ETV Bharat / sitara

আমফানে সেলেবদের গ্রামের বাড়ির কী অবস্থা ?

বিশ্বনাথ বসুর বসিরহাটের বাড়ি প্রায় নির্মূল হয়ে গেছে ।

Amphaan destroys celebrities' houses in countryside
Amphaan destroys celebrities' houses in countryside
author img

By

Published : May 26, 2020, 6:38 PM IST

কলকাতা : আমফানের দাপটে শুধু সেলিব্রিটিদের শহরের বাড়ি নয়, গ্রামের বাড়িও ভীষণরকম ক্ষতিগ্রস্ত হয়েছে । যেমন অভিনেতা বিশ্বনাথ বসুর বসিরহাটের বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে মাত্র । ETV ভারত সিতারা যোগাযোগ করে তেমনই কয়েকজন সেলেব্রিটির সঙ্গে, যাঁদের গ্রামের বাড়িতে অনেক ক্ষতি হয়ে গেছে সাইক্লোনের ঝাপটায় ।

অত্যন্ত হতাশ কণ্ঠে বিশ্বনাথ আমাদের বলেন, "আমাদের বসিরহাটের বাড়িটা নির্মূল হয়ে গেছে । একেবারে শেষ । বাড়ির স্ট্রাকচারটি আছে । ছাদটাদ কিছু নেই । অ্যাসবেস্টরের ছাদ ছিল, শেগুন কাঠ দিয়ে বাঁধানো । সব উড়ে গেছে সাইক্লোনে । একটা পেরেকও রেখে যায়নি । রান্নাঘরটা পুরো পার্ক হয়ে গেছে । আমাদের পরিবারের কেউ থাকত না যদিও । কেয়ারটেকার থাকতেন । কারও প্রাণসংশয় নেই । কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ।"

Amphaan destroys celebrities' houses in countryside
বিশ্বনাথের বাড়ির অবস্থা
এই ঘটনা যখন ঘটে, বিশ্বনাথ তখন ছিলেন কলকাতায় । এই খবর শুনে সেখানে যান । বলেন, "আমরা তো কলকাতাতেই ছিলাম । এইসব শুনে দেখতে গেছিলাম । গ্রামের বাড়িতে থাকার পরিস্থিতি নেই । গাছপালা ভেঙে গেছে । আমাদের আবার জাগতে হবে, আবার সব নতুন করে তৈরি করতে হবে । অনেক খরচ হবে ।"তবে, এই সবের মধ্যে ইতিবাচক বিষয় এটাই যে, আত্মীয়-স্বজনরা পাশে এসেছেন । বিশ্বনাথ বলেন, "দেশ-বিদেশ সব জায়গা থেকেই আত্মীয়রা যোগাযোগ করেছেন । বলেছেন, তাঁরা আমাদের পাশে আছেন। এটাই একমাত্র ইতিবাচক বিষয় ।"
Amphaan destroys celebrities' houses in countryside
বিশ্বনাথের গ্রাম..
অন্যদিকে আরেক অভিনেতা খরাজ মুখোপাধ্যায় লকডাউনের সময় থেকেই ছিলেন তাঁর গ্রামের বাড়ি বীরভূমে, সাইথিয়ার কাছে, গদাধরপুর বলে একটি জায়গায় । বিশ্বনাথের গ্রামের বাড়ির এই পরিস্থিতি জেনে তিনি অত্যন্ত দুঃখপ্রকাশ করলেন, "বিশ্বনাথের বাড়িটার খুব ক্ষতি হয়েছে । খুব খারাপ লাগছে ।" আর নিজের বাড়ির কী অবস্থা ? খরাজ বললেন, "পুকুরের জল বেড়েছে । বাগানের গাছগুলোর ডালপালা ভেঙে গেছে । চাল উড়েছে । দু'দিন বিদ্যুৎ ছিল না মোটে ।"
Amphaan destroys celebrities' houses in countryside
খরাজ
অন্যদিকে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় খরাজের মতোই গোটা লকডাউন কাটালেন তাঁর গ্রামের বাড়িতে, একেবারে সবুজের মাঝে । বললেন, "কলকাতার মতো ক্ষয়ক্ষতি এদিকে হয়নি । আমার বাগানের একটা মাত্র কলাগাছ ভেঙেছে ।"

