ETV Bharat / sitara

'ল্যাপটপ'-এর টিজ়ারে মিষ্টি মনের ছোঁয়া - ঋতুপর্ণা সেনগুপ্তের ৎবর

প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিক 'ল্যাপটপ' একটি লকডাউন ফিল্ম । বাড়িতে বসে বসেই শুটিং হয়েছে পুরো ছবির, বেশ অভিনব ব্যাপার বটে ! ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি ছবির প্রযোজনাও করেছেন ।

Rituparna Sengupta on Laptop
Rituparna Sengupta on Laptop
author img

By

Published : Jun 27, 2020, 3:03 PM IST

কলকাতা : লকডাউনের সময় বাড়িতে বসেই একটি ছবি শুট করে ফেলেছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি, নাম 'ল্যাপটপ' । দূরের মানুষ যেন এক লহমায় কাছে চলে আসে এক ছোট্ট ল্যাপটপের সৌজন্যে । আর সেই ল্যাপটপকে ঘিরেই ছবির গল্প । এই কাজে প্রেমেন্দুর পাশে এসে দাঁড়িয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । অভিনয় তো করেছেনই, সঙ্গে প্রযোজনাও করেছেন । আজ প্রকাশ্যে এল 'ল্যাপটপ'এর টিজ়ার ।


ঋতুপর্ণা আমাদের বললেন, "সাংস্কৃতিক জগতে আমি বরাবরই নতুন কিছু করতে চেয়েছি । কবিতা, অভিনয় বা ছবির মাধ্যমে কিছুটা বার্তা দিয়েছি, আর কিছুটা আড্ডার ছলে করেছি । এসব দর্শকদের কাছে পৌঁছে দিতে ভালো লাগে । তাঁরা আমাকে এত ভালোবাসেন । চাকিদা অনেকদিন ধরেই আমাকে কাজের কথা বলছিলেন । আমার এই ছবির বিষয়বস্তু খুব ভালো লাগে । যেখানে খুব সুন্দর সম্পর্কের বন্ধন আছে, মানুষ দূরে থেকেও কীভাবে কাছাকাছি থাকতে পারে, সেটা বলা হয়েছে । আজ আমাদের হিউম্যান টাচের ভীষণ অভাব । দূরে থেকে ছোটো ছোটো আনন্দগুলো আমরা ভুলে গেছি । এই ছবিটার মাধ্যমে কিছুটা হলেও দূর থেকে কাছে আসা যাবে । আমার বিশ্বাস যাঁরা দেখবেন, খুব ভালো লাগবে তাঁদের । আগেই পোস্টার লঞ্চ করেছি, এবার টিজ়ার লঞ্চ করলাম আমরা । কয়েকদিনের মধ্যেই আমরা ট্রেলার লঞ্চ করব । এটা আপনাদের একটা ছোট্ট উপহার ।"

Rituparna Sengupta on Laptop
ঋতুপর্ণা
অবসর সময় ঋতুপর্ণার সঙ্গে আড্ডা দিতে খুব পছন্দ করেন প্রেমেন্দু বিকাশ চাকি । এবারের লকডাউনে সেই অবসর সময়টা অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানালেন পরিচালক । লকডাউনের আড্ডায় তৈরি হয় নানা ধরনের কাজের পরিকল্পনা । একটি গল্প লিখে ঋতুপর্ণাকে শুনিয়েছিলেন প্রেমেন্দু । প্রেমেন্দু বলেন, "গল্পটা শুনেই ঋতুপর্ণার খুব পছন্দ হয়ে যায় । বলেই ফেলেন, চলো, এই গল্পটা নিয়ে আমরা ছবি করি । কাজ পাগল ঋতুপর্ণা সিঙ্গাপুরে বসে সেদিনই কথা বলে জানান, দুটো NGO-কে সাহায্য করার জন্য আমাদের এই প্রয়াস । তারপর শুরু হল সকলের সঙ্গে কথা বলা । সাহেব, সোনালি, খেয়ালি, সকলেই এককথায় কাজ করতে রাজি হয়ে যান । আর্টিস্ট ফোরামের ব্যস্ততার মধ্যেও অরিন্দম গাঙ্গুলী সময় দেন ।"
Rituparna Sengupta on Laptop
প্রেমেন্দু
তারপর চিত্রনাট্য লেখার সঙ্গে সঙ্গে প্রেমেন্দু ভাবতে শুরু করলেন শুটিংয়ের প্ল্যান । সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেন রাঘব চট্টোপাধ্যায়কে । সম্পাদনার কাজে নিযুক্ত হন মহম্মদ কালাম । একদল কলকাতায় শুটিং করতে শুরু করলেন । আর ঋতুপর্ণাও সিঙ্গাপুরের বাসভবনে শুট করে অনলাইনে ফুটেজ পাঠিয়ে দিলেন । তাছাড়াও নিউ জার্সি ও লন্ডনে শুটিং হয়েছে । তবে প্রত্যেকেই সকলের ঘরে কিংবা ঘরের সামনের অংশে শুটিং করেছেন । শুটিং পরবর্তী সমস্ত কাজ বাড়িতে বসেই করা হয়েছে বলে জানালেন প্রেমেন্দু । দেখে নিন ছবির টিজ়ার...
'ল্যাপটপ'-এর টিজ়ার

