কলকাতা : ঋতুপর্ণা-প্রসেনজিতের প্রেম, স্বজনপোষণ, ক্ষমতার অপব্যবহার..এই সবকিছুর জেরে একেরপর এক কাজ হাতছাড়া হয়েছে শ্রীলেখা মিত্রর । বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি টলিপাড়ার মাথাদের বিরুদ্ধে । তাতে কী প্রতিক্রিয়া ঋতুপর্ণার ? খোঁজ নেওয়ার চেষ্টা করল ETV ভারত সিতারা ।
ঋতুপর্ণা সরাসরি আমাদের কোনও প্রতিক্রিয়া দেননি । তবে তাঁর হয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন ঋতুপর্ণার PR ও পরিচালক নির্মল চক্রবর্তী । তিনি বললেন, "আপনাদের মনে হয় ঋতু কোনও প্রতিক্রিয়া দেবেন ? ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্রীলেখা মিত্র কি এক স্ট্যান্ডার্ড হল ? কোনও প্রতিক্রিয়া দেবেন না ঋতু ।"
তবে এখন শ্রীলেখা অনেকটা সামলে নিয়েছেন নিজেকে । কাজ পেলেন কি না পেলেন সেই নিয়ে আর কোনও ভাবনা নেই তাঁর । আর তাই কারও নাম নিতেও ভয় পান না তিনি । ETV ভারত সিতারার ক্যামেরায় খোলাখুলি বক্তব্য রাখেন অভিনেত্রী ।
আরও পড়ুন : 'অন্নদাতা' সুপারহিট হওয়ার পরেও বুম্বাদা ডাকেনি : বিস্ফোরক শ্রীলেখা