ETV Bharat / sitara

ফের মঞ্চে শিল্পীরা, পৌষালী গাইলেন 'ফিরে আসার গান' - পৌষালী ব্যানার্জির খবর

এতগুলো মাস ধরে, কোরোনা আবহে জর্জরিত ছিল সংগীত জগত ও অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা । দম বন্ধ হয়ে এসেছিল তাঁদের । আজ অর্থাৎ পয়লা অক্টোবর থেকে মুক্তমঞ্চে পারফর্ম করার অনুমতি পেয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা । 'ফিরে আসার গান' অনেকটা সেই আবেগকে তুলে ধরে ।

poushali banerjee phire asar gaan
poushali banerjee phire asar gaan
author img

By

Published : Oct 1, 2020, 9:09 AM IST

কলকাতা : লকডাউনের আগে লেখা একটি গান । লকডাউনের মধ্যে গানটির শুটিং । তবে খুব আশ্চর্যজনকভাবে, বর্তমান পরিস্থিতির সঙ্গে কি ভীষণ মিলে গেল গানের ভাব । গানটি গেয়েছেন বিশিষ্ট সংগীত শিল্পী এবং পারফর্মার পৌষালী ব্যানার্জি । মুক্তি পেল তাঁর 'ফিরে আসার গান' । ETV ভারত সিতারা সরাসরি কথা বলে পৌষালীর সঙ্গে ।


আজ অর্থাৎ পয়লা অক্টোবর থেকে মুক্তমঞ্চে পারফর্ম করার অনুমতি পেয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা । 'ফিরে আসার গান' অনেকটা সেই আবেগকে তুলে ধরে । এতগুলো মাস ধরে, কোরোনা আবহে জর্জরিত ছিল সংগীত জগত ও অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা । দম বন্ধ হয়ে এসেছিল তাঁদের । মানসিক ও অর্থনৈতিকভাবে খুবই কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন সবাই ।

poushali banerjee phire asar gaan
পৌষালী

তবে পৌষালীর 'ফিরে আসার গান' কেবলমাত্র মঞ্চে ফিরে আসার কথা বলে না । পৌষালী আমাদের বলেন, "বিশ্বজুড়ে যেটা ঘটেছে, আমরা কেউই সেটা ভাবতে পারিনি । আমাদের জীবনে যোগ-বিয়োগ থাকে । কিন্তু এই বিয়োগের যোগ অস্বাভাবিকভাবে বেশি । সেখান থেকে লড়াই করে স্বাভাবিক ছন্দে ফেরার যুদ্ধ আমরা সকলেই চালাচ্ছি । সেই ফেরার গান হচ্ছে আমার এই গানটি । আমি নিজেকেও নতুন করে ফিরে পেয়েছি এই গানের মাধ্যমে ।"

দেখে নিন ভিডিয়ো

গানটির কম্পোজার এবং লিরিসিস্ট সৈনিক । এটি পৌষালীর প্রথম গান যেটি তিনি লোকসংগীত এবং রবীন্দ্রসঙ্গীত জঁরের বাইরে এসে গাইলেন । বাংলা গানকে নতুনভাবে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন পৌষালী ও তাঁর টিম ।

কলকাতা : লকডাউনের আগে লেখা একটি গান । লকডাউনের মধ্যে গানটির শুটিং । তবে খুব আশ্চর্যজনকভাবে, বর্তমান পরিস্থিতির সঙ্গে কি ভীষণ মিলে গেল গানের ভাব । গানটি গেয়েছেন বিশিষ্ট সংগীত শিল্পী এবং পারফর্মার পৌষালী ব্যানার্জি । মুক্তি পেল তাঁর 'ফিরে আসার গান' । ETV ভারত সিতারা সরাসরি কথা বলে পৌষালীর সঙ্গে ।


আজ অর্থাৎ পয়লা অক্টোবর থেকে মুক্তমঞ্চে পারফর্ম করার অনুমতি পেয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা । 'ফিরে আসার গান' অনেকটা সেই আবেগকে তুলে ধরে । এতগুলো মাস ধরে, কোরোনা আবহে জর্জরিত ছিল সংগীত জগত ও অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা । দম বন্ধ হয়ে এসেছিল তাঁদের । মানসিক ও অর্থনৈতিকভাবে খুবই কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন সবাই ।

poushali banerjee phire asar gaan
পৌষালী

তবে পৌষালীর 'ফিরে আসার গান' কেবলমাত্র মঞ্চে ফিরে আসার কথা বলে না । পৌষালী আমাদের বলেন, "বিশ্বজুড়ে যেটা ঘটেছে, আমরা কেউই সেটা ভাবতে পারিনি । আমাদের জীবনে যোগ-বিয়োগ থাকে । কিন্তু এই বিয়োগের যোগ অস্বাভাবিকভাবে বেশি । সেখান থেকে লড়াই করে স্বাভাবিক ছন্দে ফেরার যুদ্ধ আমরা সকলেই চালাচ্ছি । সেই ফেরার গান হচ্ছে আমার এই গানটি । আমি নিজেকেও নতুন করে ফিরে পেয়েছি এই গানের মাধ্যমে ।"

দেখে নিন ভিডিয়ো

গানটির কম্পোজার এবং লিরিসিস্ট সৈনিক । এটি পৌষালীর প্রথম গান যেটি তিনি লোকসংগীত এবং রবীন্দ্রসঙ্গীত জঁরের বাইরে এসে গাইলেন । বাংলা গানকে নতুনভাবে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন পৌষালী ও তাঁর টিম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.