কলকাতা : ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় । ধারাবাহিক, ওয়েব সিরিজ়, শর্ট ফিল্ম এবং সিনেমাতেও কাজ করেছেন বিক্রম, বেশ কাছ থেকে দেখেছেন তিনি এই ইন্ডাস্ট্রিকে । শুধু টলিউড নয়, মুম্বইতেও তিনি কয়েকটা কাজ করেছেন । শান্ত, ঝকঝকে চেহারার বিক্রম নেপোটিজ়ম নিয়ে খোলাখুলি কথা বলেন ETV ভারত সিতারার সঙ্গে ।
লকডাউনে মুম্বইতেই আটকে ছিলেন বিক্রম । ফিরে এসেছেন সম্প্রতি । 14 দিন কোয়ারানটিনে থাকার পর কাজও শুরু করেছেন । সামনেই মুক্তি পাচ্ছে বিক্রম অভিনীত 'তানসেনের তানপুরা' ওয়েব সিরিজ় । আপাতত সেই সিরিজ়ের ডাবিং করছেন তিনি ।
বিক্রম বললেন, "প্রত্যেক মানুষেরই জীবনে হতাশা আসে । হতাশা মেটানোর কোনও নির্দিষ্ট নিয়ম থাকে না । ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে সে কীভাবে হতাশা থেকে বেরোতে চায় । কোনও ক্ষেত্রে আমি আমার কাছের বন্ধুর সঙ্গে কথা বলে হতাশা মিটিয়েছি । কখনও বা আমি আমার পরিবারকে পাশে পেয়েছি । কখনও আমি নিজেই বেড়াতে চলে গিয়েছি । নিজের মানুষগুলোর সঙ্গে, পরিবারের মানুষগুলোর সঙ্গে কথা বলে আমি হতাশা থেকে বেরিয়ে আসতে পেরেছি । আমার জীবনে তাঁরা সবসময় রয়েছেন । যতবারই আমার মনে হয়েছে একেবারে প্রথম থেকে শুরু করতে হবে, ততবারই আমার পরিবার ও কাছের বন্ধুদের পাশে পেয়েছি । সেইজন্য হয়তো হতাশা নামক বিষয়টা আমার জীবন থেকে চলে যেতে পেরেছে ।"
তবে বিক্রম মনে করেন, কারও যদি সত্যিই এমন সমস্যা হয় তাহলে মনরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন । তার জন্য সেই মানুষটাকে জাজ করলে চলবে না । আমাদের নিজেদেরই এই অস্বস্তি কাটিয়ে ফেলতে হবে, মত অভিনেতার ।