ETV Bharat / sitara

লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম করছেন মিথিলা - রফিয়াত রশিদ মিথিলার খবর

বাড়িতে বসে অবসর যাপনের সময় কই ? বেশ ব্যস্ততার মধ্য়ে কাটছে রফিয়াত রশিদ মিথিলার লকডাউন ।

লকডাউনে রফিয়াত রশিদ মিথিলা
লকডাউনে রফিয়াত রশিদ মিথিলা
author img

By

Published : May 13, 2020, 10:52 PM IST

ঢাকা : মাত্র কয়েক মাস হয়েছে বিয়ে করেছেন সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী রফিয়াথ রশিদ মিথিলা । কিছুদিনের জন্য বাংলাদেশে গিয়েছিলেন মিথিলা । তারপরই কোরোনা ভাইরাসের আক্রমণে লকডাউন হয়ে যায় বিশ্বজুড়ে । তাই এখন ঢাকাতেই আটকে মিথিলা । কেমন ভাবে এই সময়টা কাটছে মিথিলার ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

সঙ্গে সৃজিৎ না থাকলেও মিথিলার মেয়ে আইরা রয়েছে । যদিও এই লকডাউনেও খুব একটা খালি বসে নেই মিথিলা । অনেকের মতো তিনিও ওয়ার্ক ফ্রম হোম করছেন ।

লকডাউনে রফিয়াত রশিদ মিথিলা
মেয়ের সঙ্গে..

মিথিলা জানালেন, "এই লকডাউনেও আমি ভীষণ ব্যস্ত। অনেকের মতো আমারও ওয়ার্ক ফ্রম হোম চলছে । মেয়ের দেখাশোনাও করতে হচ্ছে । বাড়ির কাজ করার ও সেই সঙ্গে শুটিং করা খুব কঠিন । তবে সেই কাজে খুব আনন্দের ছিল ।

আরও পড়ুন : 'দূরে থেকে কাছের মানুষ' বিক্রম ও মিথিলা


বাড়িতে বসেই 'দূরে থেকে কাছের মানুষ' নামে একটি শর্টফিল্ম শুট করেছেন মিথিলা আর বিক্রম চ্যাটার্জি । অভিনয়ের পাশাপাশি মিথিলা একজন সমাজকর্মীও বটে । লকডাউন চলাকালীন বাংলাদেশে বাড়তে থাকা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে ক্যাম্পেনও শুরু করছেন তিনি । সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যে কাটছে সৃজিত-ঘরণীর সময় ।

ঢাকা : মাত্র কয়েক মাস হয়েছে বিয়ে করেছেন সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী রফিয়াথ রশিদ মিথিলা । কিছুদিনের জন্য বাংলাদেশে গিয়েছিলেন মিথিলা । তারপরই কোরোনা ভাইরাসের আক্রমণে লকডাউন হয়ে যায় বিশ্বজুড়ে । তাই এখন ঢাকাতেই আটকে মিথিলা । কেমন ভাবে এই সময়টা কাটছে মিথিলার ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

সঙ্গে সৃজিৎ না থাকলেও মিথিলার মেয়ে আইরা রয়েছে । যদিও এই লকডাউনেও খুব একটা খালি বসে নেই মিথিলা । অনেকের মতো তিনিও ওয়ার্ক ফ্রম হোম করছেন ।

লকডাউনে রফিয়াত রশিদ মিথিলা
মেয়ের সঙ্গে..

মিথিলা জানালেন, "এই লকডাউনেও আমি ভীষণ ব্যস্ত। অনেকের মতো আমারও ওয়ার্ক ফ্রম হোম চলছে । মেয়ের দেখাশোনাও করতে হচ্ছে । বাড়ির কাজ করার ও সেই সঙ্গে শুটিং করা খুব কঠিন । তবে সেই কাজে খুব আনন্দের ছিল ।

আরও পড়ুন : 'দূরে থেকে কাছের মানুষ' বিক্রম ও মিথিলা


বাড়িতে বসেই 'দূরে থেকে কাছের মানুষ' নামে একটি শর্টফিল্ম শুট করেছেন মিথিলা আর বিক্রম চ্যাটার্জি । অভিনয়ের পাশাপাশি মিথিলা একজন সমাজকর্মীও বটে । লকডাউন চলাকালীন বাংলাদেশে বাড়তে থাকা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে ক্যাম্পেনও শুরু করছেন তিনি । সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যে কাটছে সৃজিত-ঘরণীর সময় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.