ETV Bharat / sitara

"আগের চেয়ে বাংলা ছবির বক্স অফিস ভালো", 'গুমনামী'র 50দিনে সৃজিত - Srijit mukherjee latest story

2 অক্টোবর মুক্তি পেয়েছিল সৃজিত মুখার্জি পরিচালিত ও SVF প্রযোজিত ছবি 'গুমনামী'। ছবিটি প্রেক্ষাগৃহে 50 দিন সম্পূর্ণ করেছে। খুশিটা সেলিব্রেট করতে এক বিলাসবহুল মাল্টিপ্লেক্সে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

Srijit mukherjee latest story
author img

By

Published : Nov 21, 2019, 4:57 PM IST

Updated : Nov 21, 2019, 8:36 PM IST

কলকাতা : নেতাজির অন্তর্ধান নিয়ে প্রচলিত আছে অনেক থিয়োরি। তারই মধ্যে মুখার্জি কমিশন প্রস্তাবিত তিনটি সম্ভাব্য থিয়োরির উপর আলোকপাত করে 'গুমনামী'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও সাংবাদিক চন্দ্রচূড় ধরের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।

ইদানিং বেশকিছু বাংলা ছবি 50 দিন বা 100 দিন অতিক্রম করেছে। স্বাভাবিকভাবেই এই ইন্ডাস্ট্রির অংশ হিসেবে সৃজিত খুবই খুশি বাংলা ছবির এই সাফল্যে। তিনি বললেন, "খুবই ভালো লাগে, খুব স্পেশাল মনে হয়। বারবারই বাংলা ছবি ঘুরে দাঁড়ায়। এই বছর 'দুর্গেশগড়ের গুপ্তধন', 'কণ্ঠ', 'গুমনামী' ভালো ফল করেছে। আমার মনে হয় আগের থেকে বাংলা ছবির বক্স অফিস ভালো হয়েছে। গরমকালের একটা উইন্ডো খুলেছে। সেখানে অনেক ছবি ভালো ওয়ার্ক করছে।"

চন্দ্রচূড়ের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন অনির্বাণ। তিনি এই প্রসঙ্গে বললেন, "এটা আমাদের অহংকার ও গর্বের মুহূর্ত। এই মুহূর্তে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে হয় দর্শককে। এই দিনটা যতটা না আমাদের তার থেকে অনেক বেশি দর্শকের।" ছবির এই সাফল্যে খুশি তনুশ্রীও। তিনি বললেন, "শুধু 50 দিনের ছবি নয় এটা, এটা মানুষের মনে থেকে যাওয়ার ছবি।"

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : নেতাজির অন্তর্ধান নিয়ে প্রচলিত আছে অনেক থিয়োরি। তারই মধ্যে মুখার্জি কমিশন প্রস্তাবিত তিনটি সম্ভাব্য থিয়োরির উপর আলোকপাত করে 'গুমনামী'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও সাংবাদিক চন্দ্রচূড় ধরের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।

ইদানিং বেশকিছু বাংলা ছবি 50 দিন বা 100 দিন অতিক্রম করেছে। স্বাভাবিকভাবেই এই ইন্ডাস্ট্রির অংশ হিসেবে সৃজিত খুবই খুশি বাংলা ছবির এই সাফল্যে। তিনি বললেন, "খুবই ভালো লাগে, খুব স্পেশাল মনে হয়। বারবারই বাংলা ছবি ঘুরে দাঁড়ায়। এই বছর 'দুর্গেশগড়ের গুপ্তধন', 'কণ্ঠ', 'গুমনামী' ভালো ফল করেছে। আমার মনে হয় আগের থেকে বাংলা ছবির বক্স অফিস ভালো হয়েছে। গরমকালের একটা উইন্ডো খুলেছে। সেখানে অনেক ছবি ভালো ওয়ার্ক করছে।"

