ETV Bharat / sitara

74 বছর পরও নেতাজির অন্তর্ধান নিয়ে ধোঁয়াশা থাকা গভীর লজ্জার : সৃজিত - Srijit Mukherjee news

সামনেই পুজো। আপনি কি জানেন, কলকাতার কোন পুজো সমিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু? অনেকেই হয়তো জানেন, তিনি উত্তর কলকাতার বিডন স্ট্রিটের সিমলা ব্যায়াম সমিতির পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। সেখানে নিজে উপস্থিত থেকে পুজোয় অংশগ্রহণ করতেন, ভোগ খেতেন। আর সেই সিমলা ব্যায়াম সমিতির মুক্ত প্রাঙ্গণে আজ সন্ধ্যায় উপস্থিত হয়েছিল 'গুমনামী' ছবির গোটা টিম। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং তনুশ্রী চক্রবর্তী। উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।

Gumnami film news
author img

By

Published : Sep 11, 2019, 11:11 PM IST

Updated : Sep 12, 2019, 7:17 PM IST

কলকাতা : 'গুমনামী' ছবিটি মুক্তি পাবে পুজোর ঠিক আগে, ২ অক্টোবার, গান্ধি জয়ন্তীতে। 'গুমনামী'-কে নিয়ে এই পর্যন্ত বিতর্ক কম হয়নি। নেতাজির অন্তর্ধান রহস্য মীমাংসা করার জন্য তৈরি মুখার্জি কমিশনের হিয়ারিংয়ের উপর ভিত্তি করেই সৃজিত বানিয়েছেন এই ছবি। টিজ়ার মুক্তির পর থেকেই বেশ কয়েকটি সংগঠন উঠে পড়ে লেগেছিলেন ছবির নাম বদলানোর দাবিতে। তবে সেই সমস্ত বিরোধীতা সত্ত্বেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে 'গুমনামী'।

সৃজিত এদিন আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, "যারা এই ছবির বিরোধীতা করেছেন, তাদের উদ্দেশে বলতে চাই যে, আপনাদের অনেক পরিশ্রম করতে হবে। এটুকুতে হবে না। দেশে আইন আদালত আছে, এবং সর্বোপরি মানুষ আছে।"

Gumnami film news
অনির্বাণ-তনুশ্রী

ছবির অন্যতম মুখ্য চরিত্র অনির্বাণ ভট্টাচার্য। তিনি এই ছবিতে এক সাংবাদিক, যিনি নেতাজিকে নিয়ে রিসার্চ করেছেন। অনির্বাণ বললেন, "আমার চরিত্রটা নিয়ে বলতে গেলে পুরো ছবিটাই বলে দিতে হবে। কারণ আমার চরিত্রটা সমস্ত ছবি জুড়েই আছে। দেখা যাক মানুষ কী বলেন..."

অনির্বাণের স্ত্রীয়ের চরিত্রে রয়েছেন তনুশ্রী। তিনি বললেন, "বিতর্কে কোনওদিন কান দিইনি, দেবও না। বিতর্কে কখনও ভালো কিছু হয় না। খারাপই হয়। এত কিছুর মধ্যেও আমাদের ছবির প্রোমোশন চলছে এবং চলে যাবে।"

ভিডিয়োয় তোলা রইল এদিনের অনুষ্ঠানের মুহূর্ত...

দেখে নিন ভিডিয়ো

কলকাতা : 'গুমনামী' ছবিটি মুক্তি পাবে পুজোর ঠিক আগে, ২ অক্টোবার, গান্ধি জয়ন্তীতে। 'গুমনামী'-কে নিয়ে এই পর্যন্ত বিতর্ক কম হয়নি। নেতাজির অন্তর্ধান রহস্য মীমাংসা করার জন্য তৈরি মুখার্জি কমিশনের হিয়ারিংয়ের উপর ভিত্তি করেই সৃজিত বানিয়েছেন এই ছবি। টিজ়ার মুক্তির পর থেকেই বেশ কয়েকটি সংগঠন উঠে পড়ে লেগেছিলেন ছবির নাম বদলানোর দাবিতে। তবে সেই সমস্ত বিরোধীতা সত্ত্বেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে 'গুমনামী'।

