কলকাতা : লকডাউনের কারণে বন্ধ টলিপাড়া । সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ় সবকিছুই স্তব্ধ হয়ে গেছে । কিন্তু কতদিন ? পোস্ট প্রোডাকশনের কাজ করার অনুমতি চেয়ে রাজ্য সরকারের কাছে তাই চিঠি পাঠান EIMPA, WATP ও আর্টিস্ট ফোরামের প্রতিনিধিরা । রাজ্য় সরকারের পক্ষ থেকে পালটা চিঠি লিখে স্বরূপ বিশ্বাসকে জানানো হয়েছে, কনটেনমেন্ট জ়োনের বাইরে ছবির পোস্ট প্রোডাকশনের নানা কাজ, যেমন এডিটিং, ডাবিং, মিক্সিং ও সেই সংক্রান্ত কাজ করা যাবে ।
সরকারের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব, স্বাস্থ্য-সুরক্ষার যাবতীয় নিয়ম মেনে করতে হবে কাজ । ইউনিটের প্রত্য়েকের মাস্ক পরা বাধ্যতামূলক । এই ব্যাপারে ETV ভারত সিতারাকে EIMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেন, "পোস্ট প্রোডাকশনের কাজগুলো চালু করার কথা বলা হয়েছে । এডিটিং, ডাবিং, যেগুলোতে খুব কম লোক নিয়ে কাজ হয় । এক্ষেত্রে সামাজিক দূরত্বের সব নিয়মও পালন করা যাবে । তবে কনটেনমেন্ট জ়োনের বাইরে, যেখানে সমস্যা রয়েছে সেখানে হবে না ।"
18 মার্চ থেকে টলিপাড়ায় বন্ধ সব স্টুডিয়ো । বেজায় সমস্যায় পড়েছেন জুনিয়র আর্টিস্ট ও টেকনিশিয়নরা । সরকারের এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস টলিপাড়ার অন্দরে ।