কলকাতা : লকডাউনে হল বন্ধ হওয়ার আগের ঘটনা..উইন্ডোজ় প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছিল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । মুক্তির পর টানা 12 দিন হাউজ়ফুল ছিল ছবিটি । দর্শকের এত পছন্দ হয়েছিল যে, হিন্দি ছবিকে সরিয়ে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-কে জায়গা দিতে হয়েছিল হল মালিকদের । তারপর কোরোনার তাণ্ডবে সিনেমা হল বন্ধ হয়ে যায় । তবে পুনরায় হল খুললে ফের হলে ফিরবে এই ছবি । জানিয়েছে 'উইন্ডোজ়' প্রযোজনা সংস্থা ।
উইন্ডোজ় থেকে ETV ভারত সিতারাকে জানানো হয়, "'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এমন একটি প্রজেক্ট যেটা 12 দিন হলে চলার পর বন্ধ করে দিতে হয়েছে । পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি হলে চলা, সবচেয়ে বেশি দিন ধরে চলা এটাই শেষ হাউজ়ফুল বাংলা ছবি । লকডাউন না হলে আরও অনেকদিন চলত ছবিটি । 'থাপ্পড়'এর মত হিন্দি ছবিকেও রিপ্লেস করে দিচ্ছিল এই ছবি । ছয় মাসের মধ্যে যদি হল খোলে, আমাদের ইচ্ছে এটাকে হলেই আনব আমরা ।"
তারা আরও জানান, "অনেক হল মালিকই আমাদের বলেছেন, যেন ছবিটা আমরা OTTতে রিলিজ় না করি । এই ছবির উপর ওঁদের অনেক ব্যাংকিং । এত ভালো রেজ়াল্ট অনেক সিনেমাই দেয় না ।"
মেয়েদের শরীর-মন পবিত্র নয়, তারা ঋতুমতী । এই অপবিত্র শরীর নিয়ে কি পুজো করা যায় ? বহু যুগ ধরে এই ধারণার উপর ভিত্তি করে মেয়েদের কোনও পুজো বা অনুষ্ঠানে বেদের মন্ত্রোচ্চারণ থেকে বিরত রেখেছে পুরুষ সমাজ । তবে সেই ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ।
এক মহিলা পুরোহিতের গল্প বলে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী, সোহম মজুমদারের মত অভিনেতারা ।