ETV Bharat / sitara

তাঁর বিয়ে নিয়ে চলছে জোর জল্পনা, কী বললেন সৃজিত? - srijit mukherjee wedding

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, পরিচালক সৃজিত মুখার্জি নাকি বাংলাদেশি অভিনেত্রী রফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করছেন। নিজের বিয়ে প্রসঙ্গে কী বললেন সৃজিত?

Srijit mukherjee marriage rumour
author img

By

Published : Nov 20, 2019, 7:31 PM IST

কলকাতা : সেলেব্রিটি মানেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলতেই থাকবে সোশাল মিডিয়ায়। কখনও কখনও সত্যতার ধারকাছ দিয়েও যায় না সেই খবর। সম্প্রতি সৃজিতের বিয়ে নিয়েও জোর চর্চা চলছে সোশাল মিডিয়ায়। কতটা সত্যতা রয়েছে সেই খবরে? ETV ভারতকে জানালেন পরিচালক।

সৃজিত বেশ মজা করেই বললেন, "আমিও তো শুনছি আমার বিয়ের কথা। দেখছি শুনছি পড়ছি..ভালো লাগছে। আমার বিয়ে নিয়ে আমার চারপাশের লোকজন বেশি কথা বলছে..সেটাই আমার কাছে বেশি ইন্টারেস্টিং। এক্ষেত্রে আমার বক্তব্যটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়।"

শুনে নিন সৃজিতের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৃজিতের সঙ্গে দেখা গেছিল মিথিলাকে। সেই থেকেই জল্পনার শুরু।

কলকাতা : সেলেব্রিটি মানেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলতেই থাকবে সোশাল মিডিয়ায়। কখনও কখনও সত্যতার ধারকাছ দিয়েও যায় না সেই খবর। সম্প্রতি সৃজিতের বিয়ে নিয়েও জোর চর্চা চলছে সোশাল মিডিয়ায়। কতটা সত্যতা রয়েছে সেই খবরে? ETV ভারতকে জানালেন পরিচালক।

সৃজিত বেশ মজা করেই বললেন, "আমিও তো শুনছি আমার বিয়ের কথা। দেখছি শুনছি পড়ছি..ভালো লাগছে। আমার বিয়ে নিয়ে আমার চারপাশের লোকজন বেশি কথা বলছে..সেটাই আমার কাছে বেশি ইন্টারেস্টিং। এক্ষেত্রে আমার বক্তব্যটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়।"

শুনে নিন সৃজিতের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৃজিতের সঙ্গে দেখা গেছিল মিথিলাকে। সেই থেকেই জল্পনার শুরু।

Intro:কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, সৃজিৎ মুখার্জি নাকি বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করছেন। তাঁদের বিয়ের নাকি আর বেশি দিন বাকি নেই। সৃজিৎ-মিথিলার বিয়ের এই গুঞ্জন রীতিমতো সেন্সেশন তৈরি করেছে দুই বাংলার সিনেমাপ্রেমীদের মনে। সৃজিৎ কি সত্যিই মিথিলাকে বিয়ে করছেন? সেই প্রশ্নের উত্তর সৃজিৎ দিলেন ETV ভারত সিতারাকে।


Body:সৃজিত আমাদের বললেন, "আমিও শুনছি, দেখছি, পড়ছি, ভালো লাগছে। আমি তো বলছি না আমার বিয়ে। চারপাশের লোকজন বেশি কথা বলছে। সেগুলোই আমার কাছে বেশি ইন্টারেস্টিং। আমার নিজের বক্তব্য এতটা ইম্পর্ট্যান্ট নয়।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.