কলকাতা : কলকাতা চলচ্চিত্র উৎসব চলাকালীন সিনেমা দেখানো ছাড়া আরও অনেক অ্যাক্টিভিটি হয় নন্দন চত্বরে। তারই মধ্যে অন্যতম ছিল একটি প্রদর্শনী। নাম 'KIFF: a journey of 25 years'। প্রদর্শনীটির উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাখি গুলজ়ার।
![Rakhi Gulzar exhibition inagauration](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5017315_rakhi-1.jpg)
এটা এই চলচ্চিত্র উৎসবের 25 বছর। এই 25 বছরের যাত্রাপথের ঝলক ফুটে উঠেছে এই বিশেষ প্রদর্শনীতে। এই উৎসবের খুঁটিনাটি, বিভিন্ন স্মরণীয় মুহূর্ত, বিখ্যাত সিনেমার বিখ্যাত দৃশ্য, এই সবকিছু ছবির মাধ্যমে ফুটে উঠেছে এই প্রদর্শনীতে।
![Rakhi Gulzar exhibition inagauration](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5017315_rakhi-2.jpg)
প্রচন্ড বৃষ্টির মধ্যেও অভিনেত্রী এদিন এসেছিলেন উদ্বোধন করতে। সঙ্গে ছিলেন শশী পাঁজা, KIFF-এর চেয়ারম্য়ান রাজ চক্রবর্তী, পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী চৈতি ঘোষাল, শিল্পী শুভাপ্রসন্ন প্রমুখ।
দেখে নিন প্রদর্শনীর কিছু মুহূর্ত..