ETV Bharat / sitara

'ব্রহ্মা জানেন..' বদলে দিল চেতলা রাসবাড়ি মন্দিরের 100 বছরের রীতি - Ritabhari Chakrabarty news

'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিটির একটা বড় অংশের শুটিং হয়েছে চেতলা রাসবাড়ি মন্দিরে । সেই মন্দিরে 100 বছর ধরে শুধুমাত্র কৃষ্ণের আরাধনা হয়ে আসছে । তবে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবির বিষয়বস্তু শুনে মুগ্ধ মন্দির কর্তৃপক্ষ এবার কৃষ্ণের পাশে জায়গা দিলেন রাধাকে । একসঙ্গে পুজো হল রাধা-কৃষ্ণের ।

Bramha Janen Gopan Kommoti Behind the scene
Bramha Janen Gopan Kommoti Behind the scene
author img

By

Published : Feb 11, 2020, 4:57 PM IST

Updated : Feb 11, 2020, 5:31 PM IST

কলকাতা : পুরুষশাসিত সমাজে প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে এক মহিলা পুরোহিতের লড়াইয়ের গল্প তুলে ধরেছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । ছবিতে মহিলা সমাজের প্রতিনিধি যেখানে ঋতাভরী চক্রবর্তী, সেখানে শুভাশিস মুখোপাধ্যায় সমাজে পুরুষ শাসকদের প্রতীক । শুভাশিস যেই মন্দিরে পুজো করেন বলে দেখানো হয়েছে ছবিতে, সেই অংশের শুটিং হয়েছে চেতলার রাসমন্দিরে । মন্দিরটিতে প্রায় 100 বছর ধরে শুধুমাত্র কৃষ্ণের পুজো হয়ে আসছে । রাধার মূর্তি হারিয়ে গেছে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ । কোনও নারীশক্তির আরাধনা ওই মন্দিরে হবে না বলেও জানানো হয় মন্দির প্রধানের তরফ থেকে ।

তবে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র বিষয়বস্তু দেখে এতটাই মুগ্ধ হন মন্দির কর্তৃপক্ষ যে, এতগুলো বছরের রীতি ভেঙে প্রতিষ্ঠা করা হয়েছে রাধাকে । একসঙ্গে রাধা-কৃষ্ণের পুজো করা হয়েছে ছবির প্রভাবে । মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত টিম 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ।

এই প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বললেন ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় । তিনি বললেন, "আমরা এই পরিবর্তন ঘটাতে পেরেছি ভেবে ভালো লাগছে, এটা আমাদের সাফল্য । 1 শতাংশ হলেও কিছু তো বদল আনতে পেরেছি । ওই মন্দিরে রাধার পুজো তো হল..."

চেতলার রাসবাড়ি মন্দিরের আদলেই রানি রাসমনি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বর মন্দির । অরিত্র নিজেই জানালেন এই কথা । ভিডিয়োয় শুনে নিন তাঁর বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : পুরুষশাসিত সমাজে প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে এক মহিলা পুরোহিতের লড়াইয়ের গল্প তুলে ধরেছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । ছবিতে মহিলা সমাজের প্রতিনিধি যেখানে ঋতাভরী চক্রবর্তী, সেখানে শুভাশিস মুখোপাধ্যায় সমাজে পুরুষ শাসকদের প্রতীক । শুভাশিস যেই মন্দিরে পুজো করেন বলে দেখানো হয়েছে ছবিতে, সেই অংশের শুটিং হয়েছে চেতলার রাসমন্দিরে । মন্দিরটিতে প্রায় 100 বছর ধরে শুধুমাত্র কৃষ্ণের পুজো হয়ে আসছে । রাধার মূর্তি হারিয়ে গেছে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ । কোনও নারীশক্তির আরাধনা ওই মন্দিরে হবে না বলেও জানানো হয় মন্দির প্রধানের তরফ থেকে ।

তবে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র বিষয়বস্তু দেখে এতটাই মুগ্ধ হন মন্দির কর্তৃপক্ষ যে, এতগুলো বছরের রীতি ভেঙে প্রতিষ্ঠা করা হয়েছে রাধাকে । একসঙ্গে রাধা-কৃষ্ণের পুজো করা হয়েছে ছবির প্রভাবে । মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত টিম 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ।

এই প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বললেন ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় । তিনি বললেন, "আমরা এই পরিবর্তন ঘটাতে পেরেছি ভেবে ভালো লাগছে, এটা আমাদের সাফল্য । 1 শতাংশ হলেও কিছু তো বদল আনতে পেরেছি । ওই মন্দিরে রাধার পুজো তো হল..."

চেতলার রাসবাড়ি মন্দিরের আদলেই রানি রাসমনি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বর মন্দির । অরিত্র নিজেই জানালেন এই কথা । ভিডিয়োয় শুনে নিন তাঁর বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...
Intro:এখনও ছবিটি মুক্তি পায়নি। এবছর নারীদিবস উপলক্ষে ৬ মার্চ মুক্তি পাবে উইন্ডোজ প্রযোজনা সংস্থার নবতম ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। তার আগেই সামাজিকভাবে প্রভাব ফেলতে শুরু করেছে ছবির বিষয়বস্তু। মহিলা পৌরহিত্যর পাশাপাশি মেয়েদের উপর টেনে আনা সামাজিক বিধিনিষেধের যোগ্য জবাব দেবে এই ছবি। ইতিমধ্যেই পরিবর্তন আসতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন চেতলার দাসবাড়ি মন্দিরে। কী সেই পরিবর্তন ETV ভারত সিতারাকে জানালেন ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।


Body:তিনি আমাদের বলেছেন, "চেতলার দাশবাড়ি মন্দিরের আদলে রানী রাসমণি তৈরি করেছিলেন দক্ষিণেশ্বরের কালীমন্দির। এই দাশবাড়িকে দেখানো হয়েছে ছবিতে, যেখানে শুভাশিস মুখোপাধ্যায় এক পুরোহিতের চরিত্রে পুজো করছেন। দাশবাড়িতে এযাবত শুধুমাত্র কৃষ্ণকে পুজো করা হত। রাধা নাকি হারিয়ে গিয়েছে, তাই তাঁকে পুজো করা হত না। আমাদের ছবির বিষয় শুনে সেখানে আবার নতুন করে রাধার পুজো শুরু হয়েছে। ৮৫ বছর পর ফের রাধাকে স্থান দেওয়া হয়েছে কৃষ্ণের পাশে। আমি কিছুদিন আগে সেখানে গিয়ে বিষয়টা জানতে পেরেছি।"




Conclusion:এই ঘটনা এটাই প্রমাণিত হয়, একজন চলচ্চিত্র নির্মাতার কাজ শুধুমাত্র দর্শককে বিনোদন যোগান নয়। সিনেমার মতো একটি শক্তিশালী গণমাধ্যম পারে মানুষের মনে পরিবর্তন আনতে। সেজন্য 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'কে সাধুবাদ জানাতেই হয়।
Last Updated : Feb 11, 2020, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.