সৃজিত এদিন আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, "যারা এই ছবির বিরোধীতা করেছেন, তাদের উদ্দেশে বলতে চাই যে, আপনাদের অনেক পরিশ্রম করতে হবে। এটুকুতে হবে না। দেশে আইন আদালত আছে, এবং সর্বোপরি মানুষ আছে।"

Gumnami film news
অনির্বাণ-তনুশ্রী

ছবির অন্যতম মুখ্য চরিত্র অনির্বাণ ভট্টাচার্য। তিনি এই ছবিতে এক সাংবাদিক, যিনি নেতাজিকে নিয়ে রিসার্চ করেছেন। অনির্বাণ বললেন, "আমার চরিত্রটা নিয়ে বলতে গেলে পুরো ছবিটাই বলে দিতে হবে। কারণ আমার চরিত্রটা সমস্ত ছবি জুড়েই আছে। দেখা যাক মানুষ কী বলেন..."

অনির্বাণের স্ত্রীয়ের চরিত্রে রয়েছেন তনুশ্রী। তিনি বললেন, "বিতর্কে কোনওদিন কান দিইনি, দেবও না। বিতর্কে কখনও ভালো কিছু হয় না। খারাপই হয়। এত কিছুর মধ্যেও আমাদের ছবির প্রোমোশন চলছে এবং চলে যাবে।"

ভিডিয়োয় তোলা রইল এদিনের অনুষ্ঠানের মুহূর্ত...

দেখে নিন ভিডিয়ো
Intro:সামনেই পুজো। আপনি কি জানেন, কলকাতার কোনও পুজো সমিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু? অনেকেই হয়তো জানেন, তিনি উত্তর কলকাতার বিডন স্ট্রিটের সিমলা ব্যায়াম সমিতির পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। সেখানে নিজে উপস্থিত থেকে পুজোয় অংশগ্রহণ করতেন, ভোগ খেতেন। আর সেই সিমলা ব্যায়াম সমিতির মুক্ত প্রাঙ্গণে আজ সন্ধ্যায় উপস্থিত হয়েছিল 'গুমনামী' ছবির গোটা টিম। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং তনুশ্রী চক্রবর্তী। উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।


Body:'গুমনামী' ছবিটি মুক্তি পাবে পুজোর ঠিক আগে, ২ অক্টোবার, গান্ধি জয়ন্তীতে। গুমনামীকে নিয়ে এপর্যন্ত বিতর্ক কম হয়নি। নেতাজীর অন্তর্ধান রহস্যকে নিয়ে যে তিনটি কমিশন তৈরি হয়েছিল, তার তৃতীয়টি মুখার্জি কমিশনের হিয়ারিংয়ের উপর ভিত্তি করেই সৃজিৎ এই ছবিটি বানিয়েছেন। ছবির টিজার দেখে ক্ষোভে ফেটে পড়ে বেশ কয়েকটি সংগঠন। দাবি তুলেছিল নামবদলের। এমনকী নেতাজির পরিবার থেকেও এসেছিল আপত্তি। ছবির ট্রেইলারটি সৃজিৎ প্রদর্শন করেন ফরওয়ার্ড ব্লকের অফিসে। প্রথমে আপত্তি তুললেও, পরে অবশ্য ফরওয়ার্ড ব্লক বলেছে মুক্তির দিন ২০জনের একটি টিম ছবিটি দেখে তাঁদের মূল্যবান মতামত দেবেন। সেন্সর বোর্ডের তরফ থেকে ছাড়পত্র পেয়েছে 'গুমনামী'।


Conclusion:ছবি সম্পর্কে সিমলা ব্যায়াম সমিতিতে এসে আবেগপ্রবণ হয়ে পড়ে গুমনামীর গোটা টিম। প্রত্যেকেই ছবি সম্পর্কে আমাদের কাছে তাঁদের আবেগের কথা ব্যক্ত করেন। তার পুরোটাই তুলে ধরা হল আপনাদের জন্য।
Last Updated : Sep 12, 2019, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.