ETV Bharat / sitara

মাত্র 11টাকায় সিনেমা হলে বসে দেখা যাবে সিনেমা, ব্যাপারখানা কী ? - SVF on cinema fair

9টি মাল্টিপ্লেক্সে মোট 16টি স্ক্রিনে সিনেমা দেখলে লাগবে মাত্র 11 টাকা । দারুণ ব্যাপার, তাই না ? এই দামে সিনেমা হলে গিয়ে এই প্রজন্মের কেউ তো সিনেমা দেখেইনি । কোরোনাকালে এটাও সম্ভব হল ।

SVF on cinema fair
SVF on cinema fair
author img

By

Published : Oct 17, 2020, 7:22 PM IST

কলকাতা : SVF সিনেমার 9টি মাল্টিপ্লেক্সে 16টি স্ক্রিনে সিনেমা দেখলে 11 টাকায় টিকিট মিলবে । এই গোটা সপ্তাহ জুড়ে এমনই অফার চালু করল SVF । দীর্ঘ 7 মাসের অপেক্ষার পর 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হল । দর্শকের মনরঞ্জনের জন্যেই এই আয়োজন । তাই দর্শককে সিনেমা হলে স্বাগত জানাতেই এমন লোভনীয় দামে সিনেমা হলের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

SVF-এর কর্ণধার মহেন্দ্র সোনি আমাদের বলেছেন, "এত লম্বা বিরতির পর হল খুলল, এটাই খুব বড় ব্যাপার । আমরা সব সতর্কতা মানছি । আমরা টিকিটের দাম কমিয়েছি দর্শককে হলে আমন্ত্রণ জানাতে ।" ETV ভারত সিতারা খোঁজ নিয়ে জেনেছে, শুধু SVF নয়, দর্শককে হলে আমন্ত্রণ জানাতে আরও অনেক হলেই টিকিটের দাম কমানো হয়েছে ।


সব নিয়ম মেনেই সরকারি নির্দেশমতো খুলেছে হল । শুরুতে কিছু বাংলা ও হিন্দি ছবি দেখানো হচ্ছে, যেটি আগে রিলিজ় করে গিয়েছে, যেমন, 'দুর্গেশগড়ের গুপ্তধন', 'দ্বিতীয় পুরুষ', 'প্রফেসর শঙ্কু', 'দাবাং 3', 'ছিঁছোড়ে', 'মিশন মঙ্গল', 'গুমনামী' । তারপর মুক্তি পাবে নতুন ছবি ।

কলকাতা : SVF সিনেমার 9টি মাল্টিপ্লেক্সে 16টি স্ক্রিনে সিনেমা দেখলে 11 টাকায় টিকিট মিলবে । এই গোটা সপ্তাহ জুড়ে এমনই অফার চালু করল SVF । দীর্ঘ 7 মাসের অপেক্ষার পর 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হল । দর্শকের মনরঞ্জনের জন্যেই এই আয়োজন । তাই দর্শককে সিনেমা হলে স্বাগত জানাতেই এমন লোভনীয় দামে সিনেমা হলের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

SVF-এর কর্ণধার মহেন্দ্র সোনি আমাদের বলেছেন, "এত লম্বা বিরতির পর হল খুলল, এটাই খুব বড় ব্যাপার । আমরা সব সতর্কতা মানছি । আমরা টিকিটের দাম কমিয়েছি দর্শককে হলে আমন্ত্রণ জানাতে ।" ETV ভারত সিতারা খোঁজ নিয়ে জেনেছে, শুধু SVF নয়, দর্শককে হলে আমন্ত্রণ জানাতে আরও অনেক হলেই টিকিটের দাম কমানো হয়েছে ।


সব নিয়ম মেনেই সরকারি নির্দেশমতো খুলেছে হল । শুরুতে কিছু বাংলা ও হিন্দি ছবি দেখানো হচ্ছে, যেটি আগে রিলিজ় করে গিয়েছে, যেমন, 'দুর্গেশগড়ের গুপ্তধন', 'দ্বিতীয় পুরুষ', 'প্রফেসর শঙ্কু', 'দাবাং 3', 'ছিঁছোড়ে', 'মিশন মঙ্গল', 'গুমনামী' । তারপর মুক্তি পাবে নতুন ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.