ঋতুপর্ণা ছাড়াও সাহেব চট্টোপাধ্যায়, সোনালি চৌধুরি, খেয়ালী দস্তিদার, অরিন্দম গাঙ্গুলি, সুমন ব্যানার্জি, জয়জিৎ ব্যানার্জি, প্রদীপ ধর, ঈশান মজুমদার, পায়েল মুখার্জি, অনিন্দিতা সাহা, নবনীতা দত্ত, জয়দীপ কুন্ডু, ইন্দ্রনীল মুখার্জি অভিনয় করেছেন 'ল্যাপটপ'-এ ।

কলকাতা : লকডাউনের সময় বাড়িতে বসেই একটি ছবি শুট করে ফেলেছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি, নাম 'ল্যাপটপ' । দূরের মানুষ যেন এক লহমায় কাছে চলে আসে এক ছোট্ট ল্যাপটপের সৌজন্যে । আর সেই ল্যাপটপকে ঘিরেই ছবির গল্প । এই কাজে প্রেমেন্দুর পাশে এসে দাঁড়িয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । অভিনয় তো করেছেনই, সঙ্গে প্রযোজনাও করেছেন । আজ প্রকাশ্যে এল 'ল্যাপটপ'এর টিজ়ার ।


ঋতুপর্ণা আমাদের বললেন, "সাংস্কৃতিক জগতে আমি বরাবরই নতুন কিছু করতে চেয়েছি । কবিতা, অভিনয় বা ছবির মাধ্যমে কিছুটা বার্তা দিয়েছি, আর কিছুটা আড্ডার ছলে করেছি । এসব দর্শকদের কাছে পৌঁছে দিতে ভালো লাগে । তাঁরা আমাকে এত ভালোবাসেন । চাকিদা অনেকদিন ধরেই আমাকে কাজের কথা বলছিলেন । আমার এই ছবির বিষয়বস্তু খুব ভালো লাগে । যেখানে খুব সুন্দর সম্পর্কের বন্ধন আছে, মানুষ দূরে থেকেও কীভাবে কাছাকাছি থাকতে পারে, সেটা বলা হয়েছে । আজ আমাদের হিউম্যান টাচের ভীষণ অভাব । দূরে থেকে ছোটো ছোটো আনন্দগুলো আমরা ভুলে গেছি । এই ছবিটার মাধ্যমে কিছুটা হলেও দূর থেকে কাছে আসা যাবে । আমার বিশ্বাস যাঁরা দেখবেন, খুব ভালো লাগবে তাঁদের । আগেই পোস্টার লঞ্চ করেছি, এবার টিজ়ার লঞ্চ করলাম আমরা । কয়েকদিনের মধ্যেই আমরা ট্রেলার লঞ্চ করব । এটা আপনাদের একটা ছোট্ট উপহার ।"

Rituparna Sengupta on Laptop
ঋতুপর্ণা
অবসর সময় ঋতুপর্ণার সঙ্গে আড্ডা দিতে খুব পছন্দ করেন প্রেমেন্দু বিকাশ চাকি । এবারের লকডাউনে সেই অবসর সময়টা অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানালেন পরিচালক । লকডাউনের আড্ডায় তৈরি হয় নানা ধরনের কাজের পরিকল্পনা । একটি গল্প লিখে ঋতুপর্ণাকে শুনিয়েছিলেন প্রেমেন্দু । প্রেমেন্দু বলেন, "গল্পটা শুনেই ঋতুপর্ণার খুব পছন্দ হয়ে যায় । বলেই ফেলেন, চলো, এই গল্পটা নিয়ে আমরা ছবি করি । কাজ পাগল ঋতুপর্ণা সিঙ্গাপুরে বসে সেদিনই কথা বলে জানান, দুটো NGO-কে সাহায্য করার জন্য আমাদের এই প্রয়াস । তারপর শুরু হল সকলের সঙ্গে কথা বলা । সাহেব, সোনালি, খেয়ালি, সকলেই এককথায় কাজ করতে রাজি হয়ে যান । আর্টিস্ট ফোরামের ব্যস্ততার মধ্যেও অরিন্দম গাঙ্গুলী সময় দেন ।"
Rituparna Sengupta on Laptop
প্রেমেন্দু
তারপর চিত্রনাট্য লেখার সঙ্গে সঙ্গে প্রেমেন্দু ভাবতে শুরু করলেন শুটিংয়ের প্ল্যান । সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেন রাঘব চট্টোপাধ্যায়কে । সম্পাদনার কাজে নিযুক্ত হন মহম্মদ কালাম । একদল কলকাতায় শুটিং করতে শুরু করলেন । আর ঋতুপর্ণাও সিঙ্গাপুরের বাসভবনে শুট করে অনলাইনে ফুটেজ পাঠিয়ে দিলেন । তাছাড়াও নিউ জার্সি ও লন্ডনে শুটিং হয়েছে । তবে প্রত্যেকেই সকলের ঘরে কিংবা ঘরের সামনের অংশে শুটিং করেছেন । শুটিং পরবর্তী সমস্ত কাজ বাড়িতে বসেই করা হয়েছে বলে জানালেন প্রেমেন্দু । দেখে নিন ছবির টিজ়ার...
'ল্যাপটপ'-এর টিজ়ার

ঋতুপর্ণা ছাড়াও সাহেব চট্টোপাধ্যায়, সোনালি চৌধুরি, খেয়ালী দস্তিদার, অরিন্দম গাঙ্গুলি, সুমন ব্যানার্জি, জয়জিৎ ব্যানার্জি, প্রদীপ ধর, ঈশান মজুমদার, পায়েল মুখার্জি, অনিন্দিতা সাহা, নবনীতা দত্ত, জয়দীপ কুন্ডু, ইন্দ্রনীল মুখার্জি অভিনয় করেছেন 'ল্যাপটপ'-এ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.