কলকাতা : কয়েকদিন আগে জানা গিয়েছিল, রাজ চক্রবর্তীর পরবর্তী ছবিতেও অভিনয় করতে চলেছেন শুভশ্রী ও ঋত্বিক। ছবিতে প্রথমবারের জন্য রাজের সঙ্গে কাজ করতে চলেছেন নাট্যজগতের 'গুরুমা' স্বাতীলেখা সেনগুপ্ত। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল ছবির নাম হবে 'আম্মা'। কিন্তু পরে তা পরিবর্তিত হয়ে 'গর্ভধারিণী' রাখা হয়। আজই ছিল ছবির শুভ মহরৎ। সোশাল মিডিয়ায় রাজ শেয়ার করলেন মহরতের দৃশ্য।
বদলে গেল 'আম্মা', রাজের পরবর্তী ছবি 'গর্ভধারিণী'
রাজ চক্রবর্তীর পরবর্তী ছবির নাম 'গর্ভধারিণী'। প্রাথমিকভাবে এই ছবির নাম 'আম্মা' হওয়ার কথা ছিল।
গর্ভধারিণী
কলকাতা : কয়েকদিন আগে জানা গিয়েছিল, রাজ চক্রবর্তীর পরবর্তী ছবিতেও অভিনয় করতে চলেছেন শুভশ্রী ও ঋত্বিক। ছবিতে প্রথমবারের জন্য রাজের সঙ্গে কাজ করতে চলেছেন নাট্যজগতের 'গুরুমা' স্বাতীলেখা সেনগুপ্ত। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল ছবির নাম হবে 'আম্মা'। কিন্তু পরে তা পরিবর্তিত হয়ে 'গর্ভধারিণী' রাখা হয়। আজই ছিল ছবির শুভ মহরৎ। সোশাল মিডিয়ায় রাজ শেয়ার করলেন মহরতের দৃশ্য।
Intro:কয়েকদিন আগে জানা গিয়েছিল, রাজ চক্রবর্তীর পরবর্তী ছবিতেও অভিনয় করতে চলেছেন শুভশ্রী ও ঋত্বিক। ছবিতে প্রথমবারের জন্য রাজের সঙ্গে কাজ করতে চলেছেন সত্যজিতের 'বিমলা' ও নাট্যজগতের 'গুরুমা' স্বাতীলেখা সেনগুপ্ত। প্রথমে ঠিক হয়েছিল ছবির নাম হবে 'আম্মা'। কিন্তু পরে তা পরিবর্তিত হয়। সেই খবর ETV ভারত সিতারাকে জানাল রাজের টিম।
Body:ছবির নাম পরিবর্তিত হয়ে রাখা হয়েছে 'গর্ভধারিণী'। এই ছবিতে স্বাতীলেখা, শুভশ্রী, ঋত্বিকের সঙ্গে কাজ করবেন পার্নো মিত্র এবং সোহম। স্বাতীলেখার মতো এই প্রথম পার্নোও কাজ করছেন রাজের সঙ্গে।
Conclusion:ছবিটি রাজনৈতিক। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই ছবিটি তৈরি করছেন রাজ চক্রবর্তী। এর আগেও 'প্রলয়'এর মতো রাজনৈতিক ছবি বানিয়েছেন রাজ। 'গর্ভধারিণী'তে দেখা যাবে এক বৃদ্ধা মহিলাকে। যাঁকে দেখভাল করে এক অল্প বয়সি নারী। সেই বাড়িতে আশ্রয় নেয় আরও তিনজন। এদের প্রত্যেকেরই অতীত রয়েছে। এদের প্রত্যেকের মধ্যেই তৈরি হয় অন্তর্দ্বন্দ্ব।
Body:ছবির নাম পরিবর্তিত হয়ে রাখা হয়েছে 'গর্ভধারিণী'। এই ছবিতে স্বাতীলেখা, শুভশ্রী, ঋত্বিকের সঙ্গে কাজ করবেন পার্নো মিত্র এবং সোহম। স্বাতীলেখার মতো এই প্রথম পার্নোও কাজ করছেন রাজের সঙ্গে।
Conclusion:ছবিটি রাজনৈতিক। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই ছবিটি তৈরি করছেন রাজ চক্রবর্তী। এর আগেও 'প্রলয়'এর মতো রাজনৈতিক ছবি বানিয়েছেন রাজ। 'গর্ভধারিণী'তে দেখা যাবে এক বৃদ্ধা মহিলাকে। যাঁকে দেখভাল করে এক অল্প বয়সি নারী। সেই বাড়িতে আশ্রয় নেয় আরও তিনজন। এদের প্রত্যেকেরই অতীত রয়েছে। এদের প্রত্যেকের মধ্যেই তৈরি হয় অন্তর্দ্বন্দ্ব।