সুন্দরবন : আমফানে বিপর্যস্ত সুন্দরবন ও সেখানকার অসহায় প্রান্তিক মানুষগুলোর পাশে দাঁড়ালেন ডাক্তার ও পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় । এই কাজ তিনি সফলভাবে করতে পারছেন তিনটি সংগঠনের সাহায্যে - ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং নাট্যদল রাসবিহারী স্বৈরশিল্পী । তাঁদের প্রয়াসে তৈরি এক মেডিকেল ক্যাম্প চলছে সুন্দরবনে । ETV ভারত সিতারাকে কমলেশ্বর ব্যক্ত করলেন সুন্দরবনে তাঁদের কাটিয়ে আসা অভিজ্ঞতার কথা ।
মানুষটির কর্মজীবন শুরু হয়েছিল স্টেথোস্কোপ হাতে । মঞ্চের প্রতি ভালোবাসা ছিল মেডিকেল কলেজে পড়ার সময় থেকেই । ডাক্তারি পেশার সঙ্গে বেশ কয়েকবছর যুক্ত থাকার পর সিনেমা বানানোর ইচ্ছেকে পূরণ করতেই বিনোদন জগতের সঙ্গে জুড়ে গেলেন চিকিৎসক ও পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় । আমফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের মানুষগুলোর জন্য ফের স্টেথোস্কোপ হাতে তুলে নিলেন পরিচালক ।
কিছুদিন আগে দক্ষিণ পশ্চিমবঙ্গ লন্ডভন্ড করে দেওয়া সুপার সাইক্লোন আমফানের তাণ্ডব প্রায় নিঃশেষ করে দিয়েছে সুন্দরবনকে । সেখানকার মানুষের খাবার নেই, পরিস্রুত পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, পরার মতো পোশাক নেই । নেই চিকিৎসা ব্যবস্থাও । তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষ গিয়ে ত্রাণের সামগ্রী পৌঁছে দিচ্ছেন সুন্দরবনের প্রান্তিক মানুষগুলোর কাছে । এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন কমলেশ্বর । সেখানকার প্রান্তিক মানুষগুলোর সেবাতেই এখন ভীষণ ব্যস্ত তিনি । বললেন, "ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং নাট্যদল রাসবিহারী স্বৈরশিল্পী, এই তিনটি সংগঠনের উদ্যোগে আমি একজন সাধারণ ডাক্তার হিসেবেই সেখানে গেছিলাম । এই মেডিক্যাল ক্যাম্প চলছে আমফানের পর থেকে । আমি সবকটিতে যেতে পারিনি । প্রচুর অন্য স্বেচ্ছাসেবী সংগঠন, প্রচুর মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন । সেই জন্যই আমরা ওষুধপত্র পেয়েছি এবং এই চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়েছে ।"
সুন্দরবনের মেটেখালি, সন্দেশখালি, রাইদিঘি গিয়ে প্রান্তিক মানুষের চিকিৎসা করে এসেছেন কমলেশ্বর । আগামীকালও তিনি রওনা দেবেন সুন্দরবনের দিকে, যাবেন হাসনাবাদ, পাথরপ্রতিমা ও আরও অনেক জায়গায় । তাঁর ফের চিকিৎসায় ফিরে আসাকে তিনি অবশ্য মোটেই বড় করে দেখছেন না কমলেশ্বর । একজন ডাক্তার হওয়ার কর্তব্য পালন করছেন তিনি । বলেন, "আমার ক্ষেত্রে চিকিৎসা করার ব্যাপারটাকে আমি খুব বড় করে দেখছি না । বিভিন্ন ক্ষেত্রের মানুষ এগিয়ে আসছে । আপনারা মিডিয়ার সবাই এবং অন্য পেশার মানুষরাও এই ক্রাইসিসের সময় যেভাবে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে লড়ে যাচ্ছেন, আমিও তাঁদের মধ্যেই একজন ।"সুন্দরবনের পরিস্থিতি সম্পর্কেও কথা বলেন কমলেশ্বর । জানান, আমফানের জন্য কিছু বাঁধ ভেঙেছে সেখানে । যার ফলে সমুদ্রের নোনা জল ঢুকে গেছে স্বাদু জলের চাষের ক্ষেতে । ফলে প্রচুর সমস্যা হচ্ছে সুন্দরবনে । তাতে বিপর্যয়ের মুখে পড়ে রয়েছেন প্রান্তিক মানুষগুলো । কমলেশ্বরের মত মানুষ সময় নষ্ট না করে ছুটে গেছেন তাঁদের পাশে ।
তাঁর এই অংশগ্রহণ অবশ্যই এই এলাকায় এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করবে আরও দশজন মানুষকে, আশা করে ETV ভারত সিতারা ।