ETV Bharat / sitara

শুভ জন্মদিন রুদ্রনীল - Bengali actor Rudranil Ghosh

বাংলা ছবির জগতে অন্যতম পরিচিত নাম রুদ্রনীল ঘোষ । তাঁর অভিনয় দক্ষতা আজ প্রশ্নাতীত । শুধু অভিনয় নয়, রুদ্রনীল গল্পলেখকও বটে । তাঁর মতো প্রতিভাবান ব্যক্তিত্বকে পেয়ে ইন্ডাস্ট্রি ধন্য । আজ রুদ্রনীলের জন্মদিন ।

Bengali actor Rudranil Ghosh
Bengali actor Rudranil Ghosh
author img

By

Published : Jan 6, 2020, 4:56 PM IST

কলকাতা : হাওড়ায় এক খুবই সাধারণ পরিবারে জন্ম রুদ্রনীলের । টেলিভিশনে হাতেখড়ি, চুটিয়ে কাজ করেছেন টেলিফিল্মে । বড় পরদাতেও 60-এর বেশি ছবিতে অভিনয় করেছেন । যার মধ্যে উল্লেখযোগ্য গৌতম ঘোষের 'কালবেলা', অনিন্দ্য ব্যানার্জির 'চ্যাপলিন', সৃজিত মুখার্জির 'ভিঞ্চি দা' বা 'রাজকাহিনী'-র মতো ছবি ।

Bengali actor Rudranil Ghosh
'খাদ' ছবিতে

তবে অভিনয় বা লেখা ছাড়াও রুদ্রনীলের আরও একটি প্রতিভা রয়েছে, যা সেভাবে প্রচারের আলোয় আসেনি । তা হল পেইন্টিং । রুদ্র ছবিও আঁকেন । বিষয়টি আমাদের প্রথম জানান আর্ট ডিরেক্টর ও ক্রিয়েটিভ ডিজ়াইনার একতা ভট্টাচার্য । তিনি রুদ্রনীল প্রসঙ্গে আমাদের জানান, "দাদার সঙ্গে আমার পরিচয় প্রায় ৬-৭ বছর আগে । একটি ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের দেখা হয়েছিল । তিনি বিচারক হয়ে এসেছিলেন এবং আমি সেখানকার ডিজাইনার ছিলাম । স্বাভাবিকভাবেই তিনি সেলিব্রিটি আর আমি নতুন কাজ শুরু করছি । একটু তো আড়ষ্টতা থাকে । সেখানে তিনি নিজেই ডেকে বসালেন আমাকে । সেই প্রথম পরিচয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলেন..সেটা আঁকা হোক, রামায়ণ হোক, কৃষ্ণ হোক, বিদেশে আঁকার পেপারের কোয়ালিটি হোক, সিনেমা ইন্ডাস্ট্রি হোক... সবকিছু নিয়ে আলোচনা করেছিলেন । সেই এক ঘণ্টার একটা মিটিংয়েই মানুষটার প্রতি আমার সম্মান জন্মেছিল, যা প্রতিদিন বেড়েছে বই কমেনি ।"

Bengali actor Rudranil Ghosh
'রাজকাহিনী' ছবিতে

রুদ্রনীলের আর একটি স্বভাবও পছন্দ করেন একতা । তিনি বললেন, "আমরা অনেকেই অনেস্ট রিঅ্যাকশন দিতে পারি না । কাজ হারানোর ভয় থাকে । কিন্তু, এই মানুষটাকে আমি দেখেছি কখনও কোনও বিষয়ে অসৎ হননি । আমি রুদ্রদার থেকে এই অনেস্টিটা গ্রহণ করতে চাই ।"

রুদ্রর আঁকা প্রসঙ্গে একতা বললেন, "এখনও অনেক মানুষ জানেন না, দাদা খুব ভালো ছবি আঁকেন । আমি চাই তাঁর এই প্রতিভা সকলের সামনে ফুটে উঠুক । খুব ভালো একটা জন্মদিন কাটান দাদা, এই কামনাই করি ।" ETV ভারত সিতারার পক্ষ থেকেও রুদ্রনীল ঘোষকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

