জয়'-এর হিন্দি ভার্শনের শুটিংও শুরু হবে পরের বছর শুরুতেই। 2017 সালে মুক্তি পাওয়া 'ধনঞ্জয়' বেশ ভালো রিভিউ পায় সমালোচকদের কাছে। বক্স অফিসেও খুব ভালো ব্যবসা করে ছবিটি। হিন্দিতেও কী এই ছবি দিয়ে সাড়া ফেলতে পারবেন অরিন্দম? উত্তর দেবে সময়।