যেখানে যা ক্ষতি হয়েছে, তাড়াতাড়ি মিটে যাক....আশা রাখে ETV ভারত সিতারা ।

কলকাতা : আমফানের দাপটে শুধু সেলিব্রিটিদের শহরের বাড়ি নয়, গ্রামের বাড়িও ভীষণরকম ক্ষতিগ্রস্ত হয়েছে । যেমন অভিনেতা বিশ্বনাথ বসুর বসিরহাটের বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে মাত্র । ETV ভারত সিতারা যোগাযোগ করে তেমনই কয়েকজন সেলেব্রিটির সঙ্গে, যাঁদের গ্রামের বাড়িতে অনেক ক্ষতি হয়ে গেছে সাইক্লোনের ঝাপটায় ।

অত্যন্ত হতাশ কণ্ঠে বিশ্বনাথ আমাদের বলেন, "আমাদের বসিরহাটের বাড়িটা নির্মূল হয়ে গেছে । একেবারে শেষ । বাড়ির স্ট্রাকচারটি আছে । ছাদটাদ কিছু নেই । অ্যাসবেস্টরের ছাদ ছিল, শেগুন কাঠ দিয়ে বাঁধানো । সব উড়ে গেছে সাইক্লোনে । একটা পেরেকও রেখে যায়নি । রান্নাঘরটা পুরো পার্ক হয়ে গেছে । আমাদের পরিবারের কেউ থাকত না যদিও । কেয়ারটেকার থাকতেন । কারও প্রাণসংশয় নেই । কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ।"

Amphaan destroys celebrities' houses in countryside
বিশ্বনাথের বাড়ির অবস্থা
এই ঘটনা যখন ঘটে, বিশ্বনাথ তখন ছিলেন কলকাতায় । এই খবর শুনে সেখানে যান । বলেন, "আমরা তো কলকাতাতেই ছিলাম । এইসব শুনে দেখতে গেছিলাম । গ্রামের বাড়িতে থাকার পরিস্থিতি নেই । গাছপালা ভেঙে গেছে । আমাদের আবার জাগতে হবে, আবার সব নতুন করে তৈরি করতে হবে । অনেক খরচ হবে ।"তবে, এই সবের মধ্যে ইতিবাচক বিষয় এটাই যে, আত্মীয়-স্বজনরা পাশে এসেছেন । বিশ্বনাথ বলেন, "দেশ-বিদেশ সব জায়গা থেকেই আত্মীয়রা যোগাযোগ করেছেন । বলেছেন, তাঁরা আমাদের পাশে আছেন। এটাই একমাত্র ইতিবাচক বিষয় ।"
Amphaan destroys celebrities' houses in countryside
বিশ্বনাথের গ্রাম..
অন্যদিকে আরেক অভিনেতা খরাজ মুখোপাধ্যায় লকডাউনের সময় থেকেই ছিলেন তাঁর গ্রামের বাড়ি বীরভূমে, সাইথিয়ার কাছে, গদাধরপুর বলে একটি জায়গায় । বিশ্বনাথের গ্রামের বাড়ির এই পরিস্থিতি জেনে তিনি অত্যন্ত দুঃখপ্রকাশ করলেন, "বিশ্বনাথের বাড়িটার খুব ক্ষতি হয়েছে । খুব খারাপ লাগছে ।" আর নিজের বাড়ির কী অবস্থা ? খরাজ বললেন, "পুকুরের জল বেড়েছে । বাগানের গাছগুলোর ডালপালা ভেঙে গেছে । চাল উড়েছে । দু'দিন বিদ্যুৎ ছিল না মোটে ।"
Amphaan destroys celebrities' houses in countryside
খরাজ
অন্যদিকে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় খরাজের মতোই গোটা লকডাউন কাটালেন তাঁর গ্রামের বাড়িতে, একেবারে সবুজের মাঝে । বললেন, "কলকাতার মতো ক্ষয়ক্ষতি এদিকে হয়নি । আমার বাগানের একটা মাত্র কলাগাছ ভেঙেছে ।"

যেখানে যা ক্ষতি হয়েছে, তাড়াতাড়ি মিটে যাক....আশা রাখে ETV ভারত সিতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.