কলকাতা : হাওড়ায় এক খুবই সাধারণ পরিবারে জন্ম রুদ্রনীলের । টেলিভিশনে হাতেখড়ি, চুটিয়ে কাজ করেছেন টেলিফিল্মে । বড় পরদাতেও 60-এর বেশি ছবিতে অভিনয় করেছেন । যার মধ্যে উল্লেখযোগ্য গৌতম ঘোষের 'কালবেলা', অনিন্দ্য ব্যানার্জির 'চ্যাপলিন', সৃজিত মুখার্জির 'ভিঞ্চি দা' বা 'রাজকাহিনী'-র মতো ছবি ।

Bengali actor Rudranil Ghosh
'খাদ' ছবিতে

তবে অভিনয় বা লেখা ছাড়াও রুদ্রনীলের আরও একটি প্রতিভা রয়েছে, যা সেভাবে প্রচারের আলোয় আসেনি । তা হল পেইন্টিং । রুদ্র ছবিও আঁকেন । বিষয়টি আমাদের প্রথম জানান আর্ট ডিরেক্টর ও ক্রিয়েটিভ ডিজ়াইনার একতা ভট্টাচার্য । তিনি রুদ্রনীল প্রসঙ্গে আমাদের জানান, "দাদার সঙ্গে আমার পরিচয় প্রায় ৬-৭ বছর আগে । একটি ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের দেখা হয়েছিল । তিনি বিচারক হয়ে এসেছিলেন এবং আমি সেখানকার ডিজাইনার ছিলাম । স্বাভাবিকভাবেই তিনি সেলিব্রিটি আর আমি নতুন কাজ শুরু করছি । একটু তো আড়ষ্টতা থাকে । সেখানে তিনি নিজেই ডেকে বসালেন আমাকে । সেই প্রথম পরিচয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলেন..সেটা আঁকা হোক, রামায়ণ হোক, কৃষ্ণ হোক, বিদেশে আঁকার পেপারের কোয়ালিটি হোক, সিনেমা ইন্ডাস্ট্রি হোক... সবকিছু নিয়ে আলোচনা করেছিলেন । সেই এক ঘণ্টার একটা মিটিংয়েই মানুষটার প্রতি আমার সম্মান জন্মেছিল, যা প্রতিদিন বেড়েছে বই কমেনি ।"

Bengali actor Rudranil Ghosh
'রাজকাহিনী' ছবিতে

রুদ্রনীলের আর একটি স্বভাবও পছন্দ করেন একতা । তিনি বললেন, "আমরা অনেকেই অনেস্ট রিঅ্যাকশন দিতে পারি না । কাজ হারানোর ভয় থাকে । কিন্তু, এই মানুষটাকে আমি দেখেছি কখনও কোনও বিষয়ে অসৎ হননি । আমি রুদ্রদার থেকে এই অনেস্টিটা গ্রহণ করতে চাই ।"

রুদ্রর আঁকা প্রসঙ্গে একতা বললেন, "এখনও অনেক মানুষ জানেন না, দাদা খুব ভালো ছবি আঁকেন । আমি চাই তাঁর এই প্রতিভা সকলের সামনে ফুটে উঠুক । খুব ভালো একটা জন্মদিন কাটান দাদা, এই কামনাই করি ।" ETV ভারত সিতারার পক্ষ থেকেও রুদ্রনীল ঘোষকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

Intro:এই যুগের বাংলা ছবির জগতে অন্যতম পরিচিত নাম রুদ্রনীল ঘোষ। ইন্ডাস্ট্রির সকলেই একবাক্যে স্বীকার করেন অভিনয়ে রুদ্রনীল কতখানি দক্ষ। অভিনয়ের প্রায় সবকটি মাধ্যমেই নিজের কাজের স্বাক্ষর রেখেছেন তিনি। এছাড়াও সকলে স্বীকার করেন, রুদ্রনীল একজন মাটির মানুষ। গোটা ইন্ডাস্ট্রিটাকেই নিজের সংসার বলে মনে করেন। আজ রুদ্রনীলের জন্মদিন।