চন্দ্রচূড়ের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন অনির্বাণ। তিনি এই প্রসঙ্গে বললেন, "এটা আমাদের অহংকার ও গর্বের মুহূর্ত। এই মুহূর্তে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে হয় দর্শককে। এই দিনটা যতটা না আমাদের তার থেকে অনেক বেশি দর্শকের।" ছবির এই সাফল্যে খুশি তনুশ্রীও। তিনি বললেন, "শুধু 50 দিনের ছবি নয় এটা, এটা মানুষের মনে থেকে যাওয়ার ছবি।"

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Intro:২ অক্টোবর মুক্তি পেয়েছিল সৃজিৎ মুখার্জি পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবি 'গুমনামী'। নেতাজির অন্তর্ধান রহস্য এবং মুখার্জি কমিশনের শুনানির উপর ভিত্তিতে তৈরি হয়েছে এই ছবি, এমনটাই জানিয়েছিলেন পরিচালক সৃজিৎ। কিন্তু ছবি মুক্তির আগে বেশ সমস্যা তৈরি হয়েছিল। সেসব জট কাটিয়ে মুক্তি পায় ছবি। আর এখন সেই ছবি প্রেক্ষাগৃহে ৫০দিন অতিক্রান্ত করেছে। সেই খুশিতে দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল শপিংমলের মাল্টিপ্লেক্সে উদযাপিত হল ছবির দিন পূর্তি। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিৎ মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী সহ ছবির অন্যান্যরা। সেখানে উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।


Body:ছবিতে চন্দ্রচূড় ধরের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের এবং সমালোচকদের। তিনি আমাদের বলেন, "এটা আমাদের খুবই অহংকার এবং গর্বের মুহূর্ত। ভালোলাগার মুহূর্ত। এই মুহূর্তে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে হয় সাধারণ দর্শকদের। যাঁরা আমাদের ছবি এতদিন ধরে ভালোবেসেছেন, দেখেছেন, অন্যদের জানিয়েছেন। সেই কারণে এখনও 'গুমনামী' বিভিন্ন জায়গায় হাউসফুল চলছে। অনেক মানুষ দেখতে আসছেন। এই দিনটা আমার মনে হয় যত না বেশি আমাদের, অনেকবেশি দর্শকের।"

ছবিতে অনির্বাণের বিপরীতে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তিনি আমাদের বলেন, "৫০দিন পার করল, খুবই ভালো লাগছে। পুরো টিমের এত কাঠ-খড় পোড়ানো ছবি। রিলিজের সময় এত সমস্যা হয়েছিল। কিন্তু শেষমেশ মানুষ চেয়েছিল, তাই ছবিটা রিলিজ করেছে। এটা ৫০দিনের ছবি শুধু নয়, মানুষের মনে থেকে যাওয়ার ছবি।"




Conclusion:ইদানিং বেশকিছু বাংলা ছবি ৫০দিন, ১০০দিন অতিক্রম করেছে প্রেক্ষাগৃহে। 'গুমনামী' নিয়ে বলতে গিয়ে সৃজিৎ কিন্তু সেইসব ছবির কথা উল্লেখ করতে ভোলেননি। তিনি বলেন, "খুবই ভালো লাগে। খুবই স্পেশাল মনে হয়। বারবারই বাংলা ছবি ঘুরে দাঁড়ায়। এবছর 'দুর্গেশগড়ের গুপ্তধন' করেছে, 'কণ্ঠ' করেছে, 'গুমনামী' করল। আমার মনে হয়, বাংলা ছবির বক্সঅফিস আগের চেয়ে ভালো হয়েছে। গরমকালের একটা উইন্ডো খুলেছে। সেখানে অনেক ছবি ভালো ওয়ার্ক করে। ছোটো বাজেটের ছবি সুপারহিট হয়ে যায়, কারণ বাজেট খুব সীমিত। তাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক হাই হয়। যেমন, 'ভিঞ্চিদা', 'মুখার্জিদার বউ', 'গোত্র'। বড় বাজেটের ছবিও ব্লকবাস্টার হচ্ছে - যেমন 'দুর্গেশগড়ের গুপ্তধন', 'গুমনামী', 'কণ্ঠ'... ওভারঅল একটা খুব গুড নিউজ।"
Last Updated : Nov 21, 2019, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.