ETV Bharat / sitara

কোরোনার ভ্যাকসিন পরীক্ষায় হিউম্যান ট্রায়াল হবেন চূর্ণী, গর্বিত ছেলে উজান

কোরোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় হিউম্যান ট্রায়ালের জন্য নিজেকে সঁপে দিতে চলেছেন চূর্ণী গাঙ্গুলি । গর্বিত ছেলে ও অভিনেতা উজান গাঙ্গুলি ।

churni ganguly human trial
churni ganguly human trial
author img

By

Published : Jul 21, 2020, 10:37 PM IST

কলকাতা : অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস (AIIMS) দ্বারা নিয়ন্ত্রিত কোরোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় নিজেকে হিউম্যান ট্রায়ালের জন্য সঁপে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পরিচালক ও অভিনেত্রী চুর্ণী গাঙ্গুলি । ইতিমধ্যেই তিনি মেইল পাঠিয়ে দিয়েছেন AIIMS-কে । মায়ের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা উজান গাঙ্গুলি । জানালেন ETV ভারত সিতারাকে ।

churni ganguly human trial
চূর্ণী
মা চূর্ণীকে নিয়ে একাধিক বিষয়ে গর্বিত একমাত্র পুত্র উজান । চূর্ণী একজন সুদক্ষ অভিনেত্রী । একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকও । উজানের জীবনে মা চুর্ণীর অবদান অপরিহার্য । মায়ের জন্য গর্বে বুক ফুলে উঠেছে ছেলের । হবে নাই বা কেন ? ক'জন মানুষ এই পদক্ষেপের কথা ভাবতে পারেন ?আমাদের বললেন, "মায়ের জন্য চিন্তা তো হচ্ছেই । কিন্তু পাশাপাশি মাকে নিয়ে খুব গর্ববোধও করছি । তবে AIIMS থেকে বিষয়টা হচ্ছে বলে একটু হলেও আশ্বস্ত হচ্ছি । মা কিন্তু হুট করে সিদ্ধান্ত নেননি । এবছরের মাদার্স ডে'তে ফেসবুক পোস্টেই লিখেছিলেন । তারপরে এই কয়েক মাসে সেটা নিয়ে ভালো করে ভেবেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন । মাকে নিয়ে আমি গর্বিত । ফের তিনি আমাকে অনুপ্রেরণা দিলেন ।"
churni ganguly human trial
.


চূর্ণীর মেইল পাওয়ার পর এখনও AIIMS থেকে কোনও উত্তর আসেনি । তবে শিগগিরই আসবে । এই টেস্টের জন্যে আগাম পরীক্ষার মধ্যে দিয়ে যেতেও হবে চূর্ণীকে । স্বাস্থ্যের কিছু প্যারামিটার মিলে গেলেই চূর্ণী হিউম্যান ট্রায়ালের জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে নির্বাচিত হবেন । এই প্যারামিটার মিলে গেলে বিপদ অনেকই কম হতে পারে । তবুও মাকে নিয়ে একটু চিন্তায় আছেন উজান ।

চূর্ণী গাঙ্গুলিকে শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকেও ।

কলকাতা : অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস (AIIMS) দ্বারা নিয়ন্ত্রিত কোরোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় নিজেকে হিউম্যান ট্রায়ালের জন্য সঁপে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পরিচালক ও অভিনেত্রী চুর্ণী গাঙ্গুলি । ইতিমধ্যেই তিনি মেইল পাঠিয়ে দিয়েছেন AIIMS-কে । মায়ের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা উজান গাঙ্গুলি । জানালেন ETV ভারত সিতারাকে ।

churni ganguly human trial
চূর্ণী
মা চূর্ণীকে নিয়ে একাধিক বিষয়ে গর্বিত একমাত্র পুত্র উজান । চূর্ণী একজন সুদক্ষ অভিনেত্রী । একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকও । উজানের জীবনে মা চুর্ণীর অবদান অপরিহার্য । মায়ের জন্য গর্বে বুক ফুলে উঠেছে ছেলের । হবে নাই বা কেন ? ক'জন মানুষ এই পদক্ষেপের কথা ভাবতে পারেন ?আমাদের বললেন, "মায়ের জন্য চিন্তা তো হচ্ছেই । কিন্তু পাশাপাশি মাকে নিয়ে খুব গর্ববোধও করছি । তবে AIIMS থেকে বিষয়টা হচ্ছে বলে একটু হলেও আশ্বস্ত হচ্ছি । মা কিন্তু হুট করে সিদ্ধান্ত নেননি । এবছরের মাদার্স ডে'তে ফেসবুক পোস্টেই লিখেছিলেন । তারপরে এই কয়েক মাসে সেটা নিয়ে ভালো করে ভেবেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন । মাকে নিয়ে আমি গর্বিত । ফের তিনি আমাকে অনুপ্রেরণা দিলেন ।"
churni ganguly human trial
.


চূর্ণীর মেইল পাওয়ার পর এখনও AIIMS থেকে কোনও উত্তর আসেনি । তবে শিগগিরই আসবে । এই টেস্টের জন্যে আগাম পরীক্ষার মধ্যে দিয়ে যেতেও হবে চূর্ণীকে । স্বাস্থ্যের কিছু প্যারামিটার মিলে গেলেই চূর্ণী হিউম্যান ট্রায়ালের জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে নির্বাচিত হবেন । এই প্যারামিটার মিলে গেলে বিপদ অনেকই কম হতে পারে । তবুও মাকে নিয়ে একটু চিন্তায় আছেন উজান ।

চূর্ণী গাঙ্গুলিকে শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকেও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.