Body:হাওড়ার ছেলে রুদ্রনীল। একেবারে সাধারণ ঘরে তাঁর জন্ম। অভিনয় জগতে নিজেকে তিলেতিলে গড়ে তুলেছেন খুব অল্প বয়েস থেকে। টেলিভিশনে হাতেখড়ি, টেলিফিল্মে কাজ করেছেন চুটিয়ে। বড় পর্দায় ৬০এরও বেশি ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য গৌতম ঘোষের কালবেলা', অনিন্দ্য ব্যানার্জির 'চ্যাপলিন', সৃজিৎ মুখার্জির 'ভিঞ্চি দা', 'রাজকাহিনী'।

বাণিজ্যিক ও প্যারালাল, সবধরনের ছবিতে কাজ করেছেন রুদ্রনীল। মূলত, পার্শ্বচরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। অনেকসময় এমনও হয়েছে, রুদ্রনীল ছবিতে আছেন বলে অন্যান্য অভিনেতারা সরে এসেছেন শুধুমাত্র তাঁর দাপুটে অভিনয়কে ভয় পেয়ে। যদিও বা এখনও অনেকে মনে করেন, এই ইন্ডাস্ট্রিতে রুদ্রনীলের প্রতিভাকে তেমনভাবে ব্যবহারই করা হয়নি।

ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবির জন্য গল্পও তৈরি করেন রুদ্রনীল। সৃজিৎ মুখার্জির 'ভিঞ্চিদা', বিরসা দাশগুপ্ত 'বিবাহ অভিযান' ছবির গল্প রুদ্রনীলের। ভবিষ্যতে হয়তো আর অনেক ছবির গল্প তৈরি করবেন তিনি।




Conclusion:এছাড়াও আরও একটি প্রতিভা আছে রুদ্রনীলের, যা তেমনভাবে প্রচারের আলোয় আসেনি। তা হল, তিনি একজন পেন্টার। ছবি আঁকেন। এবিষয়টি নিয়ে প্রথম আমাদের জানিয়েছিলেন আর্ট ডিরেক্টর এবং ক্রিয়েটিভ ডিজাইনার একতা ভট্টাচার্য। তিনি রুদ্রনীলের সম্পর্কে আমাদের বলেন, "দাদার সঙ্গে আমার পরিচয় প্রায় ৬-৭ বছর আগে। একটি ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের দেখা হয়েছিল। তিনি বিচারক হয়ে এসেছিলেন। এবং আমি সেখানকার ডিজাইনার ছিলাম। স্বাভাবিকভাবেই তিনি সেলিব্রিটি আর আমি নতুন কাজ শুরু করছি। একটু তো আড়ষ্টবোধ থাকে, যেহেতু তিনি এত বড় মাপের মানুষ। সেখানে তিনি নিজেই ডেকে বসালেন আমাকে। সেই প্রথম পরিচয়তে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, সেটা আঁকা হোক, রামায়ণ হোক, কৃষ্ণ হোক, বিদেশের আঁকার পেপারের কোয়ালিটি হোক, সিনেমা ইন্ডাস্ট্রি হোক... সবকিছু নিয়ে আলোচনা করলেন। সেই এক ঘণ্টার একটা মিটিংএই মানুষটার প্রতি আমার সম্মান জন্মেছিল, যা প্রতিদিন বেড়েছে বই কমেনি। দাদা যখনই কোনও কাজ দেখেন, সেটার ইনস্ট্যান্ট একটা অনেস্ট রিয়াকশন দেন। এবং সেটা যুক্তি দিয়ে বুঝিয়ে দেন। আমরা অনেকেই অনেস্টভাবে রিঅ্যাকশন দিতে পারি না, কাজ হারানোর ভয় থাকে। কিন্তু এই মানুষটাকে আমি দেখেছি, কখনও কোনও বিষয় ডিজ-অনেস্ট হননি। আমি রুদ্রদার থেকে এই অনেস্টিটা গ্রহণ করতে চাই। এখনও অনেক মানুষ জানেন না, দাদা খুব ভালো ছবি আঁকেন। আমি চাই আগামীদিনে তাঁর এই প্রতিভা সকলের সামনে সম্পূর্ণভাবে ফুটে উঠুক। খুব ভালো একটা জন্মদিন কাটান, সেই কামনাই করি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.