ETV Bharat / sitara

মেস বাড়ির নির্মল আনন্দ ফিরছে বাংলা সিনেমায় - Arindam Ganguly latest news

মেস বাড়ি নিয়ে বাংলায় যে সমস্ত ছবি হয়েছে, সেগুলো প্রতিটাই চিরনতুন হয়ে রয়েছে বাঙালি দর্শকের মননে। যেমন 'সাড়ে 74' বা 'বসন্ত বিলাপ'-এর মতো ছবি এখনও রঙিন। আবার সেই আমেজ ফিরছে বাংলা সিনেমায়। ছবির নাম 'শেষ মেস'।

অরিজিনাল বাংলা ছবি
author img

By

Published : Nov 12, 2019, 10:39 AM IST

কলকাতা : আদিত্যর পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'শেষ মেস'। ছবিটি টেলিভিশনের একটি বেসরকারী চ্যানেলে মুক্তি পাচ্ছে। এই আদিত্যর আরও একটি পরিচয় রয়েছে। তিনি খেয়ালি দস্তিদার ও অরিন্দম গাঙ্গুলির ছেলে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অরিন্দম গাঙ্গুলি, গৌরব চক্রবর্তী, অপরাজিতা ঘোষ দাস প্রমুখ।

অরিজিনাল বাংলা ছবি
অরিন্দম ও গৌরব

কলকাতার মিত্তির মেসবাড়িকে কেন্দ্র করে এই ছবি। যারা এই বাড়িতে থাকেন, তারা একে অপরের সঙ্গে ঝগড়া, মারপিট, হাসি, আড্ডা, গান নিয়ে মেতে থাকেন। কিন্তু হঠাৎই এই বাড়ির মালিক মারা যান। যিনি সেই বাড়ি কেনেন, তিনি বাড়িটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এখান থেকেই শুরু হয় মেসবাড়িকে বাঁচিয়ে রাখার জন্য সদস্যদের লড়াই।

অরিজিনাল বাংলা ছবি
ছবির দৃশ্য

হাসির মোড়কে অনেক কঠিন মূল্যবোধের কথা ফুটিয়ে তোলা হবে 'শেষ মেস'-এ। ছবিটি মুক্তি পাবে 17 নভেম্বর।

কলকাতা : আদিত্যর পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'শেষ মেস'। ছবিটি টেলিভিশনের একটি বেসরকারী চ্যানেলে মুক্তি পাচ্ছে। এই আদিত্যর আরও একটি পরিচয় রয়েছে। তিনি খেয়ালি দস্তিদার ও অরিন্দম গাঙ্গুলির ছেলে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অরিন্দম গাঙ্গুলি, গৌরব চক্রবর্তী, অপরাজিতা ঘোষ দাস প্রমুখ।

অরিজিনাল বাংলা ছবি
অরিন্দম ও গৌরব

কলকাতার মিত্তির মেসবাড়িকে কেন্দ্র করে এই ছবি। যারা এই বাড়িতে থাকেন, তারা একে অপরের সঙ্গে ঝগড়া, মারপিট, হাসি, আড্ডা, গান নিয়ে মেতে থাকেন। কিন্তু হঠাৎই এই বাড়ির মালিক মারা যান। যিনি সেই বাড়ি কেনেন, তিনি বাড়িটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এখান থেকেই শুরু হয় মেসবাড়িকে বাঁচিয়ে রাখার জন্য সদস্যদের লড়াই।

অরিজিনাল বাংলা ছবি
ছবির দৃশ্য

হাসির মোড়কে অনেক কঠিন মূল্যবোধের কথা ফুটিয়ে তোলা হবে 'শেষ মেস'-এ। ছবিটি মুক্তি পাবে 17 নভেম্বর।

Intro:বাংলা অরিজিনালস এ দর্শকদের জন্য আসছে নতুন ছবি শেষ মেস

অমিত চক্রবর্তী,কলকাতা: এক সঙ্গে মজা করে থাকা, খাওয়া এবং হাসি হুল্লোড়ে মেতে ওঠার আনন্দ আর কোন কিছুতেই নেই। বিশেষ করে মেস বাড়িতে ভাড়া থাকার মধ্যে,একদিকে যেমন দৈনন্দিন কলহ লেগেই থাকে। তেমনি সেই বাড়িতে থাকতে গিয়ে একের পর এক মজার ঘটনাও ঘটে। বাংলা অরিজিনাল এ তেমনি এক মজার গল্প দর্শকরা দেখতে পেতে চলেছে আগামী ১৭ ই নভেম্বর। নতুন এই ছবির নাম শেষ মেস। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য। যিনি খেয়ালী দস্তিদার ও অরিন্দম গাঙ্গুলী সুযোগ্য পুত্র।

শেষ মেস ছবির গল্প কলকাতার মিত্তির মেস বাড়ির কে কেন্দ্র করে। এই বাড়িতে থাকতে গিয়ে প্রত্যেকে একে অপরের সঙ্গে দৈনন্দিন ঝগড়া, মারপিট, হাসি, গান এবং একে অপরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকেন। ঠিক যখন মেস বাড়িতে সবাই মেতে উঠেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তে ঠিক তখনই আচমকা মিত্তির বাড়ির প্রধান মারা যান। এবং নতুন যে মালিক এই মিত্তির মেস বাড়ি কিনে আসেন, তিনি ঠিক করেন যে তিনি এই মূল্যবান সম্পত্তি বেচে দেবেন যেখান থেকে অনেক টাকা তিনি পেতে পারেন। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় ওই মিত্তির মেসবাড়ির বাসিন্দাদের বেঁচে থাকার লড়াই। কারণ তারা তখন বুঝতে পারে,তারা যদি এক না হয় তবে, তাদের এই বাসস্থান হাতছাড়া হবে এবং সেই থেকে তারা নেমে পড়ে কলকাতা শহরের এই মিত্তির মেস বাড়ি কে রক্ষার্থে। শেষপর্যন্ত মিত্তির মেস বাড়ির এই সদস্যর কি তাদের এই বাড়ি কে রক্ষা করতে পারে সেটাই ছবির গল্প।

ছবিতে একদিকে যেমন সম্পর্কের মূল্যবোধকে দেখানো হবে,তেমনি অপরদিকে এই ছবিতে তুমুল কৌতুক দৃশ্যও রয়েছে এর বাসিন্দাদের টানাপোড়েন কে কেন্দ্র করে।এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গৌরব চক্রবর্তী, বাসক দত্তা,অপরাজিতা ঘোষ দাস ও অরিন্দম গাঙ্গুলী কে।


Body:স্টিল কফি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.