কলকাতা : আমফানের দাপটে শুধু সেলিব্রিটিদের শহরের বাড়ি নয়, গ্রামের বাড়িও ভীষণরকম ক্ষতিগ্রস্ত হয়েছে । যেমন অভিনেতা বিশ্বনাথ বসুর বসিরহাটের বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে মাত্র । ETV ভারত সিতারা যোগাযোগ করে তেমনই কয়েকজন সেলেব্রিটির সঙ্গে, যাঁদের গ্রামের বাড়িতে অনেক ক্ষতি হয়ে গেছে সাইক্লোনের ঝাপটায় ।
অত্যন্ত হতাশ কণ্ঠে বিশ্বনাথ আমাদের বলেন, "আমাদের বসিরহাটের বাড়িটা নির্মূল হয়ে গেছে । একেবারে শেষ । বাড়ির স্ট্রাকচারটি আছে । ছাদটাদ কিছু নেই । অ্যাসবেস্টরের ছাদ ছিল, শেগুন কাঠ দিয়ে বাঁধানো । সব উড়ে গেছে সাইক্লোনে । একটা পেরেকও রেখে যায়নি । রান্নাঘরটা পুরো পার্ক হয়ে গেছে । আমাদের পরিবারের কেউ থাকত না যদিও । কেয়ারটেকার থাকতেন । কারও প্রাণসংশয় নেই । কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ।"
এই ঘটনা যখন ঘটে, বিশ্বনাথ তখন ছিলেন কলকাতায় । এই খবর শুনে সেখানে যান । বলেন, "আমরা তো কলকাতাতেই ছিলাম । এইসব শুনে দেখতে গেছিলাম । গ্রামের বাড়িতে থাকার পরিস্থিতি নেই । গাছপালা ভেঙে গেছে । আমাদের আবার জাগতে হবে, আবার সব নতুন করে তৈরি করতে হবে । অনেক খরচ হবে ।"তবে, এই সবের মধ্যে ইতিবাচক বিষয় এটাই যে, আত্মীয়-স্বজনরা পাশে এসেছেন । বিশ্বনাথ বলেন, "দেশ-বিদেশ সব জায়গা থেকেই আত্মীয়রা যোগাযোগ করেছেন । বলেছেন, তাঁরা আমাদের পাশে আছেন। এটাই একমাত্র ইতিবাচক বিষয় ।"
অন্যদিকে আরেক অভিনেতা খরাজ মুখোপাধ্যায় লকডাউনের সময় থেকেই ছিলেন তাঁর গ্রামের বাড়ি বীরভূমে, সাইথিয়ার কাছে, গদাধরপুর বলে একটি জায়গায় । বিশ্বনাথের গ্রামের বাড়ির এই পরিস্থিতি জেনে তিনি অত্যন্ত দুঃখপ্রকাশ করলেন, "বিশ্বনাথের বাড়িটার খুব ক্ষতি হয়েছে । খুব খারাপ লাগছে ।" আর নিজের বাড়ির কী অবস্থা ? খরাজ বললেন, "পুকুরের জল বেড়েছে । বাগানের গাছগুলোর ডালপালা ভেঙে গেছে । চাল উড়েছে । দু'দিন বিদ্যুৎ ছিল না মোটে ।"
অন্যদিকে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় খরাজের মতোই গোটা লকডাউন কাটালেন তাঁর গ্রামের বাড়িতে, একেবারে সবুজের মাঝে । বললেন, "কলকাতার মতো ক্ষয়ক্ষতি এদিকে হয়নি । আমার বাগানের একটা মাত্র কলাগাছ ভেঙেছে ।"
যেখানে যা ক্ষতি হয়েছে, তাড়াতাড়ি মিটে যাক....আশা রাখে ETV ভারত সিতারা ।