কলকাতা : পুরুষশাসিত সমাজে প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে এক মহিলা পুরোহিতের লড়াইয়ের গল্প তুলে ধরেছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । ছবিতে মহিলা সমাজের প্রতিনিধি যেখানে ঋতাভরী চক্রবর্তী, সেখানে শুভাশিস মুখোপাধ্যায় সমাজে পুরুষ শাসকদের প্রতীক । শুভাশিস যেই মন্দিরে পুজো করেন বলে দেখানো হয়েছে ছবিতে, সেই অংশের শুটিং হয়েছে চেতলার রাসমন্দিরে । মন্দিরটিতে প্রায় 100 বছর ধরে শুধুমাত্র কৃষ্ণের পুজো হয়ে আসছে । রাধার মূর্তি হারিয়ে গেছে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ । কোনও নারীশক্তির আরাধনা ওই মন্দিরে হবে না বলেও জানানো হয় মন্দির প্রধানের তরফ থেকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র বিষয়বস্তু দেখে এতটাই মুগ্ধ হন মন্দির কর্তৃপক্ষ যে, এতগুলো বছরের রীতি ভেঙে প্রতিষ্ঠা করা হয়েছে রাধাকে । একসঙ্গে রাধা-কৃষ্ণের পুজো করা হয়েছে ছবির প্রভাবে । মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত টিম 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ।
এই প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বললেন ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় । তিনি বললেন, "আমরা এই পরিবর্তন ঘটাতে পেরেছি ভেবে ভালো লাগছে, এটা আমাদের সাফল্য । 1 শতাংশ হলেও কিছু তো বদল আনতে পেরেছি । ওই মন্দিরে রাধার পুজো তো হল..."
চেতলার রাসবাড়ি মন্দিরের আদলেই রানি রাসমনি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বর মন্দির । অরিত্র নিজেই জানালেন এই কথা । ভিডিয়োয় শুনে নিন তাঁর বক্তব্য...