ETV Bharat / sitara

প্রচণ্ড বৃষ্টিতেও নন্দন চত্বরে রাখি, উদ্বোধন করলেন প্রদর্শনীর - রাখি গুলজ়ারের খবর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাখি গুলজ়ার। তার ঠিক পরের দিনই তাঁকে ফের দেখতে পাওয়া গেল নন্দন চত্বরে।

Rakhi Gulzar exhibition inagauration
author img

By

Published : Nov 10, 2019, 9:08 AM IST

Updated : Nov 10, 2019, 1:19 PM IST

কলকাতা : কলকাতা চলচ্চিত্র উৎসব চলাকালীন সিনেমা দেখানো ছাড়া আরও অনেক অ্যাক্টিভিটি হয় নন্দন চত্বরে। তারই মধ্যে অন্যতম ছিল একটি প্রদর্শনী। নাম 'KIFF: a journey of 25 years'। প্রদর্শনীটির উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাখি গুলজ়ার।

Rakhi Gulzar exhibition inagauration
প্রদর্শনীতে রাখি

এটা এই চলচ্চিত্র উৎসবের 25 বছর। এই 25 বছরের যাত্রাপথের ঝলক ফুটে উঠেছে এই বিশেষ প্রদর্শনীতে। এই উৎসবের খুঁটিনাটি, বিভিন্ন স্মরণীয় মুহূর্ত, বিখ্যাত সিনেমার বিখ্যাত দৃশ্য, এই সবকিছু ছবির মাধ্যমে ফুটে উঠেছে এই প্রদর্শনীতে।

Rakhi Gulzar exhibition inagauration
শুভাপ্রসন্নর সঙ্গে রাখি

প্রচন্ড বৃষ্টির মধ্যেও অভিনেত্রী এদিন এসেছিলেন উদ্বোধন করতে। সঙ্গে ছিলেন শশী পাঁজা, KIFF-এর চেয়ারম্য়ান রাজ চক্রবর্তী, পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী চৈতি ঘোষাল, শিল্পী শুভাপ্রসন্ন প্রমুখ।

দেখে নিন প্রদর্শনীর কিছু মুহূর্ত..

দেখে নিন ভিডিয়ো..

কলকাতা : কলকাতা চলচ্চিত্র উৎসব চলাকালীন সিনেমা দেখানো ছাড়া আরও অনেক অ্যাক্টিভিটি হয় নন্দন চত্বরে। তারই মধ্যে অন্যতম ছিল একটি প্রদর্শনী। নাম 'KIFF: a journey of 25 years'। প্রদর্শনীটির উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাখি গুলজ়ার।

Rakhi Gulzar exhibition inagauration
প্রদর্শনীতে রাখি

এটা এই চলচ্চিত্র উৎসবের 25 বছর। এই 25 বছরের যাত্রাপথের ঝলক ফুটে উঠেছে এই বিশেষ প্রদর্শনীতে। এই উৎসবের খুঁটিনাটি, বিভিন্ন স্মরণীয় মুহূর্ত, বিখ্যাত সিনেমার বিখ্যাত দৃশ্য, এই সবকিছু ছবির মাধ্যমে ফুটে উঠেছে এই প্রদর্শনীতে।

Rakhi Gulzar exhibition inagauration
শুভাপ্রসন্নর সঙ্গে রাখি

প্রচন্ড বৃষ্টির মধ্যেও অভিনেত্রী এদিন এসেছিলেন উদ্বোধন করতে। সঙ্গে ছিলেন শশী পাঁজা, KIFF-এর চেয়ারম্য়ান রাজ চক্রবর্তী, পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী চৈতি ঘোষাল, শিল্পী শুভাপ্রসন্ন প্রমুখ।

দেখে নিন প্রদর্শনীর কিছু মুহূর্ত..

দেখে নিন ভিডিয়ো..
Intro:শনিবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে চত্বরের গগনেন্দ্র প্রদর্শনশালা একটি প্রদর্শনীর উদ্বোধন করেন রাখি গুলজার। এই প্রথমবার তিনি কলকাতার চলচিত্র উৎসবে সামিল হলেন।


Body:প্রদর্শনীটির নাম-'KIFF: a journey of 25 years' এখানে বিভিন্ন ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে উঠে এসেছে কলকাতা চলচ্চিত্র উৎসবের 25 বছরের যাত্রার খুঁটিনাটি।


Conclusion:শনিবার রাখি গুলজার এর সঙ্গে এই অনুষ্ঠানে আসেন মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও ছিলেন KIFF এর চেয়ারপার্সেন রাজ চক্রবর্তী, পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী চৈতি ঘোষাল, শিল্পী শুভাপ্রসন্ন ও অন্যান্যরা।
Last Updated : Nov 10, 2019, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.