কলকাতা : কবির কাব্যে, গীতিকারের গানে, পরিচালকের কল্পনায় বারবার বর্ষার বিভিন্ন রূপ ফুটে উঠেছে । বর্ষা হয়ে উঠেছে মানবজীবনের এক প্রতিচ্ছবি । জীবনের সৌন্দর্যবৃদ্ধি করেছে বর্ষার নানা আলেখ্য । এই বছরেও বর্ষা স্বমহিমায় উপস্থিত । আর সেই বর্ষাকে স্বাগত জানাবে 'বর্ষণমালা : বৃষ্টিধারার আলেখ্য' । এই ডিজিটাল অনুষ্ঠানে গান ও কবিতা পাঠে যুক্ত থাকছেন একঝাঁক তারকা । রয়েছেন সোহিনী সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবণী সেন, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা ।
'বর্ষণমালা : বৃষ্টিধারার আলেখ্য' অনুষ্ঠানের উদ্যোক্তা এস.সি.পি.ক্রাফট ও ঘোষ কোম্পানি । ডিজিটাল অনুষ্ঠানটি দেখানো হবে আগামী ১১ জুলাই, রাত ৮টায় । থাকছে ভিনদেশী ভাষায় কবিতা পাঠ । রুপোলি পরদায় দর্শকের কাছে অতি পরিচিত ব্যোমকেশ-সত্যবতী, অর্থাৎ আবির ও সোহিনী একসঙ্গে বর্ষার আখ্যানে থাকবেন । প্রতিষ্ঠিত সংগীত শিল্পী শ্রাবণী সেনের কন্ঠে শোনা যাবে অতুলপ্রসাদের গান, শোনা যাবে ভানুসিংহের পদাবলী । নাট্যব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত ও সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় পাঠ করবেন জয় গোস্বামী, শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ।
এরকম একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে বেশ উচ্ছ্বসিত আবির । আমাদের বললেন, "এস.সি.পি.ক্রাফট ও ঘোষ কোম্পানির এই উদ্যোগকে সাধুবাদ জানাতে চাই । এই অনুষ্ঠান তখনই সফল হবে, যখন দর্শক পাশে এসে দাঁড়াবে । বহু গুণী শিল্পীরা রয়েছেন এই অনুষ্ঠানে ।"
যে সমস্ত দর্শক অনলাইনে এই অনুষ্ঠান দেখার জন্য টিকিট কাটবেন, তাঁদের কাছে পৌঁছে যাবে লিঙ্ক । সেই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাওয়া যাবে 'বর্ষণমালা : বৃষ্টিধারার আলেখ্য' ।